ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হাওয়া ভবনের চাঁদাবাজির টাকা ফেরত চায়, চাঁদাবাজকে এসএসএফ প্রটোকল কেন? প্রশ্নের মুখে তারেক রহমান
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কামরুল হাসান রিপন: ‘মব’ হামলায় রক্তাক্ত পরিবারের সামনেই পৈশাচিক নির্যাতন চালিয়ে পুলিশের কাছে সোপর্দ
স্বাধীনতার শত্রুদের প্রতি এক বাঙালি নারীর বজ্রকণ্ঠী হুঙ্কার: ‘চোখ উপড়ে পাকিস্তানে পাঠাবো!’
জুলাই ষড়যন্ত্রের অভিশাপ: ধসে পড়ছে দেশের অর্থনীতির মেরুদণ্ড গার্মেন্টস শিল্প
গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট?
বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের রামু সদরদপ্তরে মার্কিন অটিজম বিশেষজ্ঞদের ‘রহস্যজনক’ সফর
মা আন্দোলনকারীদের হত্যা করতে চাইলে এখনও ক্ষমতায় থাকতেন: সজীব ওয়াজেদ জয়
দৌলতদিয়ার বেড়েছে প্রাইভেটকারের চাপ
দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট প্রান্তে ও ফেরিতে ঢাকামুখী প্রাইভেটকারের চাপ বেড়েছে।
সরেজমিনে শনিবার দুপুরে দৌলতদিয়া ফেরিঘাটের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরিতে প্রাইভেটকার বোঝাই করে নদী পাড়ি দিতে দেখা যায়।
অন্যদিকে ফেরিঘাটের পাশের পন্টুনে ঢাকামুখী যাত্রী না থাকায় ফেরি বাইগরকে অপেক্ষায় থাকতে দেখা যায়।
বিআইডব্লিউটিসির ঘাট কর্মকর্তারা জানান, ফেরিঘাটে যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে। সেই সঙ্গে থানা পুলিশ, কোস্টগার্ড, নৌপুলিশ, আনসার সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
গোয়ালন্দ থেকে ঢাকামুখী প্রাইভেটকার চালক উজ্জল বলেন, ফেরিঘাটে এসে ফেরি পেলেও বড় যানবাহনের চাপ ফেরিতে নেই বললেই চলে। আমাদের মতিউর রহমান ফেরিতে শুধু প্রাইভেটকারের সারি।
মাগুরা থেকে ঢাকামুখী অপর প্রাইভেটকার চালক জসিম রানা বলেন,
ঢাকা থেকে প্রাইভেটকার ভাড়া করে পরিবারকে নিয়ে পদ্মা সেতু হয়ে ঈদের আগে বাড়িতে এসেছিলাম। এখন পথ সহজ হবে বলে দৌলতদিয়া হয়ে ঢাকায় ফিরছি। ফেরিঘাটে তেমন গাড়ির ভিড় নেই, একটা ফেরিতে শুধু প্রাইভেটকার ভর্তি দেখতে পাচ্ছি। দৌলতদিয়া বিআইডব্লিউটিসি’র সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, বর্তমানে দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরিঘাট চালু রেখে ছোট-বড় যানবাহন পারাপার করা হচ্ছে। তেমন যানবাহনের চাপ নেই।
ঢাকা থেকে প্রাইভেটকার ভাড়া করে পরিবারকে নিয়ে পদ্মা সেতু হয়ে ঈদের আগে বাড়িতে এসেছিলাম। এখন পথ সহজ হবে বলে দৌলতদিয়া হয়ে ঢাকায় ফিরছি। ফেরিঘাটে তেমন গাড়ির ভিড় নেই, একটা ফেরিতে শুধু প্রাইভেটকার ভর্তি দেখতে পাচ্ছি। দৌলতদিয়া বিআইডব্লিউটিসি’র সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, বর্তমানে দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরিঘাট চালু রেখে ছোট-বড় যানবাহন পারাপার করা হচ্ছে। তেমন যানবাহনের চাপ নেই।



