চাঁদা না দেওয়ায় দুই হকারকে অপহরণ করলেন যুবদল নেতা – ইউ এস বাংলা নিউজ




চাঁদা না দেওয়ায় দুই হকারকে অপহরণ করলেন যুবদল নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ | ১০:৫০ 15 ভিউ
চাঁদাবাজির বিরুদ্ধে হকারদের আন্দোলনের দুই ঘণ্টার মাথায় বহিষ্কার করা হয়েছে সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে। শুক্রবার রাত ১২টার দিকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়। এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মাধবকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দল নেবে না। এর আগে চাঁদা না দেওয়ায় দুই হকারকে তুলে নেওয়ার অভিযোগে যুবদল নেতার গ্রেফতার দাবিতে শুক্রবার রাত ৮টার দিকে জিন্দাবাজার সড়ক অবরোধ করেন হকাররা। পরে স্থানীয় বিএনপি নেতার আশ্বাসে রাত ১০টার দিকে অবরোধ প্রত্যাহার করেন তারা। এর

দুই ঘণ্টার মাথায় কেন্দ্রের নির্দেশে বহিষ্কার করা হয় যুবদল নেতা মাধবকে। হকাররা জানান, দীর্ঘদিন ধরে বন্দর থেকে চৌহাট্টা পর্যন্ত ফুটপাতে যেসব হকার বসেন তাদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছেন জয়দীপ চেৌধুরী মাধব। কেউ চাঁদা না দিলে তাকে তুলে নিয়ে নির্যাতন করতেন তিনি। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুই হকারকে তুলে নিয়ে যান জয়দীপ। এর প্রতিবাদে সব হকার সড়ক অবরোধ করেন এবং দুই হকারকে উদ্ধার ও যুবদল নেতা জয়দীপ চৌধুরীকে গ্রেফতারের আলটিমেটাম দেন। রাত ১০টার দিকে পুলিশ অপহূত দুই হকারকে উদ্ধার করে আন্দোলনকারীদের হাতে তুলে দেন। এ সময় পুলিশের ওপরও ক্ষিপ্ত হতে দেখা যায় হকারদের। পরে ঘটনাস্থলে আসেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ

হোসেন। তিনি ২৪ ঘণ্টার মধ্যে যুবদল নেতা মাধবকে বহিষ্কারের আশ্বাস দিলে আন্দোলনরত হকাররা অবরোধ তুলে নেন। এদিকে, চাঁদাবাজির অভিযোগ সত্য নয় বলে দাবি করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মাধব। তবে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর সেটি মুছে ফেলেন তিনি। এ বিষয়ে জয়দীপ চৌধুরীর মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আল্লাহু আকবার’ ধ্বনির মহত্ত্ব বর্ণনা করে যা বললেন আজহারী ‘নগদ’ টাকা ছাপিয়েছে রাষ্ট্রের সহায়তায় প্রাথমিকের তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষককে যোগদানের ঘোষণা বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নতুন দিগন্তে একাত্তরে ঝাঁপিয়ে পড়ি উনসত্তরের অনুপ্রেরণায় গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা করতে জেআরসির কারিগরি দল কলকাতায় খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ২০০ টাকা লিটার ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে নারীকে ধর্ষণ, আটক ২ বাসার খাবার খান সালমান আনিসুল শাজাহান ইউক্রেনে সেনা সহায়তা বন্ধের চিন্তা ট্রাম্পের যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ: ইউক্রেন যুদ্ধ সমাপ্তির ডাক বিশ্বনেতাদের যুদ্ধবিরতির পর ইসরাইলে প্রথম প্রাণঘাতী হামলা, হতাহত ৬ ট্রুডোর মুখেও ট্রাম্পবিরোধিতা বাংলাদেশের সংস্কার কর্মসূচিকে সমর্থন করে ইইউ: হাদজা লাহবিব পাকিস্তানের কারাগারে ‘ডেথ সেলে’ ইমরান খান যুদ্ধবিরতির পর ইসরাইলে প্রথম প্রাণঘাতী হামলা, হতাহত ৬ এসপি সুভাষ বরখাস্ত, জানা গেল কারণ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদের ১২৪ কর্মকর্তাকে বদলি ৭ কলেজের কার্যক্রম পরিচালিত হবে ইউজিসি-কলেজ অধ্যক্ষের নেতৃত্বে চিকিৎসার অভাবে শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠনের নির্দেশ