চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে ফের বোমার সন্ধান – ইউ এস বাংলা নিউজ




চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে ফের বোমার সন্ধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:২৯ 28 ভিউ
চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের চিনিকল প্রতিষ্ঠানের চত্বরে আবারো কালো টেপ মোড়ানো বোমার সন্ধান পাওয়া গেছে। পুলিশের ধারণা, এটি ককটেল বোমা হতে পারে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটলে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে কেরু কোম্পানি চত্বরে একটি যুবক ছাগল চড়িয়ে যাচ্ছিলেন। তিনি প্রথমে কালো টেপ মোড়ানো একটি বোমা সাদৃশ্য বস্তু দেখতে পান এবং তা নিরাপত্তা কর্মীদের জানিয়ে দেন। জানা গেছে, প্রায় একই স্থান, অর্থাৎ ১০০ মিটার দূরেই পূর্বে একটি বোমা পাওয়া গিয়েছিল। এই খবর পাওয়ার পর পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। এদিকে, ১৩ ফেব্রুয়ারি,

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কেরু অ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন ক্লাবের পাশের ঝোপের মধ্যে লাল টেপ মোড়ানো একটি বস্তু দেখতে পান কোম্পানির নিরাপত্তা কর্মীরা। বোমা সন্দেহে তারা দ্রুত দর্শনা থানা পুলিশ এবং সেনাবাহিনীর ক্যাম্পে খবর দেন। এরপর দিনব্যাপী ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। পরে রাত ৯টার দিকে রাজশাহী থেকে র‍্যাব ৫-এর একটি বোমা নিস্ক্রিয়দল এসে বস্তুটি বিকট শব্দে বিস্ফোরিত করে। এ বিষয়ে স্থানীয় ও প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন ব্যক্তি জানান, শ্রমিক ইউনিয়ন নির্বাচন স্থগিত হওয়া নিয়ে পরিকল্পিতভাবে কেউ এই ঘটনা ঘটাচ্ছে। তাদের অভিযোগ, এই ঘটনার পেছনে কোনো পক্ষের হাত রয়েছে, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। দর্শনা থানা

পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহিদ তিতুমীর বলেন, আবারো একই ধরনের কালো টেপ মড়ানো বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গেছে। পূর্বের ককটেল বোমার সঙ্গে এই বস্তুটির হুবহু মিল রয়েছে। তবে আজকেরটি কালো টেপ মোড়ানো। আমরা রাজশাহী র‍্যাবের বোমা নিস্ক্রিয় টিমকে জানিয়ে ঘটনাস্থলে পাঠিয়েছি। তিনি আরো বলেন, গতবারের ঘটনায় কেরু কোম্পানি কর্তৃপক্ষ মামলা দায়ের করেছেন এবং আমরা এই ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতসহ ৪ দেশকে কঠোর হুমকি দিলেন ট্রাম্প জাকির নায়েকের প্রকাশ্যে বক্তব্য দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করল মালয়েশিয়া এবার টঙ্গীতে মুখোমুখি ছাত্রদল ও শিবির, পালটাপালটি কর্মসূচি দুই ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ে স’মিলের আগুন নিয়ন্ত্রণে চলন্ত বাসে ডাকাতি, বড়াইগ্রাম থানার ওসিকে প্রত্যাহার বরখাস্ত হচ্ছেন শেকৃবির ১৮ কর্মকর্তা-কর্মচারী এবার পুতিনকে ‘স্বৈরশাসক’ বললেন ইইউর শীর্ষ কূটনীতিক পশ্চিম তীরে আবারও ‘অভিযান’ চালানোর নির্দেশ নেতানিয়াহুর হামাসকে চরম মূল্য দিতে হবে: নেতানিয়াহুর হুঙ্কার দিল্লির ‘লেডি ডন’ কে এই জয়া খান ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের কুয়েট প্রশাসন ও ছাত্র রাজনীতিকে ‘লাল কার্ড’ বাকি এগারো মাস কেউ খোঁজ রাখেন না একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির লোমহর্ষক বর্ণনা ম্যাচ শেষে শামির পরামর্শ নিলেন তাসকিন প্রথম শুনানিতে আদালতে ইউন যুক্তরাজ্যে রেকর্ড ছাড়িয়েছে মুসলিমবিদ্বেষ ভারত নিয়ে ট্রাম্প মাস্কের ‘মতানৈক্য’ মালয়েশিয়ায় অনলাইন প্রতারণা: বাংলাদেশিসহ ৪৬ অভিবাসী গ্রেফতার