সাকিবের সঙ্গে কথা বলতে চায় বিসিবি – ইউ এস বাংলা নিউজ




সাকিবের সঙ্গে কথা বলতে চায় বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ৫:৩৭ 11 ভিউ
গত বছরের সেপ্টেম্বরে ভারত সফরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। রাজনৈতিক পালাবদলের আগে দেশ ছেড়েছিলেন, তারপর আর দেশেই ফেরা হয়নি তার। তারকা এই অলরাউন্ডারের বাংলাদেশ দলে ফেরার সম্ভাবনাও সেভাবে দেখা মিলছে না। এদিকে, বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর সাকিবের ফেরার ইস্যু আমিনুল ইসলাম বুলবুল নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছিলেন। মাস দেড়েক পর আবারও সেই নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিলেন তিনি। সাকিবকে নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব সংস্করণ থেকেই তিনি অবসর নেননি—এমন ইঙ্গিত দিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, সরাসরি সাকিবের সঙ্গে কথা বলার পরই বোর্ডের অবস্থান স্পষ্ট হবে। আজ সোমবার সংবাদমাধ্যমকে বলেন, ‘সাকিবকে এখনো

পাওয়া যাবে। সব সংস্করণ থেকে সে অবসর নেয়নি। তার সঙ্গে কথা বলব। তার সঙ্গে কথা বলার পর আমরা সিদ্ধান্ত নিতে পারব।’ তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জাতীয় দলের নির্বাচক প্যানেল এবং ক্রিকেট পরিচালনা বিভাগের মতামতকেই গুরুত্ব দিচ্ছেন বুলবুল, ‘তার সঙ্গে কথা বলব। তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে যারা দল নির্বাচন করে, জাতীয় দলের নির্বাচকদের ওপর। আমার সঙ্গে বেশ কিছুদিন যোগাযোগ হয়নি (সাকিবের সঙ্গে)।’ সাকিবের সঙ্গে এখনো কথা হয়নি বুলবুলের। বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এখনো যোগাযোগ হয়নি। ক্রিকেট পরিচালনা বিভাগের যারা আছেন, তাদের সঙ্গে কথা বলতে হবে।’ এই মুহূর্তে গায়ানায় গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন সাকিব। এই টুর্নামেন্টের অভিষেক ম্যাচেই

ব্যাট হাতে ৫৮ রান ও বল হাতে ৪ উইকেট নিয়েছিলেন। পরের দুই ম্যাচেই আবার ব্যর্থ। ব্যাট হতে দুই ম্যাচ মিলিয়ে করেছেন ১১ রান, বোলিংয়ে পাননি কোনো উইকেট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিটকয়েনের ইতিহাসে রেকর্ড দাম যুদ্ধবিরতিতে আস্থা নেই, নতুন করে প্রস্তুত ইরান সরকার মাতারবাড়ীতে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স করবে দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় হতে পারে ঝড়বৃষ্টি মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ‘খেলা ছাড়ার সময় এখনো আসেনি’ ক্লাব বিশ্বকাপকে কি সফল বলা যায়? সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫ চরমপন্থিদের হাতে খুন, জেলে বসে পরিকল্পনা! ঘটনা ভিন্ন খাতে চালিয়ে দেওয়ার টার্গেট ছিল খুনিদের ১৮৭৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য মিলেছে : এনবিআর ‘মব’ দিয়ে কি নির্বাচন করতে পারবেন, প্রশ্ন জি এম কাদেরের প্রেমের টানে বাংলাদেশী তরুণীর ভারতে পাড়ি বিচারিক আদালতে তারেক-জোবাইদার বিচারে নানা অসঙ্গতি: হাইকোর্ট যুক্তরাষ্ট্র প্রবাসী নববধূকে ডাকাতদের পালাক্রমে ধর্ষণ কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক, দেশে ফেরত দুই সন্তানসহ গৃহবধূকে গলা কেটে হত্যা, দেবর পলাতক ঐক্যের ডাক জাপার ‘বিভক্ত’ নেতাদের ছাত্রদলের বিপক্ষে ‘মব’ সৃষ্টি করছে শিবিরের গুপ্ত কর্মীরা