দৌলতদিয়ার বেড়েছে প্রাইভেটকারের চাপ

৫ এপ্রিল, ২০২৫ | ১০:৫০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট প্রান্তে ও ফেরিতে ঢাকামুখী প্রাইভেটকারের চাপ বেড়েছে। সরেজমিনে শনিবার দুপুরে দৌলতদিয়া ফেরিঘাটের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরিতে প্রাইভেটকার বোঝাই করে নদী পাড়ি দিতে দেখা যায়। অন্যদিকে ফেরিঘাটের পাশের পন্টুনে ঢাকামুখী যাত্রী না থাকায় ফেরি বাইগরকে অপেক্ষায় থাকতে দেখা যায়। বিআইডব্লিউটিসির ঘাট কর্মকর্তারা জানান, ফেরিঘাটে যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে। সেই সঙ্গে থানা পুলিশ, কোস্টগার্ড, নৌপুলিশ, আনসার সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। গোয়ালন্দ থেকে ঢাকামুখী প্রাইভেটকার চালক উজ্জল বলেন, ফেরিঘাটে এসে ফেরি পেলেও বড় যানবাহনের চাপ ফেরিতে নেই বললেই চলে। আমাদের মতিউর রহমান ফেরিতে শুধু প্রাইভেটকারের সারি। মাগুরা থেকে ঢাকামুখী অপর প্রাইভেটকার চালক জসিম রানা বলেন, ঢাকা থেকে প্রাইভেটকার ভাড়া করে পরিবারকে নিয়ে পদ্মা সেতু হয়ে ঈদের আগে বাড়িতে এসেছিলাম। এখন পথ সহজ হবে বলে দৌলতদিয়া হয়ে ঢাকায় ফিরছি। ফেরিঘাটে তেমন গাড়ির ভিড় নেই, একটা ফেরিতে শুধু প্রাইভেটকার ভর্তি দেখতে পাচ্ছি। দৌলতদিয়া বিআইডব্লিউটিসি’র সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, বর্তমানে দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরিঘাট চালু রেখে ছোট-বড় যানবাহন পারাপার করা হচ্ছে। তেমন যানবাহনের চাপ নেই।