![](https://usbangla24.news/wp-content/themes/pitwmeganews/pitw-assets/pitw-image/user_default.png)
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/ben-gvir-1739157486.webp)
মধ্যপ্রাচ্যের ‘হাসির পাত্র’ হয়ে উঠেছে ইসরায়েল: বেন-গভির
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/untitled-5-1739152650.jpg)
লিবিয়ায় দুই গণকবর থেকে প্রায় ৫০ অভিবাসী-শরণার্থীর মরদেহ উদ্ধার
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/niu-1739167957.webp)
নির্বাসন ঠেকাতে ৫০ মিলিয়ন ডলার খরচ করবে ক্যালিফোর্নিয়ার গভর্নর
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/untitled-18-1739173550.webp)
যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে চীনের পাল্টা কর আজ থেকে কার্যকর হচ্ছে
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/Railbus-67aa301953036.jpg)
দুবাইয়ে চালু হলো রেল বাস
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/trump-67aa2ef2d131d.jpg)
ইরানকে নতজানু করার ষড়যন্ত্র করছেন ট্রাম্প
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/China-67aa206f2b728.jpg)
চীনে বিয়ের হার কমল ২০ শতাংশ
ট্রাম্পের ‘সর্বোচ্চ চাপ’ কৌশল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/Trump-iran-67a896a14f32e.jpg)
ইরানের পেট্রোলিয়াম মন্ত্রী মোহসেন পাকনেজাদ বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘সর্বোচ্চ চাপ’ কৌশল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সর্বোচ্চ চাপ’ কৌশল, যার লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা। সেটি কেবল একটি দুঃস্বপ্ন, যা কখনো বাস্তবায়িত হবে না।
ইরানী বার্তা সংস্থা মেহের নিউজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পাকনেজাদ বলেন, ‘ট্রাম্পের সর্বোচ্চ চাপ দেওয়ার কৌশল ইতোপূর্বেও ব্যর্থ হয়েছে এবং এটি আবারও কোনো ফলাফল বয়ে আনবে না’।
তিনি ইরানের তেল শিল্প এবং তেল-গ্যাস ক্ষেত্রে আত্মনির্ভরশীলতার ওপর জোর দেন। বলেন, ‘আমরা আমাদের নিজস্ব সক্ষমতার ওপর নির্ভর করছি এবং মার্কিন নিষেধাজ্ঞা আমাদের শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না’।
ট্রাম্পের প্রতিক্রিয়া
ডোনাল্ড ট্রাম্প তার
প্রথম দফা শাসনামলে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ কৌশল চালু করেছিলেন। দ্বিতীয়বার ক্ষমতায় এসেও প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডাম স্বাক্ষর করে সেই প্রচেষ্টা পুনরায় শুরু করেছেন। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি এটি স্বাক্ষর করতে চাইনি। তবে আমাকে অবশ্যই শক্তিশালী ও দৃঢ় অবস্থানে থাকতে হবে’। ট্রাম্প আরও দাবি করেন, ‘আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই। তবে দেখা যাক এটি সম্ভব হয় কি না’। সেই সঙ্গে তিনি স্বীকার করেন যে, ‘আমি এই মেমোরেন্ডাম স্বাক্ষর করে খুশি নই। তবে আমাদের কাছে খুব বেশি বিকল্প নেই’। এ বিষয়ে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রী পাকনেজাদ স্পষ্ট করে বলেন, ‘মার্কিন চাপ সত্ত্বেও ইরানের তেল রপ্তানি এবং অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত থাকবে’।
প্রথম দফা শাসনামলে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ কৌশল চালু করেছিলেন। দ্বিতীয়বার ক্ষমতায় এসেও প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডাম স্বাক্ষর করে সেই প্রচেষ্টা পুনরায় শুরু করেছেন। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি এটি স্বাক্ষর করতে চাইনি। তবে আমাকে অবশ্যই শক্তিশালী ও দৃঢ় অবস্থানে থাকতে হবে’। ট্রাম্প আরও দাবি করেন, ‘আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই। তবে দেখা যাক এটি সম্ভব হয় কি না’। সেই সঙ্গে তিনি স্বীকার করেন যে, ‘আমি এই মেমোরেন্ডাম স্বাক্ষর করে খুশি নই। তবে আমাদের কাছে খুব বেশি বিকল্প নেই’। এ বিষয়ে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রী পাকনেজাদ স্পষ্ট করে বলেন, ‘মার্কিন চাপ সত্ত্বেও ইরানের তেল রপ্তানি এবং অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত থাকবে’।