যে কারণে আলিয়ার প্রতি ঈর্ষান্বিত ছিলেন সারা – ইউ এস বাংলা নিউজ




যে কারণে আলিয়ার প্রতি ঈর্ষান্বিত ছিলেন সারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ | ৮:০৩ 38 ভিউ
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট নিজের প্রতিভা ও বহুমুখী অভিনয় ক্ষমতার জন্য ইন্ডাস্ট্রির অন্যতম প্রশংসিত তারকা। ২০২৩ সালের ১৭ অক্টোবর ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় শক্তিশালী অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার অর্জন করেন। সম্প্রতি সারা আলি খান স্বীকার করেছেন, তিনি আলিয়ার এই অর্জনে ঈর্ষান্বিত হয়েছিলেন এবং মনে করেছিলেন, একটি পুরস্কার এবং একটি সন্তান—এই দুই থাকা মানেই আলিয়ার জীবন একেবারে গোছানো। এনডিটিভি যুবা-তে সাম্প্রতিক এক কথোপকথনে সারা আলি খান বলেন, ‘যখন আলিয়া জাতীয় পুরস্কার পেল, আমি ভাবলাম- উফ, সে পুরস্কার পেল; তার একটা বাচ্চাও আছে; তার জীবন তো পুরোই সেট।’ তবে সারা পরে বুঝতে পারেন, আলিয়ার সেই কঠিন পরিশ্রম ও সংগ্রামগুলো উপেক্ষা

করেছেন তিনি, যেগুলো তাকে আজকের এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। তিনি বলেন, ‘আমি একজন অভিনেত্রী হিসেবে তাকে অমানবিক করে ফেলেছিলাম।’ সারা এই উপলব্ধি থেকে বোঝাতে চেষ্টা করেন, সাফল্যের পেছনে থাকা কষ্টগুলো উপলব্ধি করাটাও জরুরি। প্রতিটি অর্জনের পেছনেই লুকিয়ে থাকে একেকটা কঠিন গল্প, যা সবাই দেখতে পায় না। তিনি আরও বলেন, ‘ঈর্ষা অনেক সময়ই আসে অজ্ঞানতা থেকে। মানুষ কেবলমাত্র অন্যের সাফল্য দেখে, কিন্তু তার পেছনের লড়াইটা বোঝে না।’ ২০২২ সাল ছিল আলিয়া ভাটের জন্য এক অসাধারণ বছর—পেশাগত ও ব্যক্তিগত দুই দিক থেকেই। সেই বছরের ফেব্রুয়ারিতে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় দুর্দান্ত অভিনয় দিয়ে তিনি দর্শকদের মুগ্ধ করেন, এপ্রিল মাসে প্রেমিক রণবীর কাপুরকে বিয়ে করেন এবং

নভেম্বর মাসে কন্যা সন্তান রাহার জন্ম দেন। সারা আলি খানকে সর্বশেষ দেখা গেছে ‘স্কাইফোর্স’ সিনেমায়, এতে তিনি অভিনয় করেছেন বীর পাহাড়িয়া এবং অক্ষয় কুমারের সঙ্গে। আগামীতে তাকে দেখা যাবে অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ সিনেমায়, যেখানে রয়েছেন আদিত্য রায় কাপুর, আলি ফজল, নীনা গুপ্তা, ফাতিমা সানা শেখ, কঙ্কনা সেনশর্মা এবং পঙ্কজ ত্রিপাঠির মতো তারকারা। অন্যদিকে, আলিয়া ভাট ব্যস্ত ‘আলফা ’ সিনেমার কাজ নিয়ে। সিনেমাটি চলতি বছরের ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়াও, তাকে দেখা যাবে অ্যাকশনধর্মী সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ। এতে রণবীর কাপুর ও ভিকি কৌশলও মুখ্য ভূমিকায় রয়েছেন। এটি ২০২৬ সালের মার্চে মুক্তি পাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাপে সরকারের আর্থিক ব্যবস্থাপনা ইউক্রেন যুদ্ধ বন্ধে ন্যাটো সম্প্রসারণ বন্ধের শর্ত পুতিনের ‘দাসত্ব মেনে নেব না’ জেল থেকে হুংকার ইমরান খানের সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা চাঁদ দেখা গেছে, ৭ জুন ঈদুল আজহা কুরবানির উপযুক্ত সুস্থ গরু চেনার উপায় এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক প্রতিদিনের যেসব খাবার আপনার হাড়ের ক্ষতি করছে সিন্ধু পানি চুক্তি স্থগিত: পাকিস্তানের হাতে চার বিকল্প ফের রিমান্ডে আনিসুল-সালমান পরিত্যক্ত বাড়িতে মিলল ১৭ মরদেহ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে ফ্রান্স ইরানের পাশে দাঁড়াচ্ছে পরমাণু অস্ত্রধারী দেশ পাকিস্তান? কানাডার কাছে ৬১ বিলিয়ন দাবি ট্রাম্পের, না হলে হতে হবে ৫১তম অঙ্গরাজ্য ইসরায়েলকে স্বীকৃতিতে প্রস্তুত সবচেয়ে বড় মুসলিম দেশ, তবে… জাপান দূতাবাসের ফেসবুক পেজে বাংলা কবিতা পোস্ট সরকার ৯ মাসে যা পারেনি, ৯০ বছরেও তা পারবে না : মির্জা আব্বাস কুষ্টিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল ২ জনের সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন ঈদুল আজহার তারিখ ঘোষণা করল যেসব দেশ