বিজয়নগরে আ.লীগের ৪৯ নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মামলা – ইউ এস বাংলা নিউজ




বিজয়নগরে আ.লীগের ৪৯ নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫ | ১০:১৮ 59 ভিউ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপি নেতার করা বিস্ফোরক আইনে ৪৯ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। মামলায় ৪৯ জনের মধ্যে অধিকাংশ আসামিই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতাকর্মী বলে জানা গেছে। এছাড়া ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ২ মার্চ রোববার রাতে মামলাটি বিজয়নগর থানায় রেকর্ড করা হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে উপজেলা মির্জাপুর মোড়ে বাদী ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁসহ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাশেম কিবরিয়া, ইছাপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি আরাফাত রুবেলসহ কয়েকজন বিএনপির নেতাকর্মী বসে কথা বলার সময় মাইক্রো ও মোটরসাইকেলযোগে কয়েকজন এসে পরপর ২-৩টি হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এ

সময় বাদী নিজে আহত হয়েছেন বলে এজাহারে উল্লেখ করেন। মামলার বাদী ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ বলেন, আমরা কয়েকজন বিএনপি নেতাকর্মী মির্জাপুর মোড়ে বসে চা খাচ্ছিলাম। সেই সময় আওয়ামী সন্ত্রাসীরা আমাদের হত্যার উদ্দেশ্যে সংঘবদ্ধভাবে মোটরসাইকেল ও মাইক্রো দিয়ে ২-৩ দিক থেকে এসে অতর্কিত বোমা হামলা করে পালিয়ে যায়। হামলায় আমি আহত হই। পরে চিকিৎসা শেষে বিজয়নগর থানায় বিস্ফোরণ আইনে মামলা করেছি। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ বাদী হয়ে একটি অভিযোগ দেওয়ায় সেটাকে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পদ্মার ভয়াবহ ভাঙনে মুহূর্তে বিলীন ১৯ স্থাপনা উত্তাল সমুদ্রে নেমে ভেসে গেলেন চবির ৩ শিক্ষার্থী নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে নেতানিয়াহুর মনোনয়ন পুঁতে রাখা বোমা বিস্ফোরণ, ৫ ইসরায়েলি সেনা নিহত নজিরবিহীন অনিয়মের নজির জনস্বাস্থ্যের প্রকল্পে মশা নিধন চোখে পড়ে না, চিকিৎসা নিয়ে কত কিছু! এনবিআর কর্মীরা উৎকণ্ঠায় ২ বিলিয়ন ডলার চায় বিপিসি চাঁদার টাকাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, অতঃপর… আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি হবে গাজায় বোমা বিস্ফোরণে ৫ ইসরাইলি সেনা নিহত পাকিস্তান সেনাপ্রধানের প্রস্তাবকে স্বাগত জানালো হোয়াইট হাউস ১৯ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় পর্যায়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ কক্সবাজার সৈকতে নেমে চবির ৩ শিক্ষার্থী নিখোঁজ, একজনের লাশ উদ্ধার টসে হেরে শেষ ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ লোহিত সাগরে মালবাহী জাহাজে হামলা চালিয়ে ডুবানোর দাবি বিদ্রোহীদের ভারতের না, বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, দল ঘোষণা রাজধানীসহ ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ডিপজলের বিরুদ্ধে মামলা ‘চেয়ারম্যানের ডিকলারের পরই সবাই হামলা চালায়’, ভিডিওতে বললেন বেঁচে যাওয়া তরুণী