ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১ – ইউ এস বাংলা নিউজ




ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ৬:৪৩ 42 ভিউ
নরসিংদীর বেলাবো উপজেলায় ফুটবল খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের রাবার বুলেট বিদ্ধ হয়ে এক তরুণ নিহত হয়েছে বলে দাবি করেছেন নিহতের স্বজনরা। এছাড়াও এ সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্যসহ আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেলাব ইউনিয়নের মাটিয়ালপাড়া ও চর বেলাব গ্রামের মধ্যবর্তী সেতু এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওই তরুণের নাম মো. সাইফুল মিয়া (২৬)। তিনি উপজেলার বেলাব ইউনিয়নের চর বেলাব গ্রামের মো. জীবন মিয়ার ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার বিকেলে মাটিয়ালপাড়া ও চর বেলাব গ্রামের তরুণদের দুটি দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার

মাঠে প্রতিপক্ষের আঘাতে মাটিয়ালপাড়ার এক তরুণ আহত হন। এ নিয়ে মাঠের মধ্যেই দুইপক্ষ উত্তেজিত হয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১ খেলা শেষে ফেরার পথে সন্ধ্যার দিকে চর বেলাব এলাকার এক তরুণের মোটরসাইকেলে ধাক্কা দেয় অপর পক্ষের কয়েকজন খেলোয়াড় বহনকারী একটি বিভাটেক রিকশাকে। ওই সময়ও তারা তর্কে জড়ান। পরবর্তীতে রাতে চর বেলাব গ্রামের কয়েকজন এ বিষয়ে কথা বলতে মাটিয়ালপাড়ায় গেলে তাদের মারধর করা হয়। এলাকায় ফিরে ঘটনা জানানো হলে চর বেলাব গ্রামের শতশত গ্রামবাসী আজ সকালে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাটিয়ালপাড়ায় রওনা দেন। এ খবর পেয়ে প্রতিপক্ষেরও শত শত ব্যক্তি লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র

নিয়ে এগিয়ে যান। সেতুসংলগ্ন স্থানে দুইপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের ছোড়া ইটপাটকেলে কয়েকজন আহত হন। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও শর্টগান থেকে গুলি ছোঁড়ে। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ কয়েক জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে সাইফুল মারা যান। আহত ব্যক্তিরা বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানতে চাইলে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনজুর-ই-মুশফিকা ফেরদৌস জানান, সাইফুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার চোখসহ শরীরের বিভিন্ন জায়গায় রাবার বুলেটের আঘাত ছিল। এছাড়াও একই ঘটনায় পুলিশ সদস্যসহ আহত অন্তত ১০ জনকে আমরা

চিকিৎসা দিয়েছি। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছি। ওসি আরও জানান, আমরা বারবার অনুরোধ করেছি, আপনারা সংঘর্ষে জড়াবেন না, অভিযোগ নিয়ে থানায় আসুন। কিন্তু এই আহ্বানে তারা সাড়া না দিয়ে দেশীয় অস্ত্রের আঘাতে ও ইটপাটকেল ছুড়ে অনেক ব্যক্তিকে আহত করেছেন। এছাড়াও আমিসহ ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সবসময় ভেবেছি শিল্পীসত্তা যেন বিক্রি না হয়ে যায়: ঋতাভরী ইসির হারানো ক্ষমতা ফিরছে, জোট হলেও ভোট নিজ প্রতীকে আবাসন সংকটে ডিএমপি, ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্কে রাত কাটে পুলিশের স্থলপথে বাংলাদেশের আরও ৪ পাটপণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা বেলুচিস্তানের মাজিদ ব্রিগেডকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, খুবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি রাবি উপাচার্যের বাসভবনের গেটে তালা দিলেন সাবেক ছাত্রদল নেতা ডাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু মঙ্গলবার আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে আছি, প্রেমের কথা স্বীকার করলেন জয়া বিমানে যান্ত্রিক ত্রুটি বাড়ছে, ১৫ দিনে চার ফ্লাইটে ত্রুটি ৪৮তম বিশেষ বিসিএস: মৌখিক পরীক্ষা শুরু ২৪ আগস্ট ইহুদিদের পবিত্র দেয়ালে গণহত্যাবিরোধী গ্রাফিতি প্যারিসে ৫০ বছর পত্রিকা বিক্রি, ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন আকবর এবার ভুয়া থানার সন্ধান! আইসিসি থেকে ফের দুঃসংবাদ পেলো বাংলাদেশ রাজধানীতে পার্কিং করা প্রাইভেটকারে দুই লাশ ১৫ শতাংশ রাজস্বের বিনিময়ে চীনে চিপ রপ্তানির অনুমতি পেল এনভিডিয়া ও এএমডি ইতালিতে বিমান বাংলাদেশের ফ্লাইটে ত্রুটি, আটকা ২৬২ যাত্রী আবারও পেছালো সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন, এ নিয়ে ১২০ বার ট্রাম্পের শুল্কের প্রতিবাদ: ভারতে মার্কিন পণ্য বয়কটের ডাক