ঈদের পর কঠোর আন্দোলনে নামছে ইমরান খানের দল – ইউ এস বাংলা নিউজ




ঈদের পর কঠোর আন্দোলনে নামছে ইমরান খানের দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০৯ 14 ভিউ
ঈদের পর কঠোর আন্দোলনে নামছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই সরকারবিরোধী আন্দোলন শুরুর ঘোষণা দেন পিটিআই নেতা শওকত ইউসুফজাই। সোমবার আরব নিউজের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ইউসুফজাই বলেন, ‘দুই ক্ষমতাসীন জোটের অংশীদারদের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব ইঙ্গিত দেয় যে সরকারের পতন আসন্ন, সম্ভবত ঈদের আগেই।’ তিনি আরও বলেন, পিপিপি এবং পিএমএল-এন দুর্বল শাসনের জন্য একে অপরকে দোষারোপ করছে। পিপিপি পিএমএল-এনকে অ-কর্মক্ষমতার জন্য অভিযুক্ত করে, অন্যদিকে পিএমএল-এন দাবি করে পিপিপি সিন্ধুতে ব্যর্থ হয়েছে। দুই দলই একে অপরের সম্পর্কে সত্য কথা

বলছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং নিরাপত্তা অবনতির জন্য সরকারের সমালোচনা করেছেন এই পিটিআই নেতা। তার অভিযোগ, উভয় দলই (পিপিপি এবং পিএমএল-এন) জনকল্যাণের চেয়ে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেয়। পাকিস্তানের বিরোধী দলগুলোর একটি মহাজোট গঠন করা হচ্ছে। পাশাপাশি ঈদের পরে সরকারবিরোধী আন্দোলন শুরু হবে বলে আত্মবিশ্বাসী ইউসুফজাই। ক্ষমতাসীন জোটের অভ্যন্তরীণ কোন্দল ঈদ শুরুর আগেই সরকারের পতন ঘটাতে পারে বলেও মনে করেন তিনি। অন্যদিকে পাকিস্তানের ওপর সেকেলে আদর্শ চাপিয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে দেশটির সেনাপ্রধান এসব কথা বলেন। অধিবেশন চলাকালীন আসিম মুনির বলেন, পাকিস্তানি জনগণ, বিশেষ করে তরুণদের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর

গভীর বন্ধন রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির ‘রাষ্ট্রবিরোধী উপাদানের’ প্রচেষ্টা সবসময় ব্যর্থ হয়েছে এবং আগামীতেও তা ব্যর্থ হবে। জেনারেল আসিম মুনির আরও বলেন, যতদিন জাতি, বিশেষ করে তরুণরা আমাদের পাশে থাকবে, ততদিন পাকিস্তান সেনাবাহিনী কখনোই পরাজিত হবে না। আমরা কমরেডদের মতো লড়াই করি এবং আমাদের কাছে পাকিস্তানি পরিচয়ই সবচেয়ে বড়। এছাড়াও খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের সাহসী মানুষরা সন্ত্রাসীদের বিরুদ্ধে লোহার প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে বলেও অধিবেশনে তুলে ধরেন জেনারেল আসিম মুনির।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুয়েট প্রশাসন ও ছাত্র রাজনীতিকে ‘লাল কার্ড’ বাকি এগারো মাস কেউ খোঁজ রাখেন না একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির লোমহর্ষক বর্ণনা ম্যাচ শেষে শামির পরামর্শ নিলেন তাসকিন প্রথম শুনানিতে আদালতে ইউন যুক্তরাজ্যে রেকর্ড ছাড়িয়েছে মুসলিমবিদ্বেষ ভারত নিয়ে ট্রাম্প মাস্কের ‘মতানৈক্য’ মালয়েশিয়ায় অনলাইন প্রতারণা: বাংলাদেশিসহ ৪৬ অভিবাসী গ্রেফতার চীনা ঋণ পুনঃতফসিলের অনুরোধ পাকিস্তানের পোস্টারের পর সিনেমাতেও কাটা পড়লেন উর্বশী বিশ্বের সবচেয়ে শক্তিশালী ‘গুপ্তচর ক্যামেরা’ বানিয়ে সাড়া ফেলল চীন ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা ‘দেশে বিরাজনীতিকরণের চক্রান্তে লিপ্তরা কুয়েটকে অস্থিতিশীল করতে চাচ্ছে’ গাজায় যাচ্ছে ১৫টি ভ্রাম্যমাণ বাড়ি বহনকারী ট্রাক জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৮ এপ্রিল মিসরে আবারও আবিষ্কৃত হল ফারাওয়ের সমাধি ট্রাম্পের হুমকিকে ভয় পাই না: শেইনবাউম যোগী আদিত্যনাথকে একহাত নিলেন গায়ক বিশাল সালমানের বিরুদ্ধে জ্যাকুলিনকে নকল করার অভিযোগ