পরমাণু অস্ত্র নিয়ে আবারও হুমকি রাশিয়ার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫
     ১১:৫১ অপরাহ্ণ

পরমাণু অস্ত্র নিয়ে আবারও হুমকি রাশিয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ | ১১:৫১ 78 ভিউ
যুক্তরাষ্ট্র যদি তার বৈশ্বিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন অব্যাহত রাখে তাহলে রাশিয়া তার পরমাণু অস্ত্রের পরিমাণগত সীমাবদ্ধতা তুলে নিতে পারে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ রাষ্ট্রদূত গ্রিগরি মাশকভ বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল আফেয়ার্স জার্নালে প্রকাশিত এক নিবন্ধে এ মন্তব্য করেন। মাশকভ বলেন, বর্তমান পরিস্থিতিতে কেবল দ্বিপাক্ষিক দৃষ্টিকোণ থেকে কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনা করা আর সম্ভব নয়। এতে আমরা আরেকটি বিভ্রান্তির মধ্যে পড়তে পারি। তার মতে, আন্তর্জাতিক অঙ্গনে এমন অনেক নতুন শক্তি আবির্ভূত হয়েছে, যারা বৈশ্বিক ক্ষেপণাস্ত্র ভারসাম্যে প্রভাব ফেলছে। পশ্চিমা দেশগুলোর কৌশলগতভাবে রাশিয়াকে ক্ষতিগ্রস্ত করার নীতির কারণে আমরা পরমাণু ও ক্ষেপণাস্ত্র অস্ত্রভাণ্ডারের ওপর আরোপিত সীমাবদ্ধতা থেকে সরে এসে এর পরিমাণগত ও প্রযুক্তিগত সম্প্রসারণের প্রয়োজনীয়তার

মুখোমুখি হতে পারি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিশেষ রাষ্ট্রদূত ব্যাখ্যা করে বলেন, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন কৌশলগত আক্রমণাত্মক অস্ত্র হ্রাস ও পূর্ববর্তী শর্তে কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার সম্ভাবনাকে ‘সম্পূর্ণভাবে বিনষ্ট’ করে দিয়েছে। নতুন অস্ত্র প্রতিযোগিতা ও মহাকাশ সামরিকীকরণ একটি ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতা ইতোমধ্যে পুরোদমে চলছে উল্লেখ করে মাশকভ বলেন, পাশাপাশি পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও গণবিধ্বংসী অস্ত্রের (WMD) বাহকগুলোর ব্যাপক আধুনিকায়নও চলছে। মহাকাশের সামরিকীকরণও গতি পাচ্ছে। যা নিকট ভবিষ্যতে সামরিক দ্বন্দ্বের নতুন ক্ষেত্র হয়ে উঠতে পারে। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম কম্পিউটারের মতো নতুন প্রযুক্তিকে কৌশলগত ক্ষেত্রে শত্রুর ক্ষমতা বাড়ানোর উপাদান হিসেবে উল্লেখ করেন। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে পরিবর্তনের ইঙ্গিত মাশকভ

বলেন, প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে পরমাণু অস্ত্র প্রসারের বিরোধী চুক্তি (NPT)-এর নির্দিষ্ট কিছু বিষয়বস্তু পুনর্মূল্যায়ন করা হতে পারে। তিনি উল্লেখ করেন যে, ২০০০ সালের পর্যালোচনা সম্মেলনের চূড়ান্ত নথিতে অন্তর্ভুক্ত সপ্তম অনুচ্ছেদ, যা এবিএম (Anti-Ballistic Missile) চুক্তির সংরক্ষণ ও শক্তিশালীকরণের কথা বলেছিল। তা কার্যত অর্থহীন হয়ে গেছে। কারণ মার্কিন প্রশাসন তা বাতিল করেছিল। রুশ কূটনীতিক আরও বলেন, আমাদের স্বচ্ছতা ও আস্থা-নির্মাণের প্রতিশ্রুতিগুলোর নতুন করে মূল্যায়ন করতে হবে এবং পরমাণু ঝুঁকি ও হুমকি নিয়ে আলোচনা স্থগিত করতে হবে। যা বর্তমানে পশ্চিমা দেশগুলোর ক্রমবর্ধমান কৌশলগত ও অ-কৌশলগত পরমাণু প্রতিরোধ ব্যবস্থা দুর্বল করার প্রচেষ্টার সামনে অর্থহীন হয়ে পড়েছে। রাশিয়ার পরিবর্তিত কৌশল নিবন্ধের শেষ দিকে তিনি বলেন, আমরা অস্ত্র

নিয়ন্ত্রণ, নিরস্ত্রীকরণ ও বিস্তার রোধের অন্যান্য ক্ষেত্রগুলোর বিষয়ে নতুনভাবে ভাবতে বাধ্য হবো। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে এই বিষয়গুলোকে আরও ভালোভাবে সামঞ্জস্য করা প্রয়োজন। শুধু সেই ক্ষেত্রেই তাদের সঙ্গে সহযোগিতা করা যৌক্তিক হবে, যেখানে আমাদেরও সমান স্বার্থ রয়েছে। সূত্র: তাস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নবজাগরণে জ্বলে উঠুক বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকায় স্বতঃস্ফূর্ত মিছিল: অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে রাজপথে আওয়ামী লীগ, ১০ মাসে গ্রেপ্তার ৩ হাজার বিশ্ববাজারে গমের দাম কমতে কমতে অর্ধেকে নামলেও দেশে আটার দাম আকাশছোঁয়া, এই বৈষম্য কমবে কবে? বিশ্ব মিডিয়ায় শেখ হাসিনার সদর্প উপস্থিতি, ডিপ স্টেটের গভীর ষড়যন্ত্র এবং স্বদেশ প্রত্যাবর্তন ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে ঢাকার ৪০ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল রাউজান-গাজীপুরে বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র থানা লুটের প্রখ্যাত অর্থনীতিবিদ ও নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য বিভিন্ন পশ্চিমা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। অক্টোবরে হেফাজতে মৃত্যু ও অজ্ঞাতনামা লাশ উদ্ধার বৃদ্ধি, মানবাধিকার পরিস্থিতি ‘উদ্বেগজনক’ অধস্তন আদালতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে মঙ্গলবার বসছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা জুলাই আন্দোলন বিপ্লব নয়, এটি ছিল বাংলাদেশে সন্ত্রাসী হামলা: শেখ হাসিনা জমি দখলের অভিযোগ আসলাম চৌধুরীর ভাইয়ের বিরুদ্ধে জুলাই আন্দোলন বিপ্লব নয়, এটি ছিল বাংলাদেশে সন্ত্রাসী হামলা: শেখ হাসিনা ১০ মাসে ১৩০০ মিছিল, দমন-পীড়নে ৭০০ নেতা-কর্মী নিহত নামাজ পড়ে বাসার ছাদে যান সিলেটের আ. লীগ নেতা, সিঁড়ির পাশে মিলল রক্তাক্ত মরদেহ আজকের স্বর্ণের দাম: ১ নভেম্বর ২০২৫ সেন্টমার্টিনে যাওয়ার অনুমতি পেলেও চলবে না জাহাজ তীব্র অর্থ সংকটে সরকার ৬ হাজার কোটি টাকায়ও অপূর্ণ আন্তর্জাতিক স্বপ্ন জাটকা ইলিশ ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু ১ নভেম্বর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা