ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গণহত্যার ছায়ায় শাহরুখ খানের বিলিয়নিয়ার হয়ে ওঠার গল্প
শাড়ি নিয়ে প্রতারণা, গ্রেফতার হতে পারেন তানজিন তিশা
দিনে ১২ ঘণ্টা কাজ করেও ক্লান্তি নেই রাশমিকার!
ঋত্বিক ঘটকের ভাঙা বাড়িতে জন্মশতবর্ষ উদযাপন
আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন, যা বললেন ওমর সানী
হলিউডে নতুন প্রেমের গুঞ্জন
সালমান শাহ হত্যাকাণ্ড : সামীরার মা লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা
হানিয়ার নতুন রেকর্ড
বলিউড, হলিউড কিংবা ললিউড, বিনোদনের যে ইন্ডাস্ট্রিই হোক না কেন, একটা সময় পর্যন্ত তার কেন্দ্রবিন্দুতে ছিলেন পুরুষ তারকারা। কিন্তু সময় বদলেছে। নারী তারকারা এখন কেবল জায়গা করে নিচ্ছেন না বরং নিজেরাই হয়ে উঠছেন পুরো শিল্পের চালিকাশক্তি। আর পাকিস্তানের বিনোদন জগৎ, অর্থাৎ ললিউডও এই ঢেউ বদলে অংশ নিচ্ছে একেবারে সামনে থেকেই ।
আর এই পরিবর্তনের নেতৃত্বে রয়েছেন ললিউডের বর্তমান সময়ের সবচেয়ে উজ্জ্বল তারকা হানিয়া আমির। তার চারটি জনপ্রিয় নাটক, মেরে হাম সাফার, কাভি ম্যায় কাভি তুম, ইশকিয়া ও মুঝে পেয়ার হুয়া থা একসঙ্গে মিলিয়ে অতিক্রম করেছে ১ বিলিয়ন (১০০ কোটি) ভিউয়ের চমকপ্রদ মাইলফলক।
এমন বিরল সাফল্য শুধু প্রশংসনীয় নয় বরং রীতিমতো গড়েছে ইতিহাস।
কারণ ললিউডে এত বড় ভিউয়ের রেকর্ড আগে কেবল হাতে গোনা কয়েকজন পুরুষ তারকার নামেই শোনা যেত। এই মুহূর্তে হানিয়া টক্কর দিচ্ছেন ললিউডের শীর্ষ দুই পুরুষ তারকা দানিশ তৈমুর ও ওয়াহাজ আলিকে। যাদের দুজনেরই রয়েছে ১০০ কোটির ক্লাবে চারটি করে নাটক। দানিশ তাইমুরের ব্লকবাস্টার নাটকগুলো হলো, ক্যায়সি তেরি খুদগর্জি, জান নিসার, মন মাস্ত মালাং ও দিওয়াঙ্গি । এদিকে ওয়াহাজ আলির জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে, তেরে বিন, ফিতুর, মুঝে পেয়ার হুয়া থা, এহদ-ই-ওয়াফা। তবে হানিয়ার এই অর্জনের বিশেষত্ব এখানেই যে, এটা কেবল তার একক সাফল্য নয়, বরং নারীকেন্দ্রিক গল্প ও চরিত্র যে দর্শকদের হৃদয়ে কতটা জায়গা করে নিচ্ছে এটা তারও প্রমাণ।
কারণ ললিউডে এত বড় ভিউয়ের রেকর্ড আগে কেবল হাতে গোনা কয়েকজন পুরুষ তারকার নামেই শোনা যেত। এই মুহূর্তে হানিয়া টক্কর দিচ্ছেন ললিউডের শীর্ষ দুই পুরুষ তারকা দানিশ তৈমুর ও ওয়াহাজ আলিকে। যাদের দুজনেরই রয়েছে ১০০ কোটির ক্লাবে চারটি করে নাটক। দানিশ তাইমুরের ব্লকবাস্টার নাটকগুলো হলো, ক্যায়সি তেরি খুদগর্জি, জান নিসার, মন মাস্ত মালাং ও দিওয়াঙ্গি । এদিকে ওয়াহাজ আলির জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে, তেরে বিন, ফিতুর, মুঝে পেয়ার হুয়া থা, এহদ-ই-ওয়াফা। তবে হানিয়ার এই অর্জনের বিশেষত্ব এখানেই যে, এটা কেবল তার একক সাফল্য নয়, বরং নারীকেন্দ্রিক গল্প ও চরিত্র যে দর্শকদের হৃদয়ে কতটা জায়গা করে নিচ্ছে এটা তারও প্রমাণ।



