
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

খাবারের অভাবে স্ত্রী-সন্তানকে হত্যার পর আত্মহত্যা

নদীর পানিতে বন্দি ১৩ পরিবার

‘ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন’— প্রশ্ন হৃদয়ের

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রামগতিতে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনায় নিহত বেড়ে ২

সাবেক স্ত্রীকে তুলে নেওয়ার চেষ্টা, যুবক গ্রেফতার

কুষ্টিয়া খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার
নারীকে ধর্ষণচেষ্টা, সালিশে ২০ হাজার টাকা জরিমানা

বাগমারায় এক নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্তের বিরুদ্ধে গ্রাম্য সালিশ বসিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, ৩১ মার্চ রাতে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের এক গৃহবধূ শ্লীলতাহানির শিকার হন। ওইদিন রাতে একই গ্রামের মোজাহার আলী গৃহবধূর ঘরের ভেতরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন এবং শ্লীলতাহানি ঘটান। এই ঘটনায় পরের দিন অর্থাৎ ঈদের দিন গৃহবধূর স্বামী স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার চান। এ ঘটনা তদন্ত করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দেন।
এদিকে মঙ্গলবার রাতে সালিশে ইউপি সদস্য আমানুল্লাহসহ গ্রামের মাতুব্বররা উপস্থিত ছিলেন। এর মধ্যে শমসের আলী, আবু সাঈদ, আলা হোসেন ও আবেদ আলী নেতৃত্ব দেন।
সালিশে মাতুব্বরদের জেরার মুখে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করেন। মাতুব্বররা জানান, অভিযুক্তের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ভবিষ্যতে এই ধরনের অপরাধে জড়াবে না বলে লিখিত মুচলেকা নেওয়া হয়। পুনরায় এই ধরনের অপরাধে জড়ালে ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। ওসি তৌহিদুল ইসলাম বলেন, ধর্ষণের চেষ্টা হয়ে থাকলে তা গ্রাম্য সালিশে আপসের সুযোগ নেই। যদি থানায় জানানো হয়, তাহলে মামলা নেওয়া হবে।
সালিশে মাতুব্বরদের জেরার মুখে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করেন। মাতুব্বররা জানান, অভিযুক্তের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ভবিষ্যতে এই ধরনের অপরাধে জড়াবে না বলে লিখিত মুচলেকা নেওয়া হয়। পুনরায় এই ধরনের অপরাধে জড়ালে ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। ওসি তৌহিদুল ইসলাম বলেন, ধর্ষণের চেষ্টা হয়ে থাকলে তা গ্রাম্য সালিশে আপসের সুযোগ নেই। যদি থানায় জানানো হয়, তাহলে মামলা নেওয়া হবে।