প্রথম চিঠি ক্লাস সেভেনে, এখনও প্রেমে পড়েন জয়া আহসান – ইউ এস বাংলা নিউজ




প্রথম চিঠি ক্লাস সেভেনে, এখনও প্রেমে পড়েন জয়া আহসান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫ | ৪:৫৫ 49 ভিউ
দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান যখস স্কুলে পড়তেন সেই সময়ই নাকি প্রেমের প্রস্তাব পেয়েছিলেন। বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো পুরনো সেই স্মৃতি শেয়ার করেছেন তিনি। জয়া জানান, যখন তিনি ক্লাস সেভেন কিংবা এইটে প্রথম প্রেমপত্র পান তিনি। অভিনেত্রীর কথায়, আমরা কোচিংয়ে পড়তাম, ক্লাস সেভেন-এইট হবে। আমার সঙ্গেই পড়ত আমার ক্লাসমেট। ও ক্যাডেট কলেজে পড়ত। খুব ভালো ছবি আঁকত। খুব সুন্দর কাগজে নকশা করে অর্ধেক রং করে চিঠি দিয়ে বলেছিল, বাড়িতে গিয়ে দেখো। যোগ করে জয়া আহসান বলেন, মাকে দেখিয়েছিলাম যে, কী সুন্দর করে এঁকেছে, লিখেছে। মাই প্রথম চিঠিটা পড়ে। সেই বন্ধু লিখেছিল যে, শোনো জয়া। তোমাকে

খুব ভালোবাসি। তুমি যদি আমাকে ভালোবাসো, বাকি অর্ধেকটা সুন্দর রং করে আমাকে ফেরত দেবে। বর্তমানে একাই রয়েছেন জয়া আহসান। তিনি কি ইদানীংকালে প্রেমে পড়েছেন? এমন প্রশ্নে অভিনেত্রীর উত্তর- আমি তো সব সময় প্রেমে পড়ি। প্রেমে না থাকলে কি মানুষ বাঁচে! আমরা তো আরও সংবেদনশীল। সবারই একটু ভালোবাসা, কেয়ার দরকার। রক্তের সম্পর্ক বলুন বা ভালোবাসার সম্পর্ক, আজকের দিনে সম্পর্কগুলো বড় জটিল হয়ে গেছে। বিষয়টি নিয়ে অভিনেত্রী বলেন, আগে একটা চিঠির জন্য প্রেমিকা কত দিন অপেক্ষা করত। কত দিন অপেক্ষার পর চিঠি আসত। সে চিঠির প্রত্যেক অক্ষরে প্রেম-ভালোবাসা। এই যে অপেক্ষা, অপেক্ষাটাই প্রেম। আরও যুক্ত করলেন এভাবে, এখন দুম করে একটা টেক্সট মেসেজ কেউ পাঠাল,

আর দেখে নিলাম এতে কী আবেগ হবে! যখনই আমি চাইছি বা আমার প্রেমিক চাইছে তখনই আমাকে পেয়ে যাচ্ছে! কোনও কিছু অর্জন না করলে সেটায় প্রেম থাকে না। চিঠি লেখার দিনে সম্পর্ক-ভালোবাসায়, এ জন্য মনে হয় প্রেমটা বেশি ছিল। এখন অপেক্ষাই নেই। বলে রাখা যায়, কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে জয়া আহসানের সিনেমা ‘ডিয়ার মা’। আসছে ১৮ জুলাই মুক্তি পাবে এটি। সিনেমাটির প্রসঙ্গে সাক্ষাৎকার দেওয়ার ফাঁকে ব্যক্তি জীবনের নানা দিক নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। ‘ডিয়ার মা’ সিনেমাতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়াও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, সায়ন মুন্সীসহ আরও অনেকে। সিনেমাটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দুদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে ট্রাম্প, ‘বিশেষ সম্পর্ক’ জোরদারের আশা দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা পড়েছেন ১৭৮ যাত্রী আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য নতুন নির্দেশনা মাউশির সাবেক ডিসি সুলতানার জামিন স্থগিত চেয়ে আবেদন বিশ্ব রেকর্ড করতে গিয়ে ভেঙে পড়ল নাইজেরিয়ান শেফের বিশাল হাঁড়ি মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? কঠিন চ্যালেঞ্জের মুখে সুশীলা কার্কি লিবিয়ার উপকূলে শরণার্থী বহনকারী নৌকায় আগুন, নিহত অন্তত ৫০ মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরাখণ্ড, মৃত্যু ১৩ অস্কারে যাচ্ছে ইরানের ছবি নিরাপত্তাহীন পারমাণবিক কেন্দ্রে ফুয়েল লোড বিপজ্জনক ১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা বরখাস্ত রাজধানীতে আজ কোথায় কী ভারত-যুক্তরাষ্ট্র বৈঠকে খুলবে কি বাণিজ্য চুক্তির জট তরুণদের সর্বনাশা লিগ! ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস টিভিতে আজকের খেলা আঞ্চলিক সহযোগিতার প্রধান চালিকাশক্তি হতে পারে ভারত-বাংলাদেশ একাদশে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর