৯ মাস মহাকাশে: শরীরে যেসব পরিবর্তন হলো নাসার দুই নভোচারীর – ইউ এস বাংলা নিউজ




৯ মাস মহাকাশে: শরীরে যেসব পরিবর্তন হলো নাসার দুই নভোচারীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মার্চ, ২০২৫ | ৪:৫২ 60 ভিউ
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) মাত্র ৮ দিনের একটি যাত্রা ছিল নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও ব্যারি উইলমোরের; কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ ৯ মাস সেখানে তাদের অবস্থান করতে হয়। সম্প্রতি পৃথিবীপৃষ্ঠে ফিরে এসেছেন তারা। তবে এতদিন মহাকাশে থাকার কারণে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির মুখে রয়েছেন এই দুই মহাকাশচারী। সুনিতা ও ব্যারি উইলমোর ২০২৪ সালের ৫ জুন বোয়িং স্টারলাইনার ক্যালিপসোতে চড়ে মহাকাশে গিয়েছিলেন; কিন্তু মহাকাশযানটি স্টেশনের দিকে যাওয়ার সময় এর থ্রাস্টারে সমস্যা দেখা দিলে নাসা সিদ্ধান্ত নেয়, তারা আইএসএসতে থেকেই যেন অপেক্ষা করেন যতক্ষণ না নিরাপদে ফিরে আসার ব্যবস্থা করা যায়। এ অপেক্ষা শেষ পর্যন্ত চলে ৯ মাস বা ২৮৮ দিন।

ফলে সুনিতা ও ব্যারি নাসার ইতিহাসে একক মিশনে সবচেয়ে দীর্ঘ সময় মহাকাশে অবস্থানকারী মহাকাশচারীদের তালিকায় নাম লেখালেন। এর আগে কে সবচেয়ে দীর্ঘ সময় মহাকাশে ছিলেন? আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবী থেকে ৩৫৪ কিমি (২২০ মাইল) উচ্চতায় কক্ষপথে ঘোরে। এর আগে এতে নাসার ফ্রাঙ্ক রুবিও এক বছরেরও বেশি সময় অবস্থান করে দীর্ঘতম মিশনের রেকর্ড গড়েছেন। সবচেয়ে দীর্ঘ একক মহাকাশ অভিযানের রেকর্ডটি রাশিয়ান মহাকাশচারী ভ্যালেরি পলিয়াকভের। তিনি মির স্পেস স্টেশনে ৪৩৭ দিন কাটিয়েছিলেন। গত মঙ্গলবার (১৮ মার্চ) সুনিতা ও ব্যারিকে বহনকারী স্পেসএক্স ড্রাগন মহাকাশযানটি ফ্লোরিডার উপকূলে স্থানীয় সময় বিকাল ৫টা ৫৭ মিনিটে সমুদ্রে অবতরণ করে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এটি বিচ্ছিন্ন হয়েছিল ০৫:০৫ মিনিটে। অবতরণের সময়

তাদের সঙ্গে ছিলেন রাশিয়ার রোসকসমস মহাকাশচারী আলেক্সান্ডার গর্বুনভ। নাসা স্প্ল্যাশডাউনের আগে পুরো প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার করে। মহাকাশে থাকার সময় শরীরে কী কী ক্ষতি হয়? মহাকাশের মাইক্রোগ্র্যাভিটি বা অতি-নিম্ন মাধ্যাকর্ষণ শরীরের ওপর ব্যাপক ক্ষতিকর প্রভাব ফেলে। মাধ্যাকর্ষণের অভাবে শরীরের পেশির ক্ষয় হয়, কারণ মহাকাশে শরীরের ওজন বহন করতে হয় না। দ্রুত হাড় দুর্বল হয়ে যায়। মাসে প্রায় ১% হাড়ের ঘনত্ব কমে, যা পৃথিবীতে এক বছরের বার্ধক্যের সমান। এছাড়া শরীরে তরল পদার্থের স্থানচ্যুত হয়। এর কারণে মুখমণ্ডল ফুলে ওঠে এবং চোখে প্রভাব পড়ে। মহাকাশে রেডিয়েশনে ঝুঁকি অত্যন্ত বেশি। ৬ মাসে পৃথিবীর তুলনায় ১০ গুণ বেশি রেডিয়েশন, যা ক্যান্সার ও মানসিক অবনতির কারণ হতে পারে। এছাড়াও শরীরের ওপর

বেশকিছু প্রভাব পড়ে • শরীরের তরল ও ওজন: মহাকাশে প্রায় শরীরের ২০% তরল এবং ৫% ওজন কমে যায়। • মাংসপেশি: মাইক্রোগ্র্যাভিটির কারণে মাংসপেশি দুর্বল বা ক্ষয়প্রাপ্ত হয়। তবে মহাকাশে প্রতিদিন ২ ঘণ্টা করে সপ্তাহে ৬ দিন ব্যায়াম এবং প্রয়োজনীয় সাপ্লিমেন্ট গ্রহণের মাধ্যমে এ ক্ষতি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। • ত্বক: মহাকাশে ত্বক পাতলা ও ফেটে যায় এবং ক্ষত সারতে সময় লাগে। • চোখ: মাইক্রোগ্র্যাভিটি দৃষ্টিশক্তিতে প্রভাব ফেলে এবং মহাকাশের রেডিয়েশন ছানি পড়ার ঝুঁকি বাড়ায়। • ডিএনএ: পৃথিবীতে ফেরার পর শরীরের অধিকাংশ জিন স্বাভাবিক অবস্থায় ফিরে এলেও প্রায় ৭ শতাংশ জিনে স্থায়ী পরিবর্তন যায়। • মানসিক ও স্নায়ুবিক প্রভাব: মহাকাশের রেডিয়েশন মস্তিষ্কের ক্ষতি করে এবং অ্যালঝেইমার

রোগের ঝুঁকি বাড়ায়। এছাড়া মহাকাশে ভারসাম্য ও দিশা বুঝতে সমস্যা হয়, ফলে মোশন সিকনেস হতে পারে। • রক্ত সঞ্চালন: রক্তচাপ কমে যায়। রক্তের লোহিতকণিকা হ্রাস পায় এবং হার্টবিট অনিয়মিত হয়। • ইমিউন সিস্টেম: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। • হাড়: প্রতি মাসে প্রায় ১ শতাংশ হাড় ক্ষয় হয়, ফলে হাড় দুর্বল হয়ে যায় এবং আকৃতি পরিবর্তনের আশঙ্কা থাকে। মহাকাশে থাকাকালীন মেরুদণ্ড প্রসারিত হওয়ার কারণে মহাকাশচারীরা কিছুটা লম্বা হয়ে যান। পৃথিবীতে ফেরার পর শরীর আগের অবস্থায় ফিরতে কত দিন লাগে? পৃথিবীতে ফিরে এলেও শরীরের ওপর মহাকাশের চাপ হঠাৎ করে চলে যায় না। শরীর আগের অবস্থায় ফিরতে অনেক দিন লাগে। • প্রথম দিন: মেরুদণ্ড

আবার স্বাভাবিক হয়, রক্তচাপ ঠিক হয়, গ্যাসের সমস্যা কমে যায়। • এক সপ্তাহ: মাথা ঘোরা ও ভারসাম্য সমস্যাগুলো কমে যায় এবং ঘুম স্বাভাবিক হয়। • দুই সপ্তাহ: শরীরের হারানো তরল ফিরতে শুরু করে, রক্তের লোহিতকণিকা স্বাভাবিক মাত্রায় ফিরে আসে এবং রোগপ্রতিরোধ শক্তি উন্নত হয়। • এক মাস: পেশি গঠন প্রায় আগের মতো হয়ে যায়। • তিন মাস: ত্বক সম্পূর্ণ পুনরায় তৈরি হয়, দৃষ্টিশক্তি আগের অবস্থায় ফিরে আসে, ওজনও স্বাভাবিক হয়। • ছয় মাস: হাড়ের ভঙ্গুরতা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে, ক্যান্সারের ঝুঁকি কিছুটা থাকে। ৯৩% জিন স্বাভাবিক হলেও ৭% পরিবর্তন স্থায়ী হয়ে যায়। সর্বোপরি মহাকাশে দীর্ঘ সময় থাকার কারণে শরীর ও মনে গভীর প্রভাব পড়ে। এর

মধ্যে কিছু দীর্ঘমেয়াদি এবং কিছু কিছু প্রভাব স্থায়ী হয়ে যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দুই সংসার নিয়ে বিপাকে শাকিব, মন্তব্য ঘিরে বিতর্কে জয় ডেঙ্গুতে মৃত্যু আরও ৩, হাসপাতালে ভর্তি ৩১৯ ছাত্রশিবির-ছাত্রদল নেতাদের খুনসুটির ভিডিও ভাইরাল সেদিন দিল্লিতে যা যা ঘটেছিল খুলনায় চরমপন্থী শাহাদাতকে গুলি ও কুপিয়ে হত্যা স্বামীকে খুন করিয়ে নতুন সংসার, প্রেমিকের ছোট্ট ভুলে সব ফাঁস ! ট্রাম্পের শরীরে ‘হালাল’ রক্ত! তাই দ্রুত দুনিয়া থেকেই সরিয়ে দিতে হবে তাঁকে: ২০০০ মুসলিম ধর্মগুরুর হুঙ্কার পরকীয়া প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন, পরে তাকে ফাঁসাতেই ধর্ষণের গল্প ফাঁদলেন স্ত্রী ভারতীয় পণ্যে আরও শুল্ক চাপানো হবে: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি সিনেমার বিতর্কিত দৃশ্যকে ধর্ষণ বলতে নারাজ তামান্না ভাটিয়া সমুদ্রপাড়ে খোলামেলা রূপে ধরা দিলেন ববি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির মামলায় ১০ পুলিশ গ্রেফতার এশিয়া কাপে ফিরছেন বাবর আজম ‘তার ঠোঁট দুটো যেন মেশিনগানের মতো’ ‘বেসবলে’ ৬,৭৫০ স্বাক্ষর, ছয় সপ্তাহ ঘুরে বিশ্ব রেকর্ড ওবামা প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ মার্কিন বিচার বিভাগের ইমরান খানের মুক্তির দাবিতে আজও পাকিস্তানে বিক্ষোভ ট্রাম্পের শুল্কনীতি সার্বভৌমত্বের উপর ‘সরাসরি হস্তক্ষেপ’: রাশিয়া শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান শাকিব-বুবলীর সম্পর্ক নতুনভাবে ফিরে আসেনি, বরং পরিণত হয়ে উঠেছে: চয়নিকা