তিন জিম্মিকে আজ মুক্তি দেবে হামাস – ইউ এস বাংলা নিউজ




তিন জিম্মিকে আজ মুক্তি দেবে হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:১৩ 35 ভিউ
গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির অধীনে তিন জিম্মিকে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) মুক্তি দেবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে ইসরাইলি কারাগারে বন্দি থাকা ১৮৩ ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে আজ। হামাসের পক্ষ থেকে জিম্মি তিনজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন- এলি শারাবি, ওহাদ বেন আমি এবং ওর লেভি। তারা সবাই বেসামরিক ব্যক্তি। হামাসের পক্ষ থেকে আজ মুক্তি পেতে যাওয়া এই তিনজনের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর। তারা জানিয়েছে, এই তিনজনের পরিবারকে তাদের স্বজনদের মুক্তির কথা জানানো হয়েছে। গত ১৯ জানুয়ারি ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পর থেকে এখন পর্যন্ত ১৮ জন জিম্মিকে মুক্তি

দিয়েছে হামাস। ইসরাইলের পক্ষ থেকেও ৩৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করা হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের জন্য নির্ধারিত ৩ সপ্তাহের সময়সীমায় হামাসের পক্ষ থেকে আরও ৩৩ জন জিম্মি এবং ইসরাইলের পক্ষ থেকে ১ হাজার ৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। যদিও ইসরাইল বলছে, ওই ৩৩ জিম্মির মধ্যে ৮ জন মারা গেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে হামলা চালায় হামাস। এতে নিহত হন ১ হাজার ২০০ মানুষ আর জিম্মি করে গাজায় আনা হয় ২৫০ জনেরও বেশি মানুষকে। এর প্রতিশোধে ওই দিনই গাজায় পাল্টা হামলা চালায় ইসরাইলি বাহিনী। দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে। জাতিসংঘ

জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজার দুই-তৃতীয়াংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে ‘বঙ্গবন্ধু বইমেলা’ ২৪-২৫ মে নিজাম হাজারীর মতো তার স্ত্রীরও অঢেল অর্থ-সম্পদ ছাড়া পেলেন উপদেষ্টাকে বোতল ছুড়ে মারা সেই শিক্ষার্থী ঐক্যের দোহাই দিয়ে নারীর অধিকার অস্বীকার করা যাবে না নেপালকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ জবি শিক্ষক-শিক্ষার্থীরা গণঅনশনে, কাকরাইল মাতাচ্ছেন কবিতা স্লোগানে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা চান জেলেনস্কি আসছেন সেই ফাহমিদুল, এবার সুযোগ পাবেন তো? ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, জনমনে আতঙ্ক ‘মুলা না বোতল’, জবির আন্দোলনে অংশ নিয়ে দীপ্তি চৌধুরীর স্লোগান অফিসার নেবে ব্র্যাক ব্যাংক, স্নাতক পাশে আবেদন নেত্রকোনায় ২৩৮ বোতল ভারতীয় মদ জব্দ নাশকতা মামলায় জেলা কৃষক লীগের সভাপতি গ্রেফতার বিশেষ অভিযানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ৩১ সবজির দাম কিছুটা কমলেও বেড়েছে ডিমের দাম রিলে পাকিস্তানি গায়কের গান দিয়ে সমালোচনার মুখে কঙ্গনা ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাধা কোথায়: নজরুল ইসলাম খান তিন দফা দাবি আদায়ে কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের সমাবেশ শুরু সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে ৭ দিনে আটক ২০০ ৫ উপায়ে সহজেই কমান বিদ্যুৎ বিল