লিটনের ফিফটিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর – ইউ এস বাংলা নিউজ




লিটনের ফিফটিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ | ৫:০৭ 66 ভিউ
টি২০ সিরিজে টিকে থাকার লড়াইয়ের ম্যাচে লিটন কুমার দাসের ফিফটি আর শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারীর ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান করে বাংলাদেশ। শ্রীলংকাকে এই ম্যাচ জিতে হলে করতে হবে ১৭৮ রান। দ্বিতীয় টি২০ ম্যাচের শুরুতে যেভাবে উইকেট হারাতে শুরু করেছিল বাংলাদেশ দলের ব্যাটাররা, তাতে আগের ম্যাচের মতোই ভাগ্য বরণ করতে হয় কি না, সে সম্ভাবনা দেখা দিয়েছিল; কিন্তু মিডল অর্ডারে লিটন দাস এবং শামীম হোসেন পাটোয়ারীর দৃঢ়তায় লড়াকু পুঁজিই পেয়েছে বাংলাদেশ। ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৭৭ রান। অধিনায়ক লিটন দাস সর্বোচ্চ

৭৬ রান করেন। এছাড়া শামীম হোসেন পাটোয়ারী করেন ৪৮ রান। এরআগে টস হেরে ব্যাট করতে নেমে আগের ম্যাচের মতোই বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী শুরু করেছিল টাইগার ব্যাটাররা। প্রথম দুই ওভারেই উইকেট হারিয়ে সাজঘরে ফিরে গেছেন দুই ওপেনার। প্রথম ওভারের শেষ বলে বলে নুয়ান থুসারার ইনসুইং বলে বোল্ড হয়ে যান পারভেজ হোসেন ইমন। ৩ বল খেলে একটি রানও করতে পারেননি তিনি। তানজিদ হাসান তামিম কিছুক্ষণ টিকে থাকতে পারলে ঝড়ের গতিতে রান ওঠে। কিন্তু আভিস্কা ফার্নান্দোর আউটসুইঙ্গার বলে শট খেলতে যান। বল ব্যাটের কানায় লেগে চলে যায় ডিপ স্লিপে। যেখানে কুশল পেরেরা ঝাঁপিয়ে পড়ে ক্যাচ তালুবন্দী করে নেন। শেষ ওভারের দ্বিতীয় বল ছক্কায় উড়িয়ে ফিফটির খুব

কাছে পৌঁছে গেলেন শামীম হোসেন। কিন্তু পরপর দুই বলে জাকের আলি ও শামীম রান আউট হয়ে গেলে আর পঞ্চাশ ছোঁয়া হয়নি তার। উইকেটরক্ষকের গ্লাভসে বল রেখে দ্রুত রান চুরি করার চেষ্টায় আউট হন দুজনই। পরে শেষ বলে বাউন্ডারি মেরে বাংলাদেশকে ১৭৭ রান পর্যন্ত নিয়ে যান মোহাম্মদ সাইফউদ্দিন। লিটন কুমার দাস ও শামীমের জুটিতেই মূলত আগের দিনের ব্যর্থতা ভুলে কিছুটা বেড়েছে বাংলাদেশের সংগ্রহ। দুজন মিলে পঞ্চম উইকেটে মাত্র ৩৯ বলে যোগ করেন ৭৭ রান। এর সৌজন্যে শেষ ১০ ওভারে ১০৮ রান করে বাংলাদেশ। দুবার জীবন পাওয়া ম্যাচে আন্তর্জাতিক টি২০ ১৩ ইনিংসের ফিফটিখরা দূর করেন লিটন। ১৯তম ওভারে ফেরার আগে ১ চার ও ৫ ছক্কায়

৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। অল্পের জন্য ফিফটি করতে পারেননি শামীম। রান আউট হয়ে ফেরার আগে ৫ চার ও ২ ছক্কায় মাত্র ২৭ বলে ৪৮ রানের ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটসম্যান। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২০ ওভারে ১৭৭/৭ (তানজিদ ৫, পারভেজ ০, লিটন ৭৬, হৃদয় ৩১, মিরাজ ১, শামীম ৪৮, জাকের ৩, রিশাদ ০*, সাইফ ৬*; থুসারা ৪-০-৩০-১, বিনুরা ৪-০-৩১-৩, শানাকা ২-০-২৩-০, থিকশানা ৪-০-৩০-১, ভ্যান্ডারসে ৪-০-৪০-০, কারুনারাত্নে ২-০-১৮-০)

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন খানকে এক সুতোয় গাঁথছেন আরিয়ান? স্বর্ণের দাম আরও বাড়ল দেশের আকাশে রক্তলাল চন্দ্রগ্রহণ থাকবে যতক্ষণ, দেখা যাবে ২ গ্রহ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল আ.লীগের ঝটিকা মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম, গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে মামলা ছিনতাইকারী সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল অবৈধ ইসরাইলি বসতিতে কুদস ব্রিগেডের রকেট হামলা ২০২৬ সালে ৪৭ মিলিয়ন পর্যটকের স্বপ্নে মালয়েশিয়া মুক্তিযুদ্ধ ও ইতিহাস বিকৃতকারী বদরুদ্দীন উমর আর নেই গড় কমলেও আগস্টে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি দুদকের উপপরিচালক মাহবুবুল আলম বরখাস্ত কেন পুরস্কার গ্রহণ করতেন না বদরুদ্দীন উমর? রাশিয়া-ইউক্রেনের বাফার জোনে সেনা পাঠাবে বাংলাদেশ ও সৌদি? বাগেরহাটে ৩ দিনের হরতালের ঘোষণা দুই মহাসড়ক অবরোধ যুক্তরাজ্যের পার্লামেন্টের সামনে বিক্ষোভ, গ্রেপ্তার ৪ শতাধিক গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা সৌদি-ইরানের থেকেও বেশি তেল ভেনেজুয়েলায়, তারপরও লাভে নেই