
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

বিলাসবহুল অফিস ও বন্দর কমিটি নিয়ে যা বললেন হান্নান মাসউদ

শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ

হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অবরোধ প্রত্যাহার, গাজীপুরে আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

ঘুম থেকে উঠে দুই শিশুর রক্তাক্ত মরদেহ দেখেন মা
মুখে লাল কাপড় বেঁধে ধর্ষকের বিচার দাবি ঢামেক শিক্ষার্থীদের

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মুখে লাল কাপড় বেঁধে ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা।
রোববার বেলা ১১টায় ঢামেকের মিলন চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আসেন শিক্ষার্থীরা। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেন ঢামেক শিক্ষার্থীরা।
মানববন্ধন কর্মসূচিতে ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা ‘আমার বোন, তোমার বোন আছিয়া আছিয়া’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকের কবর দে’, ‘প্রতিরোধের আগুন বুকে, ধর্ষকদের রুখে দাও’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান
দেন। মানববন্ধনে ঢামেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সেই সঙ্গে কঠোর আইনের প্রয়োগ করতে হবে। দেশের নানা প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটছে, বিচার হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে। এভাবে চলতে থাকলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। এখনই ধর্ষকদের বিচার করতে হবে। আরেক শিক্ষার্থী রুবিনা প্রমী বলেন, ধর্ষকদেরকে যথাযথ বিচারের আওতায় আনা হচ্ছে না, ধর্ষকরা পার পেয়ে যাচ্ছে। যার কারণে এমন ঘটনা বারবার ঘটছে। এসব ঘটনা প্রতিরোধ করতে হলে ধর্ষকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
দেন। মানববন্ধনে ঢামেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সেই সঙ্গে কঠোর আইনের প্রয়োগ করতে হবে। দেশের নানা প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটছে, বিচার হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে। এভাবে চলতে থাকলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। এখনই ধর্ষকদের বিচার করতে হবে। আরেক শিক্ষার্থী রুবিনা প্রমী বলেন, ধর্ষকদেরকে যথাযথ বিচারের আওতায় আনা হচ্ছে না, ধর্ষকরা পার পেয়ে যাচ্ছে। যার কারণে এমন ঘটনা বারবার ঘটছে। এসব ঘটনা প্রতিরোধ করতে হলে ধর্ষকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।