গায়ানায় রাজ সাকিবের, শ্রীলঙ্কায় ভঙ্গুর বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




গায়ানায় রাজ সাকিবের, শ্রীলঙ্কায় ভঙ্গুর বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫ | ৮:৩৫ 37 ভিউ
একই দিনে দুই মঞ্চে খেলেছে বাংলাদেশের প্রতিনিধিরা। গায়ানায় গ্লোবাল সুপার লিগে ব্যাট-বলে রাজত্ব করেছেন সাকিব আল হাসান। আর শ্রীলঙ্কার পাল্লেকেলেতে আবারও মুখ থুবড়ে পড়েছে জাতীয় দল। একদিকে অভিজ্ঞ অলরাউন্ডারের আলো ছড়ানো, অন্যদিকে জাতীয় দলের টানা ব্যর্থতার অন্ধকার—বাংলাদেশ ক্রিকেটের এক বিপরীত প্রতিচ্ছবি দেখা গেল আজ। গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ রানের হার না মানা ইনিংস খেলেন সাকিব। ম্যাচে চার-ছক্কায় সাজানো তার ইনিংসটি দলের টালমাটাল পরিস্থিতিতে ছিল সত্যিকারের ‘রেসকিউ অ্যাক্ট’। এরপর বল হাতেও জ্বলে ওঠেন। মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার অলরাউন্ড পারফরম্যান্সেই সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে ২২ রানে হারায় দুবাই

ক্যাপিটালস। অন্যদিকে ক্যান্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ব্যাট হাতে ১৫৪ রানের মাঝারি সংগ্রহের পরও বোলাররা কোনো প্রতিরোধই গড়তে পারেননি। পাথুম নিশাঙ্কার ঝোড়ো ১৬ বলে ৪২ ও কুশল মেন্ডিসের ৫১ বলে ৭৩ রানে ছিন্নভিন্ন হয়ে যায় টাইগার বোলিং আক্রমণ। ১৯তম ওভারেই ম্যাচ শেষ করে দেয় লঙ্কানরা। এই হারের ফলে বাংলাদেশ টানা তিনটি সিরিজে (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি) প্রথম ম্যাচ হেরে শুরু করল। ব্যাটিংয়ে কিছুটা প্রতিরোধ দেখা গেলেও, বোলাররা ছিলেন নিষ্প্রভ। বিশেষ করে তাসকিন ও তানজিম হাসান ছিলেন খরুচে। বিপরীতে, স্পিনে মিরাজ ও রিশাদ কিছুটা নিয়ন্ত্রিত হলেও উইকেট তুলে নিতে পারেননি নিয়মিতভাবে। একদিকে সাকিব আল হাসান একা হাতে

ম্যাচের রং বদলে দিচ্ছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজির হয়ে, অন্যদিকে বাংলাদেশ দল লড়াইটাই করতে পারছে না। এটা শুধু পারফরম্যান্সের ফারাক নয়, এটা মানসিকতা ও কৌশলের ব্যবধানও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও দলের টিম ম্যানেজমেন্টের কাছে প্রশ্নটা এখন খুব স্পষ্ট—‘এই বিপর্যয়ের দায় কে নেবে? আর কবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ?’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চার্লি কার্ক হত্যাকাণ্ড: ২২ বছর বয়সী উগ্রবাদী তরুণ রবিনসন গ্রেপ্তার কৃষি মন্ত্রণালয়ে সার আমদানিতে নজিরবিহীন লুটপাট নিয়ে ব্যাপক সমালোচনা পুলিশের গাড়ির সামনেই ‘জয় বাংলা’ স্লোগান, উজ্জীবিত আওয়ামী লীগ ইউনূস সরকারের নয়া বন্দোবস্ত: বহির্বিশ্বে হয়রানির শিকার বাংলাদেশি পাসপোর্টধারীরা রক্ষণশীল তারকা রাজনীতিবিদ কার্কের মৃত্যু রক্ষণশীলদের হাতেই? যে কালসাপ লালন-পালন করেছেন এতকাল এখন কেন তার ভয়ে ভীত ডা. জাহেদ? সরকারঘনিষ্ঠ সিন্ডিকেটের দৌরাত্ম্যে জিম্মি শ্রমিকরা, মালয়েশিয়া যাওয়ার খরচ বেড়ে ১ লাখ ৬২ হাজার টাকা পশ্চিমবঙ্গেও নেপালের মতো অভ্যুত্থানের ডাক দিয়ে ১৪ মামলা খেলেন বিজেপি নেতা! জঙ্গিবাদের আঁতুড়ঘর পাকিস্তানে সেনাবহরে জঙ্গি হামলায় ১২ সেনা নিহত, বেহাত সমরাস্ত্র-ড্রোন ভাঙ্গায় ৩ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা সহকারী শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত শূন্য রানে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ এইচএসসির ফল প্রকাশ নিয়ে যা জানা গেল ৪ জেলায় বন্যার আশঙ্কা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু মার্কস অলরাউন্ডার ২০২৫ শুরু হলো সারা দেশে! ঋণের দায়ে চার মৃত্যু, ধার করে চল্লিশা সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন দেশের ৬৪ জেলায় হবে ‘মডেল মন্দির’