শুরু হলো নাজাতের দশক – ইউ এস বাংলা নিউজ




শুরু হলো নাজাতের দশক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মার্চ, ২০২৫ | ৪:৫৯ 6 ভিউ
আজ ২১ রমজান। শুরু হলো নাজাতের দশক। রমজানের চাঁদ দেখে আমরা সিয়ামের যে কর্মশালায় ভর্তি হয়েছিলাম, এটি তার শেষ অধিবেশন। গেল ২০ দিন আত্মশুদ্ধি, আত্মসংযম ও আত্মোন্নয়নের অনুশীলনে যারা ব্রতী ছিলেন, যারা মাওলার রহমত আর মাগফিরাত কামনায় নিরবচ্ছিন্নভাবে সাধনা করেছেন-আজ থেকে তারা মুক্তির সন্ধানে কোমর বেঁধেছেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) ইরশাদ করেছেন, যখন রমজানের শেষ ১০ রাত আসত, তখন নবি করিম (সা.) কোমরে কাপড় বেঁধে নেমে পড়তেন (বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন) এবং রাত জেগে থাকতেন। আর পরিবার-পরিজনকেও তিনি জাগিয়ে দিতেন। (বুখারি শরিফ-১০৫৩) নাজাতের এ দশ দিনের বেজোড় তারিখে শবেকদরের সন্ধান করতেন প্রিয় নবি (সা.)। হাদিসে পাকে এসেছে, আম্মাজন

আয়েশা (রা.) থেকে বর্ণিত রাসূল (সা.) বলেন, রমজানের শেষ দশ দিনের বেজোড় তারিখে তোমরা শবেকদর তালাশ কর। (বুখারি শরিফ) হজরত ওবাদা বিন সামেত (রা.) হুজুর (সা.)কে শবেকদর সম্পর্কে জিজ্ঞেস করলে, হুজুর (সা.) বলেন, রমজানের শেষ দশ দিনের যে কোনো বেজোড় রাত যথা ২১, ২৩, ২৫, ২৭, ২৯-এর রাতে শবেকদর পাওয়া যায়। যে ব্যক্তি দৃঢ়বিশ্বাসের সঙ্গে পুণ্যের আশায় এ রাতে ইবাদত-বন্দেগিতে কাটায়, তার আগের সব পাপ মুছে যায়। সে রাতে থাকে না শীত কিংবা গরম। সে রাত হয় জলমলে চাঁদনি রাত। আকাশের নক্ষত্ররাজি শয়তানকে তাড়া করার জন্য ছুটবে না সে রাতে। ভোরবেলায় সূর্য কিরণহীন হয়ে উদিত হবে যেন চর্তুদশীর পূর্ণচন্দ্ররূপে। সূর্যের

সঙ্গে সঙ্গে শয়তানের আত্মপ্রকাশ সেদিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। (আহমদ বায়হাকি) পবিত্র এ রাতে কুরআন অবতীর্ণ হয়েছে। এ রাত সম্মানিত হয়েছে কুরআনের কারণে। এ মাস সম্মানিত হয়েছে এ রাতের কারণে। এ রাত যারা খুঁজে পাবে, তারা হবে সম্মানিত। এ রাতের ফজিলত অর্জনে ইতিকাফের কোনো বিকল্প নেই। শায়খুল হাদিস আল্লামা জাকারিয়া (রহ.) লিখেন, ইতিকাফকারীর তুলনা হলো ওই ব্যক্তির মতো, যে এ কথা বলে কারও দরবারে হাজির হলো, আমার আবেদন মঞ্জুর না হওয়া পর্যন্ত আমি এখান থেকে সরব না। এ অবস্থায় নিষ্ঠুর ও কঠোর মানুষের অন্তরও গলে যায়। আর আল্লাহ পাক তো দয়ার সাগর। তিনি বান্দাকে ক্ষমা করার জন্য নানা বাহানা তালাশ

করতে থাকেন। যে ক্ষমা ও মুক্তির জন্য দুনিয়ার সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর ঘরে চলে আসে, নিশ্চয় তাকে আল্লাহ ক্ষমা করবেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) অন্য সময়ের তুলনায় রমজানের শেষ দশকে বেশি পরিমাণ ইবাদতে এমনভাবে সচেষ্ট থাকতেন, যা অন্য সময়ে থাকতেন না। (মুসলিম, হাদিস : ২৬৭৮) এ দিনগুলোতে অনেকটা নিদ্রাবিহীন রাত পার করতেন তিনি। রাসূল (সা.) প্রথম ২০ দিন সালাত আদায় করতেন এবং ঘুমাতেন। কিন্তু শেষ ১০ দিন ঘুমাতেন না, বরং পরিধেয় বস্ত্রকে মজবুত করে বেঁধে সালাতে মনোনিবেশ করতেন। (মুসনাদে আহমাদ) তাই আমাদের উচিত, নাজাতের এ দিনগুলোকে মূল্যায়ন করা। বেশি বেশি দোয়া-দরুদ, তাওবা-ইস্তিগফার, নফল নামাজ, তারাবিহ, তাহাজ্জুদ ও

কিয়ামুল্লাইলে নিমগ্ন থাকা। শেষ দশকের মোবারক এ সময়ে পৃথিবীর যে প্রান্তের যারা শবেকদরের তালাশে আল্লাহর ঘর মসজিদের অবস্থান করছেন-আল্লাহ তাদের সঙ্গে আমরা যারা ইতিকাফে বসতে পারিনি, আমাদেরও কবুল করে নিন। সিয়ামের শিক্ষায় আমাদের জীবন ও সমাজকে আলোকিত করার তাওফিক দিন! আমিন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইসরাইলে রকেট হামলার অভিযোগ অস্বীকার করল হিজবুল্লাহ বিএনপির হুম্মাম ছাড়াও ৬ জন, জামায়াতের আমিরুজ্জামান রক্ত বেচে সংসার চালানো নাছিমা এখন কোটিপতি ছয় প্রকল্পে বাড়তি খরচ ১৫ হাজার কোটি টাকা কেরানীগঞ্জ ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে যৌথ অভিযান শুধু গাজা নয়, পশ্চিম তীরও গিলে খাচ্ছে ইসরাইল গৃহযুদ্ধের মুখে ইসরাইল এরদোগানের পদত্যাগ দাবিতে উত্তাল তুরস্ক সৌদি আরবের ২০০ মসজিদ নির্মাণের প্রস্তাব প্রত্যাখ্যান করল বুরকিনা ফাসো ট্রাম্প-এরদোগান ফোনালাপ নিয়ে যা বললেন মার্কিন বিশেষ দূত আইপিএলের উদ্বোধনী দিন বৃষ্টিতে ভেসে যাবে না তো? আর মাত্র ৩৫ বছর, বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীকে দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে: রাশেদ খান প্রবাসীরা ভারতীয়রা কেন ট্রাম্পকে পছন্দ করেন না? বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে—এ আরাফাত রেলওয়ের পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটিতে অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত নিলো ভারত বীর বিক্রম ড. কর্নেল অলি আহমদ : দুর্নীতি, ক্ষমতা ও লোভ যাকে কখনই স্পর্শ করেনি কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ জানালেন শবনম ফারিয়া