আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, আটক ৯ – ইউ এস বাংলা নিউজ




আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, আটক ৯

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫ | ১১:৩৪ 101 ভিউ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এর মধ্যে উভয়পক্ষের ৬-৭ জন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনাটি ঘটে। ঘটনায় আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, শ্রীনাথপুর গ্রামের এলকাছ মিয়া, ইদ্রিছ মিয়া গোষ্ঠীর লোকজনের সঙ্গে একই গ্রামের মোড়লবাড়ির মো. মুরছালিন মিয়া, মনছুর উদ্দিন ও ইয়াস উদ্দিনসহ চার গোষ্ঠীর লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সোমবার দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা বিচার-সালিশের মাধ্যমে

শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়নি। এতে ক্ষুব্ধ হন এলকাছ মিয়া গোষ্ঠীর লোকজন। এ নিয়ে মঙ্গলবার বিকালে এলকাছ মিয়া গোষ্ঠীর মহিলারা প্রতিপক্ষের লোকজনকে উদ্দেশ করে গালিগালাজ করলে তর্কে জড়িয়ে পড়েন তারা। তর্কাতর্কির এই ঘটনায় মাথাচাড়া দিয়ে উঠে পূর্বের বিরোধ। সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয়পক্ষ। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একপক্ষ আরেক পক্ষকে হামলা করেন। হামলায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর থেকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সংঘর্ষের ঘটনায় আজ বুধবার ১৫১ ধারায় উভয়পক্ষের ৯ জনকে গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতে সোপর্দ করেছে শান্তিগঞ্জ

থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- শ্রীনাথপুর গ্রামের মোকাদ্দছ আলীর ছেলে সাইফুর রহমান, শফিকুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম, জয়নাল আবেদীনের ছেলে মো. তোফায়েল আহম্মদ, হাজিকুল মাহমুদের ছেলে আবুল বাশার, মৃত আমির হোসেনের ছেলে তাজউদ্দিন, শামসুল হোসেনের ছেলে আজির উদ্দিন, ইসমাইল আলীর ছেলে হাসন আলী, আহলেছ আলীর ছেলে ছায়েদুর রহমান ও আব্দুল করিমের ছেলে আহম্মদ আলী। শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বুধবার বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। উভয়পক্ষের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩০১ মামলা সোমবার সমাবেশ ও আমরণ অনশনের ঘোষণা আগুনে রূপপুর প্রকল্পের মালামাল পোড়ার সত্যতা মেলেনি অর্থসংকটে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় ছাঁটাই পুরোপুরি নিভল শাহজালালের কার্গো ভিলেজের আগুন ভুখা মিছিল শেষে শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা ম্যাগুয়্যারের গোলে ১৬ বছর পর অ্যানফিল্ডে লিভারপুলকে হারালো ম্যানইউ ১৬ মাসের অন্তঃসত্ত্বা সোনাক্ষী! প্রশ্নবিদ্ধ মাহিয়া মাহি শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরবেন, আশা শিক্ষা উপদেষ্টার আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করলেন এমপিওভুক্ত শিক্ষকরা রাজধানীতে জবি ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা বিমানবন্দরে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি: বিজিএমইএ চট্টগ্রাম বন্দরে যানবাহন প্রবেশে বাড়তি মাশুল স্থগিত আরও বাড়ল সোনার দাম , ভরি ছাড়াল ২ লাখ ১৭ হাজার মিরপুরে এমন পিচ নিয়ে যা জানালেন তারা ফেনীতে অস্ত্র হাতে স্বেচ্ছাসেবক দল নেতার শিশু পুত্রের ছবি ভাইরাল বিমানবন্দরে আগুন: ২৫০ কারখানার পণ্য ধ্বংসের শঙ্কা, আতঙ্কে গার্মেন্টস খাত শান্তি মিশনের লোভে টুর্কের ফাঁদে পা দিয়ে ধোঁকা খেল সেনাবাহিনী: ফিরছেন ১৩১৩ সদস্য টানা তৃতীয় দিনে শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড: সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের চিনি কারখানায় আগুন