অবৈধ অভিবাসী শিশুদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
     ৮:২৮ অপরাহ্ণ

অবৈধ অভিবাসী শিশুদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:২৮ 93 ভিউ
বাবা-মায়ের সঙ্গ ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এমন লাখো অবৈধ অভিবাসী শিশুকে খুঁজে বের করতে অভিবাসন এজেন্টদের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক বিতাড়ন অভিযানের সম্প্রসারণ বলে মনে করা হচ্ছে। রয়টার্সের পর্যালোচনা করা একটি অভ্যন্তরীণ স্মারকে এ তথ্য উঠে এসেছে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর স্মারকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অভিভাবকহীন অভিবাসী শিশুদের টার্গেট করে একটি নজিরবিহীন অভিযান শুরু হচ্ছে। এতে চারটি বাস্তবায়ন ধাপের উল্লেখ করা হয়েছে। যার পরিকল্পনা ধাপ শুরু হয়েছে ২৭ জানুয়ারি থেকে। যদিও বাস্তবায়নের সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে ৬ লাখেরও বেশি অভিভাবকহীন শিশু যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত অতিক্রম করেছে। গত কয়েক বছরে দশ হাজারেরও বেশি

শিশুকে নির্বাসনের নির্দেশ দেওয়া হয়েছে। যার মধ্যে ৩১ হাজার শিশু শুধু আদালতে হাজির না হওয়ার কারণে নির্বাসিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং আইসিই এই স্মারক এবং ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ট্রাম্প তার প্রথম মেয়াদে জিরো টলারেন্স নীতি চালু করেছিলেন। যার ফলে সীমান্তে শিশুদের তাদের বাবা-মায়ের থেকে বিচ্ছিন্ন করা হয়। শিশুদের অফিস অফ রিফিউজি রিসেটেলমেন্ট (ওআরআর)-এর তত্ত্বাবধানে রাখা হয়, যখন তাদের বাবা-মাকে আটক বা নির্বাসিত করা হয়। এই পরিবার বিচ্ছিন্নকরণ নীতির কারণে ব্যাপক আন্তর্জাতিক সমালোচনা হয়। ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন এটি বন্ধ করতে বাধ্য হয়। তবে এখনো ১,০০০-এর বেশি শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন রয়ে গেছে বলে জানিয়েছেন,

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) -এর প্রধান আইনজীবী লি গেলারন্ট। আইসিইর স্মারকে উল্লেখ করা হয়েছে যে এই অভিযানের লক্ষ্য শুধু অভিবাসন আইন প্রয়োগ করা নয়, বরং শিশুদের মানব পাচার ও শোষণের শিকার হওয়া থেকে রক্ষা করাও এর উদ্দেশ্য। স্মারকে আরও বলা হয়েছে, শিশুদের ইমিগ্রেশন কোর্টে হাজিরার নোটিশ দেওয়া হবে অথবা যদি ইতোমধ্যে নির্বাসনের আদেশ থাকে, তাহলে তাদের দেশে ফেরত পাঠানো হবে। আইসিই বিভিন্ন সরকারি সূত্র থেকে শিশুদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে এবং তাদের তিনটি ঝুঁকির ক্যাটাগরিতে ভাগ করেছে। সেগুলো হলো উড়াল ঝুঁকি (আদালতে হাজির না হওয়া বা আত্মীয় নয় এমন স্পনসরদের কাছে ছাড়া হয়েছে এমন শিশু), সার্বজনীন নিরাপত্তা এবং সীমান্ত নিরাপত্তা। এজেন্টদের

নির্দেশ দেওয়া হয়েছে ‘উড়াল ঝুঁকি’ তালিকাভুক্ত শিশুদের উপর বেশি জোর দিতে। আইসিই বিভিন্ন সরকারি ডাটাবেস ও রেকর্ড ব্যবহার করে শিশুদের অবস্থান শনাক্ত করছে। ডিএনএ টেস্ট ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে পরিবারের সম্পর্ক নিশ্চিত করতে। সন্দেহজনক ক্ষেত্রে বা নিয়মিতভাবে এ পরীক্ষার প্রয়োগ হবে কি না, তা স্পষ্ট নয়। আইনের আওতায় যেসব অভিবাসী তাদের থাকার বৈধ উপায় শেষ করেছে, তাদের নির্বাসিত করা যেতে পারে এমনকি তারা শিশু হলেও। তবে সাধারণত যুক্তরাষ্ট্র প্রথমে অপরাধমূলক রেকর্ড থাকা প্রাপ্তবয়স্ক অভিবাসীদের গ্রেফতারের ওপর গুরুত্ব দেয়। গত এক দশকে, সহিংসতা ও অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে কেন্দ্রীয় আমেরিকা ও মেক্সিকো থেকে প্রচুর শিশু যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। এদের মধ্যে অনেকেই বাবা-মার সঙ্গে থাকার জন্য

এসেছে, আবার অনেকেই চোরাকারবারিদের মাধ্যমে প্রবেশ করেছে। ওআরআর-এর সাবেক আইসিই কর্মকর্তা এবং বর্তমান পরিচালক মেলিসা হারপার জানিয়েছেন, আইসিই বর্তমানে ২,৪৭,০০০ প্রতারণা, পাচার ও চোরাচালান সম্পর্কিত অভিযোগ তদন্ত করছে এবংএফবিআই-এর কাছে মামলা হস্তান্তর করছে। আইসিই-এর মতে, এই শিশুদের বেশিরভাগ এমন পরিবারে বসবাস করে যেখানে অন্য প্রাপ্তবয়স্ক সদস্যরাও অননুমোদিত অভিবাসী। ফলে এই শিশুদের অবস্থান খুঁজে বের করলে আইসিই সহজেই পরিবারের অন্যান্য সদস্যদেরও গ্রেফতার করতে পারবে। ট্রাম্প প্রশাসন ওআরআর -এর শিশুদের ডাটাবেসেও প্রবেশাধিকার বাড়িয়েছে, যা স্পনসরদের অতীত যাচাইয়ে ব্যবহার করা হবে। নতুন নিয়ম অনুসারে, স্পনসর এবং তাদের পরিবারের সদস্যদের আঙুলের ছাপ জমা দিতে হবে। শিশুদের অভিভাবকদের অতীত যাচাই আরও কঠোর করা হবে। আইসিই-এর একাধিক আঞ্চলিক কার্যালয় এখন শিশুদের

খুঁজে বের করার জন্য নতুন উপায় পরিকল্পনা করছে এবং ইমিগ্রেশন নথিপত্র প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের সনাক্ত ও গ্রেফতার করার পরিকল্পনা নিচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই নতুন নীতির ফলে হাজার হাজার অভিবাসী শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, এবং এটি মানবাধিকার সংস্থাগুলোর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো এবার দেশে স্বর্ণের দামে বড় পতন অস্ট্রেলিয়ায় গোলাগুলিতে নিহত ৩, হামলাকারী পলাতক দুবাইয়ে তুষারপাতের ছবি শেয়ার করলেন ক্রাউন প্রিন্স মাঝ আকাশে বৃদ্ধার সঙ্গে কিয়ারার দুর্ব্যবহার পাকিস্তানকে খুশি করতেই বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতির উপর আঘাত? জুডিশিয়াল ইনকোয়ারি স্থগিত, বিভ্রান্তিকর প্রতিবেদন,জুলাই ২০২৪-এর সহিংসতা নিয়ে বিতর্ক চলছে Bangladesh crisis News Yunus regime Dhaka’s Turbulent Streets: The Root of the Chaos Sits in Jamuna কয়লা শেষ, গ্যাস নেই, এবার বিদ্যুৎও যাবে গঙ্গা জলচুক্তির মেয়াদ শেষ ২০২৬-এ: নবায়ন নিয়ে বিরোধিতার মধ্যেই ফারাক্কায় তথ্যানুসন্ধানে বাংলাদেশি প্রতিনিধি দল ‘রং হার মানাবে গিরগিটিকেও’: ইসরাত আমিনের রাজনৈতিক ভোল পাল্টানো ও সুবিধাবাদের চাঞ্চল্যকর নজির মিয়ানমারের ড্রোন হামলার অভিযোগ: সীমান্তে যুদ্ধের শঙ্কা ও আঞ্চলিক নিরাপত্তায় ‘লাল সংকেত’ ঋণে ডুবে থাকা রাষ্ট্র: অন্তর্বর্তী সরকারের ব্যর্থ অর্থনীতি ও ভবিষ্যৎ বন্ধকের রাজনীতি নির্বাচনের নামে দখলদার ইউনুসের বানানো মেটিক্যুলাস ডিজাইনের মাধ্যমে যা চলছে, তাকে এক কথায় বলা যায় সিট ভাগাভাগির নির্বাচন। রক্তের দামে কেনা ইউনুসের ক্ষমতার খতিয়ান ইউনুসনামা : ক্ষমতা দখলের পর থেকে ধ্বংসযজ্ঞের হিসাব রাজনীতির চোরাবালি: আদর্শের বিসর্জন ও এক ‘অরসেলাইন’ নির্বাচনের আখ্যান বিকাশে ভোট কেনা ও কেন্দ্র দখলের ‘নীল নকশা’: ১২ ফেব্রুয়ারির নির্বাচন জিম্মি করার ভয়ানক ছক জামায়াতের লিফলেট বিতরণ ও দেয়াললিখন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ জামায়াত কানেকশন ও দিল্লি সফর: সারাহ কুককে ফিরিয়ে দিল সাউথ ব্লক