ইরানের হুমকি: কাতার ও বাহরাইন থেকে যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইরানের হুমকি: কাতার ও বাহরাইন থেকে যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৫ | ৮:৩৪ 41 ভিউ
মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চড়ে যাওয়ার প্রেক্ষাপটে কাতার ও বাহরাইন থেকে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল (১৮ জুন) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। তারা জানান, ইরান যদি হামলা চালায় তাহলে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক সরঞ্জামগুলো মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। এজন্যই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে কাতারে অবস্থিত আল উদেইদ বিমানঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে কিছু যুদ্ধবিমান। যেসব বিমান শক্তিশালী সুরক্ষায় (শেল্টার) ছিল না, সেগুলো স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। এদিকে বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বন্দর থেকেও সরিয়ে নেওয়া হয়েছে কিছু যুদ্ধজাহাজ। ওই বন্দরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহরের সদরদপ্তর অবস্থিত। এক কর্মকর্তা বলেন,

‘বিমান বা জাহাজ সরানো অস্বাভাবিক কিছু নয়। আমরা সবসময় সেনাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিই।’ এছাড়া আজ বৃহস্পতিবার কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জানানো হয়েছে, দূতাবাসের কর্মীদের জন্য আল উদেইদ ঘাঁটিতে যাতায়াতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইসঙ্গে কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা অবলম্বনের নির্দেশনাও দেওয়া হয়েছে। উল্লেখ্য, আল উদেইদ ঘাঁটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য অঞ্চলে সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এটি কাতারের রাজধানী দোহা থেকে কিছুটা দূরের মরুভূমিতে অবস্থিত। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ এমন সময় এলো, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়েছে। গত শুক্রবার ইরানের ওপর হামলা চালায় ইসরায়েল, যার পর দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে

বিশ্বকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়ায়, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটিতে হামলা চালানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ জনের মনোনয়নপত্র সংগ্রহ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ ‘সরকারি বেতন-রেশন খাস না, গুলি করবি না কেন?’ প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি, তালিকা প্রকাশ একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক টানা ৫ দিন বৃষ্টির আভাস সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি গেমিং অ্যাপ ব্যবহার করে যেভাবে প্রধানমন্ত্রী বেছে নিল নেপালের জেন-জিরা ইসরাইলকে রুখতে সুনির্দিষ্ট পরিকল্পনা চায় জর্ডান প্রথমবারের মতো ঢাকায় আসছেন হানিয়া আমির ওমানকে গুঁড়িয়ে দিয়ে আমিরাতের জয় মালয়েশিয়ায় হালাল শোতে বাংলাদেশ, আসিয়ান বাজারে রপ্তানি বাড়ার সম্ভাবনা স্টারলিংক ইন্টারনেটে বিশ্বজুড়ে সাময়িক বিভ্রাট চার ‘কুতুবের’ হাতে জিম্মি ইআবির নিয়োগ-প্রশাসন ভাঙ্গা উপজেলা পরিষদে ভাঙচুর ও আগুন মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না রাখার আহ্বান ইরানের নেপালের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু আমেরিকার সঙ্গে জোট কখনো এত শক্তিশালী ছিল না : নেতানিয়াহু