ইসরায়েল নিয়ে মন্তব্য, কমিটি থেকে বাদ পড়লেন মুসলিম কংগ্রেসওম্যান

৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:১১ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রগতিশীল ও মুসলিম কংগ্রেসওম্যান ইলহান ওমরকে। ইসরায়েলের সমালোচনা করা, ফিলিস্তিনে দমনপীড়নের জন্য ইসরায়েলকে তিরস্কার করা এবং কংগ্রেসে ডেমোক্রেটিক পার্টির সদস্যদের কাছ থেকে ধর্মান্ধতার অভিযোগ ওঠায় তাঁকে কমিটি থেকে সরানো হয়েছে। খবর এএফপির। ইলহান ওমরের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। পরে ২১৮-২১১ ভোটে তাঁকে পদ থেকে সরানোর প্রস্তাব পাস হয়। এক রিপাবলিকান প্রস্তাবের পক্ষে, বিপক্ষে কোথাও ভোট না দিয়ে নিরপেক্ষ অবস্থান নেন। মার্কিন কংগ্রেসে যে দু'জন মুসলিম নারী সদস্য রয়েছেন, তাঁদের একজন ইলহান ওমর। দুই বছর আগে তখন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণকারী ডেমোক্র্যাটরা দুই রিপাবলিকানকে কমিটির দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন। রিপাবলিকানরা এবার তার বদলা নিলেন বলেই মনে হচ্ছে। ইলহানের জন্মস্থান সোমালিয়া। ওই দেশ থেকে আসা প্রথম আমেরিকান-মুসলিম আইনপ্রণেতা তিনি। ২০১৬ সালে মিনেসোটা থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হন তিনি। অভিবাসী ও শরণার্থী ইস্যু নিয়ে কাজ করেন ইলহান।