ক্লাব বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে ব্রাজিলের ক্লাব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫
     ১০:৩৭ পূর্বাহ্ণ

ক্লাব বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে ব্রাজিলের ক্লাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ১০:৩৭ 65 ভিউ
ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর জয়যাত্রা চলছেই। লাতিন আমেরিকার দেশটি থেকে ক্লাব বিশ্বকাপে চারটি দল অংশ নিয়ে চারটিই উঠেছিল শেষ ষোলোতে। এর মধ্যে শেষ ষোলো থেকে দুটি দল বাদ পড়লেও দুটি নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। আর টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে গতকাল শুক্রবার রাতে সৌদি আরবের ক্লাব আল হিলালকে ২-১ ব্যবধানে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্লুমিনেন্স। ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলেছে ব্রাজিলের ক্লাবটি। এর মধ্যে ১৮ মিনিটে বক্সের ঠিক মাথা থেকে নেওয়া নোনাতোর শট অল্পের জন্য বেরিয়ে যায়। সে যাত্রায় না হলেও ৪০ মিনিটে গিয়ে সফল হয় রেনাতো গাউচোর শিষ্যরা। ডান প্রান্ত থেকে হিলালের বক্সের ভেতর ক্রস করেছিলেন

সামুয়েল হ্যাভিয়ের। কিন্তু ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি ফ্লুমিনেন্স স্ট্রাইকার হেরমান কানো। আর্জেন্টাইন ৩৭ বছর বয়সী এ স্ট্রাইকারের মাথায় বল লেগে দূরের পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। সেটা ক্লিয়ার করতে গিয়ে ফ্লুমিনেন্সের লেফটব্যাক গ্যাব্রিয়েল ফুয়েন্তেসের পায়ে বল তুলে দেন আল হিলালের পর্তুগিজ রাইট উইঙ্গার জোয়াও ক্যান্সেলো। সেখান থেকে বক্সের ভেতর মার্তিনেল্লির দিকে কাটব্যাক করেন ফুয়েন্তেস। প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে স্কোরলাইন ১-০ করেন মার্তিনেল্লি। গোল হজম করে আড়মোড়া ভাঙে হিলালের। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সৌদি আরবের ক্লাবটি। প্রথমার্ধের যোগ করা সময়ে মিলিঙ্কোভিচ-স্যাভিচের ফ্রি-কিকে প্রায় গোল পেয়ে গিয়েছিলেন কৌলিবালি। কিন্তু হিলালের সেনেগালিস সেন্টারব্যাকের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ফ্লুমিনেন্স গোলকিপার

ফাবিও। একটু পরে বক্সের ভেতর মার্কোস লেওনাদ্রোকে ফেলে দিলে পেনাল্টি পেয়েছিল হিলাল। কিন্তু ভিএআর যাচাইয়ে সেটা পক্ষে যায়নি সৌদি ক্লাবটির। এতে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সিমিওনে ইনজাগির শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় হিলাল। ম্যাচের ৫০ মিনিটে কর্নার থেকে কৌলিবালির হেড লেওনাদ্রোর পায়ে আটকালেও ফিরতি প্রচেষ্টায় সেখান থেকেই গোল করেন লেওনাদ্রো। তবে নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে হ্যাভিয়েরের পাসে বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে হিলালের জালে বল জড়ান হারকিউলিস। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডারের গোলটাই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। আর ফ্লুমিনেন্সকে এনে দেয় সেমিফাইনালের টিকিট। ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্লুমিনেন্সের প্রতিপক্ষ হবে চেলসি-পালমেইরাস ম্যাচের জয়ী দল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI) নিয়ে ড. ইউনূসের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক: তথ্য বিকৃতি ও বিভ্রান্তির অভিযোগ ‘লাশের শহর’ ছাড়ছে নিরুপায় বাসিন্দারা ইউনূসকে রেফারির ভূমিকায় চায় ধর্মভিত্তিক ৮ দল গাজা এখন ‘মাইনের শহর’ আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০ ৮টি ‘হাঙর’ সাবমেরিন যুক্ত হচ্ছে পাকিস্তান নৌবাহিনীতে আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন, যা বললেন ওমর সানী ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ নতুন পে স্কেলে গ্রেড কমানোর প্রস্তাব, সর্বনিম্ন বেতন কত হতে পারে বাড়ি নির্মাণে বাধা দিয়ে ১০ লাখ টাকা দাবি যুবদল কর্মীদের, প্রতিবাদ করায় প্রবাসীকে পিটুনি মেট্রোরেলের রক্ষণাবেক্ষণে নেই বরাদ্দ, দুর্ঘটনার দায় ঠিকাদারদের ঘাড়ে চাপালেন এমডি নিরাপত্তাহীনতার কারণে একে একে বাতিল হচ্ছে ক্রয়াদেশ, আরও অসংখ্য কারখানা বন্ধের শঙ্কা ট্রাম্পের নির্দেশ: নাইজেরিয়ায় ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে সামরিক প্রস্তুতির আহ্বান রাজনৈতিক কৌশলে পরাজিত বিএনপি কি জামায়াতকে নিষিদ্ধের পথে হাঁটবে! প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে পদোন্নতির নামে স্বাস্থ্য উপদেষ্টার কোরামপ্রীতি: বঞ্চিত ৮৭৯ চিকিৎসক দেশে হিন্দু ৩ কোটি হলেও বিএনপির মনোনয়ন পেলেন মাত্র ২ জন, বাদ পড়লেন অনেক হিন্দু নেতা বিএনপির নয়নকে ‘বুড়িগঙ্গার পানি’ দিয়ে ধোয়ার মন্তব্যে ঝড়, এনসিপির পাটোয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা জামায়াত কি আদৌ মওদুদীর ‘বিকৃত আকিদা’ ঝেড়ে ফেলতে পেরেছে? নাকি আগের পথেই আছে? মহিলা পরিষদ: অক্টোবরে ২৩১ নারী ও কন্যাশিশু নির্যাতন-সহিংসতার শিকার জেলহত্যা দিবস: শেখ হাসিনার বাণীতে কলঙ্কমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা