যুক্তরাষ্ট্র থেকে বোমা ও অস্ত্রবোঝাই জাহাজ পৌঁছাল ইসরাইলে – ইউ এস বাংলা নিউজ




যুক্তরাষ্ট্র থেকে বোমা ও অস্ত্রবোঝাই জাহাজ পৌঁছাল ইসরাইলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:১১ 16 ভিউ
ইসরাইলে পৌঁছেছে মার্কিন ভারী বোমার চালান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রোববার এ ঘোষণা দিয়েছেন। আমেরিকান জাহাজে করে শনিবার এমকে-৮৪ ভারি যুদ্ধাস্ত্র ইসরাইলে পৌঁছায়। যুদ্ধাস্ত্রগুলো ইসরাইলি বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানান্তরিত করা হয়েছে। খবর রয়টার্সের। মূলত এমকে-৮৪ হলো ২০০০ পাউন্ডের বোমা, যা পুরু কংক্রিট এবং ধাতু ভেদ করে বিস্ফোরণ ঘটাতে পারে। গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরাইল এসব বোমা ব্যবহার করতে পারে, এমন উদ্বেগের কারণে বাইডেন প্রশাসন বোমাগুলোর রপ্তানি স্থগিত করেছিল। পরে মার্কিন মসনদে বসে ওই স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। বোমা পাওয়ার পর ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, গত রাতে ইসরাইলে যে অস্ত্রশস্ত্রের সরবরাহ এসেছে, তা বিমান বাহিনী এবং আইডিএফের জন্য একটি উল্লেখযোগ্য

সম্পদ। ট্রাম্পের এই সবুজ সংকেত ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী বন্ধনের প্রমাণ। এ সময় কাটজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনকে ‘তাদের অবিচল সমর্থন’ এর জন্য ধন্যবাদ জানান। তিনি পুনর্ব্যক্ত করেন, আমাদের নিরাপত্তা জোরদার করার জন্য, আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাবো। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আইডিএফ বাহিনীর জন্য যুদ্ধাস্ত্র সংগ্রহ ও পরিবহনের জন্য তাদের চলমান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৬৭৮টি ফ্লাইট এবং ১২৯টি সামুদ্রিক চালানের মাধ্যমে প্রায় ৭৬ হাজার টন সামরিক সরঞ্জাম ইসরাইলে এসেছে। যা ইসরাইল রাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম বিমান ও সমুদ্র সরবরাহ অভিযানকে চিহ্নিত করে। প্রসঙ্গত, বাইডেন প্রশাসন শেষ মুহূর্তে এসে ইসরাইলের এই যুদ্ধাস্ত্রের চালান স্থগিত করেছিল। শপথ

নেওয়ার পর গত ২৫ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চালানগুলো পুনরায় চালু করেন। তখন নিজের ট্রুথ সোশ্যালে কোনো বিস্তারিত উল্লেখ না করে ট্রাম্প লেখেন, এমন অনেক জিনিস, যা ইসরাইল চেয়েছিল, অর্থও দিয়েছিল; কিন্তু বাইডেন সরবরাহ করেননি। সেগুলো এখন পথে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রিজিক বৃদ্ধি ও সচ্ছলতা লাভের ১০ আমল পদত্যাগে প্রস্তুত জেলেনস্কি ‘অহংকারী’ ভারতের পতনের আশায় পাকিস্তানে হিন্দুদের প্রার্থনা কয়েদিদের সঙ্গে বসে পাক-ভারত ম্যাচ দেখছেন ইমরান খান যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই রাশিয়ার হামলা যে কারণে বিয়ে স্থগিত করলেন অভিনেত্রী সিডনি এবার সোনার দাম কমল বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়: জয়শংকর হাসান নাসরুল্লাহকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক? লুট করা মোবাইল সেটের বিনিময়ে গাঁজা নেন তারা: পুলিশ তাসকিন-রিয়াদের প্রশংসা, নাহিদ-জাকেরও আছেন স্যান্টনারের ভাবনায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী এস আলম পরিবারের আরও ৮ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ ‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি’ উদ্যোগ অনেক, প্রকল্পের সুফল নিয়ে প্রশ্ন পরপর ফিরলেন শাকিল-রিজওয়ান হামাসের হাতে কত জিম্মি রয়ে গেছেন ফেডারেল কর্মীদের হুঁশিয়ারি মাস্কের, দ্বিমত এফবিআই-পররাষ্ট্র দপ্তরের পোপ ফ্রান্সিসের অবস্থা ‘সঙ্কটাপন্ন’