শাকিবের ‘দরদ’, দারুণ গল্পের করুণ নির্মাণ – ইউ এস বাংলা নিউজ




শাকিবের ‘দরদ’, দারুণ গল্পের করুণ নির্মাণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:০৪ 73 ভিউ
বেপরোয়া এক অটোচালক। একটি বাইকের পেছনে এলোমেলোভাবে ছুটছিল। একটু পরই সামনে আসে চালকের উদ্দেশ্য। বাইকে ধাক্কা দিয়ে নির্মমভাবে খুন করে বাইকের চালককে। কী এই খুনের কারণ? কে করে এই খুন? পরবর্তী দৃশ্যে দেখা যায়, ফাতেমা আর দুলু মিয়া মেলায় ঘুরে বেড়াচ্ছে। দুলু মিয়া ফাতেমার মুখে হাসি ফোটানোর জন্য নানা চেষ্টা করছে। কিন্তু ফাতেমার মুখে হাসি নেই। দুলু মিয়া একপর্যায়ে অনুরোধ করে বলে ওঠে, ‘একটু হাসো না, ফাতেমা। একবার। সারাটা দিন তোমার মুখে একটু হাসি দেখার জন্য কত কিছু করলাম।’ একনজরে সিনেমা: ‘দরদ’, পরিচালক: অনন্য মামুন জনরা: রোমান্টিক সাইকো থ্রিলার স্ট্রিমিং প্লাটফর্ম: আইস্ক্রিন রানটাইম: ২ ঘণ্টা ২১ মিনিট অভিনয়: শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার, রাজেশ শর্মা,

রাহুল দেব, ইমতু রাতিশ, সাফা মারওয়া অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমার শুরুটা এভাবেই হয়। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়। বড় উৎসব ছাড়াই গত বছরের ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। কিন্তু মুক্তির পর সিনেমাটি হলে বেশি দিন চলেনি। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে গত ১৬ জানুয়ারি মুক্তি পায় ‘দরদ’। মুক্তির আগে ছবিটি নিয়ে অনেক প্রত্যাশা ছিল দর্শকের। সেটা কতটা পূরণ করতে পারল সিনেমাটি? প্রথমে আসা যাক গল্প নিয়ে। রহস্য, নিষ্ঠুরতা, ক্রমিক খুনি, প্রেম মিলিয়ে ‘দরদ’-এর ট্রেলার ভক্তদের মধ্যে সাড়া ফেলেছিল। ভারতের বেনারসের অলিগলি, গঙ্গার তীর, সিনেমার গানে যেভাবে ‘দরদ’–এর গল্প ফুটে উঠেছিল, তা বেশ আশাব্যঞ্জক ছিল। কিন্তু সিনেমার শুরু

থেকেই গল্পের মধ্যে খাপছাড়া ভাব ছিল স্পষ্ট। মনে হচ্ছিল, অনেকগুলো টুকরো টুকরো অংশ দেখানো হচ্ছে। প্রথমার্ধের কিছু অংশ দেখার পর যখন অবশেষে কাহিনি গতি পায়, সিনেমাটি একপর্যায়ে বেশ উপভোগ্য হয়ে ওঠে। একের পর এক খুনের ঘটনা আর মারপ্যাঁচে কাহিনি আগায় ভালো গতিতেই। শাকিব খান আর সোনাল চৌহানের রসায়নও একটা সময় বেশ উপভোগ্য হয়ে ওঠে। কিন্তু সিনেমার দ্বিতীয় অংশে রহস্য যখন উন্মোচিত হওয়ার সময় আসে, তখন আবার কাহিনি গতি হারায়। তবে এবার নির্মাতা একেবারেই ব্যর্থ রোমাঞ্চ ধরে রাখতে। প্রথম দিকে নানা ছোট ছোট ঘটনা দেখিয়ে যেভাবে গল্প বোনা হচ্ছিল, তার বেশির ভাগ টুকরা জোড়া লাগাতে নির্মাতা কোনো নজরই দেননি। যেসব চরিত্র সিনেমা

দেখার আগ্রহ বাড়াচ্ছিল, সেগুলোই হারিয়ে যায় সিনেমা থেকে। ক্লাইম্যাক্সে নির্মাতা চমক দেখাতে চাইলেও একের পর এক অসামঞ্জস্যতায় দৃশ্যটি মোটেও ছাপ ফেলেনি দর্শকের মনে। বরং সিনেমা দেখতে গিয়ে বারবার মনে হচ্ছিল, একটি দারুণ গল্পের কী দুর্বল নির্মাণ! ‘দরদ’ সিনেমায় রাজেশ শর্মা, রাহুল দেব, পায়েল সরকারের মতো অভিনেতা-অভিনেত্রীরা থাকলেও তাঁদের কারও অভিনয় ছাপ ফেলতে পারেনি। তারকা অভিনেতা থাকা মানেই যে ভালো সিনেমা, সে কথা ভুল প্রমাণ করতে চেষ্টার কমতি রাখেনি ‘দরদ’। সিনেমাটিতে দেখার মতো অভিনয় করেছেন কেবল শাকিব খান। চরিত্রের বাঁকবদলে তিনি নিজেকে বারবার বদলে তাঁর সেরাটা তুলে ধরেছেন। তাই সিনেমা দেখার একপর্যায়ে আপনার মনে হতেই পারে, এ যেন শুধুই শাকিব খানের সিনেমা। কারণ, সিনেমাটি

দেখার পর দুলু মিয়া ছাড়া আর কেউ দাগ কেটে যেতে পারে না সেভাবে। শাকিবের বিপরীতে সোনাল চৌহান ছিলেন একেবারেই সাদামাটা। কোনো কোনো চরিত্রে তাঁদের রসায়ন মানানসই লাগছিল, আবার কোথাও যেন খাপছাড়া! তবে সোনালের বাংলা ডাবিং নিয়ে কথা বলতেই হয়। তাঁর ডাবিং একেবারেই মানায়নি। তাঁর সংলাপে আবেগ ছিল না বললেই চলে। তবে নবাগত অভিনেত্রী হিসেবে সাফা মারওয়া বেশ ভালো অভিনয় করেছেন। শুধু শিল্পী নির্বাচনে নয়, প্রতিটি স্পট দেখে বারবার মনে হয়েছে, নির্মাণে আরও মনোযোগী হতেই পারতেন পরিচালক অনন্য মামুন। বেনারসের মতো জমজমাট একটি জায়গাকে যেন ঠিকঠাক ব্যবহার করতে পারেননি নির্মাতা। আবহ সংগীতে সাসপেন্স, রোমাঞ্চ কিংবা দুঃখের অনুভূতি আনতে অনেকটাই ব্যর্থ হয়েছে বলা যায়।

সংগীত পরিচালক আরাফাত মেহমুদ গানের দিকে নজর দিলেও আবহ সংগীতে গল্পের সুর বাঁধতে পারেননি। ১২ ফেব্রুয়ারি ২০২৫ এই ভূত সেই ভূত নয় সিনেমাটি মুক্তির আগে পরিচালক একের পর এক প্রত্যাশার কথা শুনিয়েছেন দর্শকদের; কিন্তু এর বেশির ভাগই পূরণ করতে পারেননি। তাই অনেক সম্ভাবনা থাকার পরও ‘দরদ’ শেষ পর্যন্ত একটি গড়পড়তা সিনেমা হয়েই থাকল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একযোগে ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের বড় পদক্ষেপ নির্যাতনসহ নানা অভিযোগে পুলিশের আরও ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত সেমিফাইনালে খেলবে না ভারত, ফাইনালে পাকিস্তান বাংলাদেশের আমদানির ঘোষণায় চালের দাম বাড়লো ভারতে কুমিল্লার মুরাদনগরে বিএনপি-এনসিপি সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ৭১ গোপালগঞ্জে সেনাবাহিনীর বর্বরতা – ৭১ সালের পাকিস্তানি সেনা বর্বরতাকে হার মানায়। ‘Ekattorer Prohori Foundation, USA’ condemns heinous attack on minority Hindu community in Rangpur ডিম নিক্ষেপ করতে এসে ছাত্রদলের ৫ নেতাকর্মী আটক শাবিতে নেই জরুরি সেবা, ভোগান্তিতে শিক্ষার্থীরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের বড় পদক্ষেপ গাজার একাংশ দখলের ইঙ্গিত ইসরাইল মন্ত্রীর মাইলফলক স্পর্শ করে মুগ্ধ সাগর-হিমেল সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি বাংলাদেশ ব্যাংকের জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে সুনামির আঘাত ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বানে ১৫ দেশের যৌথ বিবৃতি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে মাল্টা ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিল জাপান ইসরাইলের দুই মন্ত্রীর নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ করা হলো