মনপুরায় রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, দুই যুবক গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




মনপুরায় রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, দুই যুবক গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫ | ৫:০৫ 72 ভিউ
ভোলার মনপুরায় রাতভর নারীকে ধর্ষণ করেছে চার যুবক। রোববার ভুক্তভোগী নারী অভিযুক্ত চারজনের বিরুদ্ধে মনপুরা থানায় মামলা করলে দুই যুবককে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ওই নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এদিকে চট্টগ্রামে ভিক্ষুককে ধর্ষণে অটোচালক এবং রাজশাহীতে শিশুকে ধর্ষণচেষ্টায় এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কুষ্টিয়ায় শিশুকে যৌন নিপীড়নে অভিযুক্তের দোকানে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর- মনপুরা (ভোলা) : গ্রেফতাররা হলেন- উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা নসু মাঝির ছেলে শরীফ ও চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার পশ্চিম এওয়াজপুর গ্রামের বাসিন্দা আবুদল বারেক হাওলাদারের ছেলে আকবর আলী। মনপুরা থানার ওসি আহসান

কবির জানান, দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। পলাতক দুজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। চট্টগ্রাম : গ্রেফতার অটোচালক আবদুল আলী ভোলার বাসিন্দা। তিনি নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার এ-ব্লক নুরু কোম্পানির গ্যারেজের পাশে ভাড়া বাসায় থাকতেন। শনিবার রাতে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার ভুক্তভোগীর করা মামলায় গ্রেফতার আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চান্দগাঁও থানার ওসি আফতাব আহমেদ জানান, ১১ মার্চ ওই ভিক্ষুক ধর্ষণের শিকার হন। রাজশাহী : গ্রেফতার বৃদ্ধ এনামুল রাজশাহীর কাটাখালী থানার কাপাশিয়া তালুকদারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি নগরীর বোয়ালিয়া থানার রামচন্দ পুর বৌবাজার হাদির মোড় এলাকায় ভাড়ায় থাকতেন। রোববার গ্রেফতারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বোয়ালিয়া থানার ওসি

মোস্তাক হাসান জানান, শনিবার শিশুটিকে বাসায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় আসামি। শিশুর চিৎকারে আশপাশের লোকজন আসামিকে ধরে পুলিশে সোপর্দ করে। ওসি জানান, শিশুটির মা রাতেই ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। কুষ্টিয়া : শনিবার দুপুরে সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বৃদ্ধের নাম সাগজত। তিনি ওই এলাকায় মুদি দোকানের ব্যবসা করেন। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। ভুক্তভোগী শিশুটির মা জানান, মঙ্গলবার দুপুরে তার মেয়ে সাগজতের দোকানে যায়। তখন তিনি বিস্কুটের লোভ দেখিয়ে শিশুটিকে দোকানের মধ্যে নিয়ে যৌননিপীড়ন করেন। এলাকাবাসী জানান, সাগজতের বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ উঠেছিল। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদী হাসান বলেন, স্থানীয় কিছু

শিক্ষার্থী সাগজত নামে ব্যক্তির টং দোকানে আগুন দিয়েছে। পুলিশ পরিবেশ শান্ত করেছে। ভুক্তভোগী পরিবারটি এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। পরিবারটির সঙ্গে কথা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩০১ মামলা সোমবার সমাবেশ ও আমরণ অনশনের ঘোষণা আগুনে রূপপুর প্রকল্পের মালামাল পোড়ার সত্যতা মেলেনি অর্থসংকটে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় ছাঁটাই পুরোপুরি নিভল শাহজালালের কার্গো ভিলেজের আগুন ভুখা মিছিল শেষে শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা ম্যাগুয়্যারের গোলে ১৬ বছর পর অ্যানফিল্ডে লিভারপুলকে হারালো ম্যানইউ ১৬ মাসের অন্তঃসত্ত্বা সোনাক্ষী! প্রশ্নবিদ্ধ মাহিয়া মাহি শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরবেন, আশা শিক্ষা উপদেষ্টার আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করলেন এমপিওভুক্ত শিক্ষকরা রাজধানীতে জবি ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা বিমানবন্দরে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি: বিজিএমইএ চট্টগ্রাম বন্দরে যানবাহন প্রবেশে বাড়তি মাশুল স্থগিত আরও বাড়ল সোনার দাম , ভরি ছাড়াল ২ লাখ ১৭ হাজার মিরপুরে এমন পিচ নিয়ে যা জানালেন তারা ফেনীতে অস্ত্র হাতে স্বেচ্ছাসেবক দল নেতার শিশু পুত্রের ছবি ভাইরাল বিমানবন্দরে আগুন: ২৫০ কারখানার পণ্য ধ্বংসের শঙ্কা, আতঙ্কে গার্মেন্টস খাত শান্তি মিশনের লোভে টুর্কের ফাঁদে পা দিয়ে ধোঁকা খেল সেনাবাহিনী: ফিরছেন ১৩১৩ সদস্য টানা তৃতীয় দিনে শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড: সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের চিনি কারখানায় আগুন