ট্রাম্পের আগ্রাসী শুল্কনীতির মোকাবিলায় যা করতে পারে চীন – ইউ এস বাংলা নিউজ




ট্রাম্পের আগ্রাসী শুল্কনীতির মোকাবিলায় যা করতে পারে চীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩৬ 61 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনৈতিক শক্তি চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আরোহণ করে সে ধারা বজায় রেখেছেন তিনি। সম্প্রতি চীনের ওপর বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে তার প্রশাসন। চীন বলেছে, এমন বাণিজ্য যুদ্ধে কেউ বিজয়ী হয় না। বিশ্লেষকরাও একই সুরে বলছেন, দুই দেশের নাগরিকদের জন্য শুধুই ভোগান্তি বাড়াবে ট্রাম্পের এই শুল্কবৃদ্ধির সিদ্ধান্ত। চীনের মতো দুই প্রতিবেশি কানাডা এবং মেক্সিকোর ওপর-ও শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। যদিও এক সমঝোতার আওতায় ওই দুই দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত এক মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। তবে চীনের সঙ্গে তেমন কোনো সমঝোতায় আসার সম্ভাবনা নেই

বললেই চলে। তাই চীনকে এখন ভাবতে হবে, কীভাবে তারা ট্রাম্পের আগ্রাসী শুল্কনীতির বিরুদ্ধে লড়াই করবে। মুডি’স অ্যানালিটিকসের চীন ও অস্ট্রেলিয়া ইকোনমিকস প্রধান হ্যারি মারফি ক্রুজ বলেন, ‘বাণিজ্য যুদ্ধ যদি শুরু হয়েই যায়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উৎপাদনের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খনিজের ওপর শুল্ক বাড়াতে পারে চীন বা সেসবের রপ্তানি নিয়ন্ত্রণ করতে পারে। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য নিজেদের বাজার সীমিত করতে পারে তারা। এছাড়া ইউয়ানের অবমূল্যায়নও কাজে দিতে পারে।’ তবে বাণিজ্য যুদ্ধে দিনশেষে কেউই লাভবান হয় না উল্লেখ করে ক্রুজ যোগ করেন, ‘ট্রাম্পের প্রথম মেয়াদে বাণিজ্য যুদ্ধের সময় পালটাপালটি শুল্ক আরোপের মতো পদক্ষেপ কারো কাজে আসেনি। উল্টো এর ফলে দুই দেশের-ই প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়।’ এদিকে কোনো কোনো

বিশ্লেষক বলছেন, ট্রাম্পের আরোপিত ১০ শতাংশ শুল্কে আসলে চীনের বড় কোনো ক্ষতি হবে না। পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রতিনিধি ঝ্যাং ঝিওয়েই যেমন বলেছেন, ‘এই ১০ শতাংশ শুল্ক চীনের অর্থনীতির জন্য বড় কোনো দুঃসংবাদ নয়। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের বিষয়টি বিবেচনায় নিয়েই চীন তাদের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তাই এর ফলে বড় কোনো পরিবর্তন আসবে না।’ তাই এখন চীন চাইলে ট্রাম্পের এই আগ্রাসী শুল্কনীতির নাচন দেখেও না দেখার ভান করতে পারে। কিন্তু ট্রাম্প যে ১০ শতাংশ শুল্ক আরোপ করেই থেমে নেই। চীনের ব্যবসা-বাণিজ্যের ‘বারোটা বাজাতে’ আদাজল খেয়ে নেমেছেন তিনি। এরই মধ্যে চীনের ব্যবসা সম্পর্কে আরও বড় পরিসরে গবেষণার উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী ১

এপ্রিল নাগাদ সে গবেষণা প্রতিবেদন ট্রাম্পের ডেস্কে পৌঁছে দেবেন দায়িত্বশীলরা। সে প্রতিবেদন বিশ্লেষণ করে চীনের ওপর দ্বিতীয় পর্যায়ের শুল্ক আরোপের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। প্রথম দফায় ট্রাম্পের ১০ শতাংশের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যদি কিছু না-ও করে চীন, দ্বিতীয় দফায় তাদের কিছু একটা করতেই হবে। শুল্ক-ঝড় মোকাবিলায় তখন চীনের পদক্ষেপ কেমন হতে পারে, সে সম্পর্কে ধারণা দিয়ে ইউবিএস-র অর্থনীতিবিদরা বলেন, ‘চীন হয়ত সেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে, রয়েসয়ে পালটা পদক্ষেপ নিতে পারে। নির্দিষ্ট কিছু কৃষিপণ্য, অটো পার্টস এবং বিদ্যুতের ওপর শুল্ক আরোপের বিষয়ে ভেবে দেখতে পারে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ নিয়ে হইচইয়ের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন রুক্মিণী রুমিন ফারহানার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণের দাবি এনসিপির নেপালকে হারিয়ে জয়ে ফিরল বাংলাদেশ পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর ভজঘটভাবে দেশ চলছে: জিএম কাদের রাশিয়ার পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা ইউক্রেনের তরতরিয়ে বাড়ছে আফগানি মুদ্রার মান পরিচয় মিলেছে ভারতে গ্রেফতার বাংলাদেশি পুলিশ কর্মকর্তার মার্কিন শুল্ক চাপে ভারতের নতুন কৌশল কি কাজ দেবে? আমি চাই নারীকে শুধু মানুষ হিসেবেই দেখা হোক: রুনা খান শ্রাবন্তীর লেহেঙ্গায় মুগ্ধ ভক্তরা আরও ১৪ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি সিংহ শিকারের জন্য বেরিয়ে আসে, মোদিকে ওপেন চ্যালেঞ্জ বিজয়ের সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে আটকে দিচ্ছে পেন্টাগন ‘দৈত্যকায়’ ফুটবলার পাভেল : কে তিনি, কেন আলোচনায় গাজার পক্ষে থাকতে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি যেসব চুক্তি-সমঝোতা স্মারক সই হলো বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ইয়েমেনের নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে মহাদুশ্চিন্তায় ইসরায়েল ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সরকারি ছুটি কবে?