![](https://usbangla24.news/wp-content/themes/pitwmeganews/pitw-assets/pitw-image/user_default.png)
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/image-529918-1739253277.jpg)
‘ওরে পরী মানে ডানাওয়ালা পরী, পরীমনি না’
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/Untitled-8-67acd5c10222a.jpg)
রামচরণের সন্তান নিয়ে বাবা চিরঞ্জীবীর মন্তব্যে বিতর্কের ঝড়
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/08-2502121355.webp)
ভালোবাসা দিবসের আগে ক্যাটরিনাকে বিচিত্র প্রাণী বললেন স্বামী, কারণ কি?
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/৯-12-2502120638.webp)
কেন রাতের আঁধারে ছেড়েছিলেন বাংলাদেশ? ইয়াশা এবার জানালেন চাঞ্চল্যকর তথ্য
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/11zon_resized-9-2502120933.jpg)
ছেলেদেরকে জিজ্ঞেস করেন যে আমি সিঙ্গেল কেন?
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/image-529912-1739243057.webp)
তাহসানের সঙ্গে বন্ধুত্ব রয়েছে : মিথিলা
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/image-530179-1739332886.jpg)
আমি বিবাহিত, পাগলামি করবেন না : পিয়া জান্নাতুল
অতীতের বিতর্কিত পোস্টের জন্য ক্ষমা চাইলেন সোফিয়া
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/Sofiagascon-67acbec3d562d.jpg)
‘এমিলিয়া পেরেজ’ সিনেমার অভিনেত্রী কারলা সোফিয়া গাসকন। অস্কারে ইতিহাস তৈরি করার আনন্দ উদযাপন করার কথা এই ট্রান্সজেন্ডার অভিনেত্রীর। তবে তা থেকে বিরতি নিয়ে অতীতে দেওয়া সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।
সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে সোফিয়া বলেছেন, আমার অতীত সোশ্যাল মিডিয়া পোস্টগুলোর কারণে যে আলোচনার সৃষ্টি হয়েছে এবং যেগুলো কিছু মানুষের মনে কষ্ট দিয়েছে, তা আমি স্বীকার করছি। প্রান্তিক জনগণের একজন সদস্য হিসেবে আমি এই কষ্ট খুব ভালোভাবে অনুভব করি এবং আমি গভীরভাবে দুঃখিত তাদের জন্য, যাদেরকে আমি কষ্ট দিয়েছি। আমি সারা জীবন একটা ভালো পৃথিবী তৈরির জন্য সংগ্রাম করেছি। আমি বিশ্বাস করি, আলো সবসময় অন্ধকারের ওপর বিজয়ী হবে’।
অস্কারের
অভিনয় বিভাগে মনোনীত হওয়া প্রথম খোলামেলা ট্রান্সজেন্ডার এই অভিনেত্রী তার অতীত সোশ্যাল মিডিয়া পোস্টগুলোতে মুসলিমদের পোশাক, জর্জ ফ্লয়েডের মৃত্যু, এমনকি অস্কার নিয়েও সমালোচনা করেছিলেন। এগুলোর মধ্যে এক পোস্টে তিনি জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বলেছিলেন, ‘সত্যি বলতে আমি মনে করি, খুব কম মানুষই কখনো জর্জ ফ্লয়েডকে নিয়ে চিন্তা করেছে। সে একজন মাদকাসক্ত প্রতারক। কিন্তু তার মৃত্যু আবারও দেখিয়ে দিয়েছে যে, কিছু মানুষ এখনো কৃষ্ণাঙ্গদের অধিকারহীন মনে করে এবং পুলিশকে খুনি বলে মনে করে’। ২০২১ সালে করোনা মহামারীর মধ্যে অনুষ্ঠিত অস্কার নিয়ে সোফিয়া লিখেছিলেন, ‘অস্কারের আয়োজনগুলো স্বাধীন এবং প্রতিবাদী চলচ্চিত্রের মঞ্চ হয়ে যাচ্ছে। আমি জানি না আমি আফ্রো-কোরিয়ান উৎসব, নাকি ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন,
না ৮ মার্চের দিবস পালন দেখছিলাম‘। এছাড়াও তিনি ইসলাম এবং মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধেও বেশকিছু মন্তব্য করে সমালোচিত হন। যেমন ২০১৬ সালে একটি পোস্টে লিখেছিলেন, ‘ইসলাম মানবতার জন্য একটি সংক্রামক রোগের কেন্দ্র হয়ে উঠছে, যার তাড়াতাড়ি চিকিৎসা করা দরকার’। গাসকন তার নেটফ্লিক্স সিনেমা ‘এমিলিয়া পেরেজ’-এ একজন মাদক সম্রাটের চরিত্রে অভিনয় করেছেন। যিনি কিনা লিঙ্গ পুনর্বিন্যাস সার্জারির জন্য সংগ্রাম করেন। আর এজন্য তিনি সেরা অভিনেত্রী হিসেবে অস্কারের জন্য মনোনীত হন। সূত্র: সিএনএন
অভিনয় বিভাগে মনোনীত হওয়া প্রথম খোলামেলা ট্রান্সজেন্ডার এই অভিনেত্রী তার অতীত সোশ্যাল মিডিয়া পোস্টগুলোতে মুসলিমদের পোশাক, জর্জ ফ্লয়েডের মৃত্যু, এমনকি অস্কার নিয়েও সমালোচনা করেছিলেন। এগুলোর মধ্যে এক পোস্টে তিনি জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বলেছিলেন, ‘সত্যি বলতে আমি মনে করি, খুব কম মানুষই কখনো জর্জ ফ্লয়েডকে নিয়ে চিন্তা করেছে। সে একজন মাদকাসক্ত প্রতারক। কিন্তু তার মৃত্যু আবারও দেখিয়ে দিয়েছে যে, কিছু মানুষ এখনো কৃষ্ণাঙ্গদের অধিকারহীন মনে করে এবং পুলিশকে খুনি বলে মনে করে’। ২০২১ সালে করোনা মহামারীর মধ্যে অনুষ্ঠিত অস্কার নিয়ে সোফিয়া লিখেছিলেন, ‘অস্কারের আয়োজনগুলো স্বাধীন এবং প্রতিবাদী চলচ্চিত্রের মঞ্চ হয়ে যাচ্ছে। আমি জানি না আমি আফ্রো-কোরিয়ান উৎসব, নাকি ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন,
না ৮ মার্চের দিবস পালন দেখছিলাম‘। এছাড়াও তিনি ইসলাম এবং মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধেও বেশকিছু মন্তব্য করে সমালোচিত হন। যেমন ২০১৬ সালে একটি পোস্টে লিখেছিলেন, ‘ইসলাম মানবতার জন্য একটি সংক্রামক রোগের কেন্দ্র হয়ে উঠছে, যার তাড়াতাড়ি চিকিৎসা করা দরকার’। গাসকন তার নেটফ্লিক্স সিনেমা ‘এমিলিয়া পেরেজ’-এ একজন মাদক সম্রাটের চরিত্রে অভিনয় করেছেন। যিনি কিনা লিঙ্গ পুনর্বিন্যাস সার্জারির জন্য সংগ্রাম করেন। আর এজন্য তিনি সেরা অভিনেত্রী হিসেবে অস্কারের জন্য মনোনীত হন। সূত্র: সিএনএন