অবকাঠামো উন্নয়নে জাপানের অব্যাহত সহায়তা চায় বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




অবকাঠামো উন্নয়নে জাপানের অব্যাহত সহায়তা চায় বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মার্চ, ২০২৫ | ১০:১৫ 89 ভিউ
টেকসই সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ দৃঢ় আশা প্রকাশ করেছে যে, জাপান বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন প্রচেষ্টায় তাদের মূল্যবান সহায়তা অব্যাহত রাখবে। মঙ্গলবার জাপান থেকে এক বার্তায় বলা হয়েছে, আজ (১১ মার্চ) টোকিওতে অনুষ্ঠিত ৭ম বাংলাদেশ-জাপান যৌথ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) সভায় এই আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। জাপানের পক্ষে প্রতিনিধিত্ব করেন ভূমি, অবকাঠামো ও পরিবহণ উপমন্ত্রী হিরোফুমি আমাকাওয়া এবং প্রকৌশল ও গৃহায়ন বিষয়ক সহকারী উপমন্ত্রী ইয়োসুকে সুতসুমি। বৈঠকে মূলত জাপানের সহায়তায় বাস্তবায়নে চলমান প্রকল্পগুলোর অগ্রগতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আলোচিত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, চট্টগ্রাম পয়ঃনিষ্কাশন প্রকল্প, স্থানীয়

সেতু উন্নয়ন প্রকল্প এবং কমলাপুর মাল্টি-মডেল ট্রান্সপোর্ট হাব প্রকল্প। সিরাজ উদ্দিন মিয়া আশাবাদ ব্যক্ত করেন, জাপানের অব্যাহত সহায়তায় এসব প্রকল্প সফল সমাপ্ত হলে বাংলাদেশের অর্থনীতির উল্লেখযোগ্য উন্নতি সাধন করবে। তিনি বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নে দীর্ঘস্থায়ী সহায়তার জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গুরুত্বপূর্ণ এসব সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। সিরাজ উদ্দিন মিয়া বলেন, এই প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ঢাকা এই প্রকল্পগুলোকে বাস্তবে রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সভায় সড়ক ও জনপথ বিভাগের সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিব, রেলপথ সচিব, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাদের নিজ নিজ

প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আপডেট তথ্য প্রদান করে পৃথকভাবে উপস্থাপনা করেন। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি আলোচনায় যোগ দেন। এই অধিবেশনের মূল বিষয় ছিল জাপানি সহায়তায় ভবিষ্যতে গ্রহণযোগ্য সম্ভাব্য প্রকল্পগুলো চিহ্নিত করা এবং এগুলোর জন্য প্রস্তাবনা প্রস্তুত করা। আলোচনাকালে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩০১ মামলা সোমবার সমাবেশ ও আমরণ অনশনের ঘোষণা আগুনে রূপপুর প্রকল্পের মালামাল পোড়ার সত্যতা মেলেনি অর্থসংকটে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় ছাঁটাই পুরোপুরি নিভল শাহজালালের কার্গো ভিলেজের আগুন ভুখা মিছিল শেষে শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা ম্যাগুয়্যারের গোলে ১৬ বছর পর অ্যানফিল্ডে লিভারপুলকে হারালো ম্যানইউ ১৬ মাসের অন্তঃসত্ত্বা সোনাক্ষী! প্রশ্নবিদ্ধ মাহিয়া মাহি শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরবেন, আশা শিক্ষা উপদেষ্টার আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করলেন এমপিওভুক্ত শিক্ষকরা রাজধানীতে জবি ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা বিমানবন্দরে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি: বিজিএমইএ চট্টগ্রাম বন্দরে যানবাহন প্রবেশে বাড়তি মাশুল স্থগিত আরও বাড়ল সোনার দাম , ভরি ছাড়াল ২ লাখ ১৭ হাজার মিরপুরে এমন পিচ নিয়ে যা জানালেন তারা ফেনীতে অস্ত্র হাতে স্বেচ্ছাসেবক দল নেতার শিশু পুত্রের ছবি ভাইরাল বিমানবন্দরে আগুন: ২৫০ কারখানার পণ্য ধ্বংসের শঙ্কা, আতঙ্কে গার্মেন্টস খাত শান্তি মিশনের লোভে টুর্কের ফাঁদে পা দিয়ে ধোঁকা খেল সেনাবাহিনী: ফিরছেন ১৩১৩ সদস্য টানা তৃতীয় দিনে শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড: সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের চিনি কারখানায় আগুন