ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিশ্ব গণমাধ্যমে ওসমান হাদির মৃত্যু পরবর্তী ঘটনাপ্রবাহ
মাচাদোকে নোবেল দেওয়ায় ফৌজদারি অভিযোগ দায়ের অ্যাসাঞ্জের
রাশিয়ার সম্পদ নয়, ভিন্ন উপায়ে ইউক্রেনকে অর্থ দেবে ইইউ
যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে চুক্তি করলো টিকটক
গুপ্তচর ধাঁচের সিনেমা কেন ভারত-পাকিস্তানে রাজনৈতিক ঝড় তুলেছে
মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আরো ৭ দেশ, মাঠে বিশ্বকাপ দেখা অনিশ্চিত
সিডনিতে হামলাকারীর বিরুদ্ধে ৫৯ অভিযোগ, ১৫টি হত্যার
গাজায় ফের ইসরাইলি হামলা, ৩ পুলিশ সদস্য নিহত
গাজার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে রাফাহ শহরের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে হামাস-পরিচালিত পুলিশ বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তাদের অভিযোগ, শনিবারের এই হামলা গত ১৯ জানুয়ারি থেকে চলমান যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন।
তবে ইসরাইলি বাহিনী জানিয়েছে, তারা কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে, যারা কিনা তাদের বাহিনীর দিকে এগিয়ে যাচ্ছিল।
এদিকে রোববার হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত পুলিশ সদস্যরা গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন ছিলেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘মন্ত্রণালয় বর্বর ইসরাইলের এই অপরাধের নিন্দা জানাচ্ছে এবং মধ্যস্থতাকারী ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছে যেন, দখলদার বাহিনীকে পুলিশ বাহিনীর
ওপর হামলা বন্ধ করতে বাধ্য করা হয়’। অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে লক্ষ্যবস্তু করেছিল, যারা তাদের বাহিনীর দিকে এগিয়ে যাচ্ছিল। একই সঙ্গে ইসরাইলি বাহিনী দাবি করেছে যে, ‘হামলার লক্ষ্য সঠিকভাবে অর্জিত হয়েছে’। পাশাপাশি ইসরাইলি সেনাবাহিনী গাজার সব বাসিন্দাকে তাদের নির্দেশনা মেনে চলার এবং ওই অঞ্চলে মোতায়েন ইসরাইলি সেনাদের কাছাকাছি না যাওয়ার আহ্বান জানিয়েছে। সূত্র: রয়টার্স
ওপর হামলা বন্ধ করতে বাধ্য করা হয়’। অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে লক্ষ্যবস্তু করেছিল, যারা তাদের বাহিনীর দিকে এগিয়ে যাচ্ছিল। একই সঙ্গে ইসরাইলি বাহিনী দাবি করেছে যে, ‘হামলার লক্ষ্য সঠিকভাবে অর্জিত হয়েছে’। পাশাপাশি ইসরাইলি সেনাবাহিনী গাজার সব বাসিন্দাকে তাদের নির্দেশনা মেনে চলার এবং ওই অঞ্চলে মোতায়েন ইসরাইলি সেনাদের কাছাকাছি না যাওয়ার আহ্বান জানিয়েছে। সূত্র: রয়টার্স



