জিলাপিকাণ্ডে প্রত্যাহার ওসির পুনর্বহাল চেয়ে বিএনপির বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




জিলাপিকাণ্ডে প্রত্যাহার ওসির পুনর্বহাল চেয়ে বিএনপির বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ | ৮:০৪ 14 ভিউ
হাওরের ফসল রক্ষা বাঁধের কাজের টাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছ থেকে জিলাপিকাণ্ডে প্রত্যাহার হওয়া কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেনকে ফেরাতে ইটনায় প্রতিবাদ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ইটনা উপজেলা সদর বাজারের বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা। এর আগে গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী সই করা এক অফিস আদেশে থানা থেকে (ওসি) মো. মনোয়ার হোসেনকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করেন। একই আদেশে মো. জাফর ইকবালকে ইটনা থানায় নতুন ওসি

হিসেবে পদায়ন করা হয়েছে। মিছিলে উপজেলা বিএনপি সভাপতি এস এম কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মনির উদ্দিন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, অবৈধ সমন্বয়কের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছি। ইটনায় কোনো সমন্বয়ক ছিল না। এরা ফ্যাসিবাদের দালাল। ছাত্রলীগের রাজনীতি করেছে। সাবেক ওসির প্রত্যাহার মানি না। জয়সিদ্ধি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মারুফুল আলম খান বলেন, অন্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলটি করা হয়েছে। ইটনায় কোনো সমন্বয়ক বলে শব্দ ছিল না। ইটনায় যতটুকু আন্দোলন হয়েছে তা শুধু জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে হয়েছে। ভুয়া সমন্বয়ক সেজে ইটনায় বিশৃঙ্খলা সৃষ্টি

করেছে। একজন দক্ষ ন্যায় পরায়ন মানবপ্রেমী ওসিকে বদলির মাধ্যমে ফাসিয়ে দেওয়া হয়েছে। সমন্বয়ক সেজে লুটপাট করতেছে। আমরা ওই সমন্বয়ক দাবিকারীর বিচার চাই। এসময় ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন জানান, আমরা খুব নির্দিষ্টভাবে বুঝতে পারছি স্বৈরাচার শেখ হাসিনাকে পুনর্বাসিত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। চক্রান্তকারীদের হুঁশিয়ারি দিয়ে বলছি আপনারা সরে দাঁড়ান। আপনারা জানেন সাবেক ওসি মনোয়ার হোসেন আওয়ামী লীগের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছিলেন। ওনি ওনার দায়িত্ব পালন করেছেন। ভুয়া সমন্বয়ক রাষ্ট্রীয় যন্ত্রকে অবৈধভাবে ব্যবহার করে ওসিকে বদলি করিয়েছে। উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন বলেন, এই যে সমন্বয়ক শান্ত আওয়ামী লীগ পরিবারের সন্তান। তারা আওয়ামী লীগের সময় বলিষ্ঠ ভূমিকা

পালন করেছে। স্বাধীনতা যুদ্ধের সময় যেমন যুদ্ধ শেষে রাজাকার মুক্তিযোদ্ধা হয়েছিল তেমনি ৫ আগস্ট পরবর্তী সময় সে সমন্বয়ক হয়ে গেছে। সমন্বয়ক হয়ে আওয়ামী লীগের দোসরদের সেইভ করার জন্য আজকে চৌকস অফিসারের বিরুদ্ধে এমনটা করেছে। তিনি আরও বলেন, বাদলা ইউনিয়নের চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের। তাকে দুর্নীতির জন্য যখন গ্রেপ্তার করা হয়েছে তখন সমন্বয়ক দাবি করা ব্যক্তি সোচ্চার হয়ে সুকৌশলে ওই ওসির বিরুদ্ধে একটা অভিযোগ সৃষ্টি করেছে এবং তার সাথে আওয়ামী লীগের দোসররা এক হয়ে তাকে (ওসি) বদলি করা হয়েছে। একজন চৌকস অফিসারকে এভাবে বদলি করায় বিক্ষোভ করা হয়েছে। আমরা ওই ওসিকে পুনর্বহাল চাই। উল্লেখ্য, হাওরের ফসলরক্ষা বাঁধের কাজের টাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক

নেতার কাছে জিলাপি খেতে চেয়েছিলেন কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। ওই কথোপকথনে ওসি মনোয়ার হোসেনকে বলতে শোনা যায়, ‘সেফটি সিকিউরিটি দিলামতো সারা জীবন। তোমরা যে ১৮ লক্ষ টাকার কাজ করে ১০ লক্ষ টাকা লাভ করলা, ১০ টাকার জিলাপি কিনে তো পাবলিকেরে খাওয়ালে না। খাইয়া যে একটু দোয়া কইরা দেই বৈষম্যবিরোধী ছাত্রদের। তোমার জায়গায় আমি হইলে সুদের উপরে টাকা আইনা আগে জিলাপি খাওয়াইতাম। দোয়াডা হইলো সবার আগে। পরেতো বিল পামু, তাই না?’ একপর্যায়ে ওসি আরও বলেন, ‘ঠিক আছে তাহলে, জিলাপির অপেক্ষায় রইলাম নাকি? না না, জিলাপি হইলেই হইবো। এক প্যাচ আধা প্যাচ

(এক পিস আধা পিস) জিলাপি দিলে হইবো। বিভিন্ন পারপাসে হলে পাবলিক খাইলো আর কী, বোঝ না? এসময় ভুক্তভোগী ছাত্রনেতা বলেন, ‘বিল-টিল পাই, একটা অ্যামাউন্ট দেখবো নে’। তার এ কথার উত্তরে ওসি বলেন, ‘ঠিক আছে’। খোঁজ নিয়ে জানা গেছে, ওসির সঙ্গে মুঠোফোনে ওই কথোপকথনে অপর প্রান্তে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইটনা উপজেলার সংগঠক আফজাল হোসেন ওরফে শান্ত। তিনি ইটনা সদর ইউনিয়নের ফসল রক্ষা বাঁধের কাজ করেছেন। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোদ্ধা আশরাফ আলী সোহান বলেন, ওসির বদলী ঠেকাতে বিএনপির মিছিল তাদের গোপন স্বার্থেরই বহিঃপ্রকাশ।আমরা গত কয়েকদিন দেখতে পেয়েছি ওসি জিলাপি নামে ঘুষ চেয়েছে যা মিডিয়াতে এসেছে। পুলিশ প্রশাসন তার প্রেক্ষিতে একশন নিয়েছে।

কিন্তু বিএনপি এমন দেউলিয়া হলো কি করে যে দূর্ণীতিগ্রস্থ ওসির শাস্তির বিরুদ্ধে মিছিল করে। তিনি আরও বলেন, তাদের কাছে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দূর্নীতির অভিযোগ ও সত্যতা থাকে, তবে তা প্রশাসনের কাছে জমা দিক। কিন্তু তা না করে প্রশাসনের আমলা, একজন পুলিশের বদলি ঠেকাতে মিছিল মানে বিএনপি এবং ওসির যোগসাজশে দূর্ণীতি চলতো, যা এখন নতুন ওসি আসলে তা করতে পারবে না। স্পষ্ট করে বলতে চাই, আসুন দেশ জনতার কল্যাণে কাজ করি। একসাথে নতুন বাংলাদেশ গড়ি। যারাই দূর্ণীতি, চাঁদাবাজি করবে বাংলাদেশের জনগণ হাসিনার মত ছুড়ে ফেলবে। কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মামুন মিয়া বলেন, আফজাল হোসেন শান্ত কিশোরগঞ্জে আন্দোলন চলাকালীন সময়ে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছিলো। আর শান্তর ফ্যামিলি কোনো ধরনের রাজনীতির সাথে যুক্ত না। এ বিষয়ে ভুক্তভোগী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইটনা উপজেলার সংগঠক আফজাল হোসেন ওরফে শান্ত বলেন, আমি ইটনা উপজেলার বলদা হাওরে পানি উন্নয়ন বোর্ডের ১৪৮০ মিটার ফসল রক্ষা বাঁধের কাজ পাই টেন্ডারের মাধ্যমে। কাজ শেষ হওয়ার পর থানায় গেলে তিনি (ওসি) জিলাপি খেতে টাকা চাইতেন। তখন রেকর্ড করতে পারিনি। পরে ওসির সঙ্গে ফোনে আমার কথা হলে তিনি আমার কাছে ফসল রক্ষা বাঁধ করে যে লাভ হয়েছে, সেখান থেকে জিলাপি খেতে চান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিলাসবহুল অফিস ও বন্দর কমিটি নিয়ে যা বললেন হান্নান মাসউদ আরএসএস প্রচারকরা বিয়ে করেন না, সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও ‘ফিক্সিং হলে ক্রিকেটার তৈরি হবে না’ – উদ্বেগ বিসিবি সভাপতির আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ কমিশনের অধিকাংশ প্রস্তাবে একমত এনসিপি, আমূল পরিবর্তনের আহ্বান রোববার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের প্রলোভনে পড়ে রাশিয়ার হয়ে যুদ্ধ, ইউক্রেনের ক্ষেপণাস্ত্রে প্রাণ গেল বাংলাদেশির ভূমিকম্পে কাঁপল পাকিস্তান নাহিদকে নিয়ে জিম্বাবুয়ের খোঁচা, জবাবে যা বললেন শান্ত ‘দাগি’ শুধু একটি সিনেমাই নয়, একটি অভিজ্ঞতা: মেহজাবীন হোয়াইট হাউসের ওয়েবসাইট বলছে, চীন থেকে ছড়িয়েছে কোভিড শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার কট্টর হিন্দুত্ববাদী আরএসএস ‘প্রচারকরা’ কেন বিয়ে করতে পারেন না? আজকের খেলা: ১৯ এপ্রিল ২০২৫ আফগানিস্তানে পরিত্যক্ত মার্কিন অস্ত্র এখন জঙ্গিদের হাতে গাজার যুদ্ধাহত শিশুর ছবি বিশ্বসেরা জোট সরকারে থাকছেন না বিলাওয়াল আসাদকে সিরিয়ায় প্রত্যার্পণে রাশিয়ার অস্বীকৃতি টানা ৫ দিন বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস