কিডনি ভালো রাখতে যে ৫ সবজি খাদ্যতালিকায় রাখুন – ইউ এস বাংলা নিউজ




কিডনি ভালো রাখতে যে ৫ সবজি খাদ্যতালিকায় রাখুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ | ৪:০৪ 68 ভিউ
আপনার কিডনি ভালো রাখার জন্য অতিরিক্ত পানি পান করে থাকেন। প্রচুর পরিমাণে পানি খাওয়া ভালো। কিন্তু পানি খেলে কি সব সমস্যার সমাধান হয়। হয় না। বিশেষ করে শীতকালে পানি কম খাওয়া হয়। এ জন্য কিছু ঘটতি থাকে। তাই আরও কিছু প্রয়োজন হয়। আর আমরা সবাই কমবেশি শীতকালে পানি খেয়ে থাকি। তাই পুষ্টিবিদরা বলছেন, শীতকালে খাদ্যতালিকায় এমন কিছু খাবার রাখা প্রয়োজন, যা বিকল্প পথে শরীরে পানির জোগান দেয়। বিশেষজ্ঞরা বলছেন, কিডনির অতিরিক্ত কাজ করতে হয়। যার ফলে পানির অভাবে কিডনির সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সে জন্য পাঁচ সবজি আপনার কিডনির সমস্যার দূর করতে সহায়ক হতে পারে। তা হলো— বিট,

ক্র্যানবেরি, মিষ্টি আলু, রসুন ও পালংশাক আপনার কিডনিকে সুস্থ রাখবে। জেনে নিন যে পাঁচ সবজির গুণাগুণ ও বৈশিষ্ট্য— বিট: রক্ত পরিশুদ্ধ করার কাজে শীতকালীন এ সবজির জুড়ি মেলা ভার। এতে রয়েছে হাই ফাইবার। বিটকে তাই সালাদ কিংবা স্যুপ হিসাবে খেতে পারেন। শীতকালে বাজারে গেলে সবচেয়ে বেশি নজরে পড়ে বিট। দামও মধ্যবিত্তের নাগালের মধ্যে। পুষ্টিবিদরা বলছেন, শীতকালীন খাদ্যতালিকায় বিট থাকা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ বিটের খাদ্যগুণ অনেক। বিট খুব দ্রুত হজম হয়। ক্র্যানবেরি: প্রস্রাবে সংক্রমণ মূলত কিডনির সমস্যার প্রাথমিক লক্ষণ। তাই সে সমস্যা রুখতে আজই খাদ্যতালিকায় ক্র্যানবেরি রাখা প্রয়োজন। পুষ্টিবিদরা বলছেন, প্রতিদিন এক গ্লাস করে ক্র্যানবেরির জুস খেতে পারেন। আর না হলে ক্র্যানবেরি ফল হিসাবে

চিবিয়ে খেতে পারেন। তাতে কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা কমবে অনেকটাই। মিষ্টি আলু: মিষ্টি আলু ভিটামিন এ, সি, ফাইবার ও পটাশিয়াম সমৃদ্ধ। এ সবজি অত্যন্ত পুষ্টিকর। রক্তচাপ নিয়ন্ত্রণ ও কিডনিকে ভালো রাখার জন্য মিষ্টি আলুর কোনো বিকল্প নেই। শীতকালীন খাদ্যতালিকায় তাই অবশ্যই মিষ্টি আলু থাকা প্রয়োজন। রসুন: যে কোনো খাবারের স্বাদ বৃদ্ধিতে রসুনের ভূমিকা যথেষ্ট। রক্তচাপ ও রক্তে কোলেস্টেরেলের মাত্রা নিয়ন্ত্রণে রসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত দিয়েছেন পুষ্টিবিদরা। তাই শীতের খাদ্যতালিকায় রসুন যেন থাকে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। পালংশাক: আয়রন, ম্যাগনেশিয়ামসহ আরও নানা খনিজের সম্ভারে সমৃদ্ধ পালংশাক। তাই যাদের কিডনিতে স্টোনের সমস্যা রয়েছে, তাদের খাদ্যতালিকায় অবশ্য পালংশাক রাখা প্রয়োজন। আপনি চচ্চড়ি কিংবা সিদ্ধ

করেও পালংশাক খেতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ করবে মালয়েশিয়া সরকার দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে মার্কিন জিম্মিকে মুক্তি দিল হামাস পিলখানা হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার যুদ্ধবিরতির পরও ভারত-পাকিস্তান সীমান্তে আতঙ্ক তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে? বাবার ৪ বিয়ে দেখে বলিউড অভিনেত্রীর ৬ বার প্রেম বাজছে লানা ডেল রের গান, রোজার কাঁধে হাত রেখে বৃষ্টিতে তাহসান ১৭ মে থেকে শুরু হবে বাকি আইপিএল টেসলার রোবোট্যাক্সি ট্রেডমার্ক বাতিল করল যুক্তরাষ্ট্র ভিসি অপসারণের দাবিতে আমরণ অনশনে ববি শিক্ষার্থীরা এনবিআর ভেঙে হলো দুই বিভাগ শত বছর ধরে জেগে আছে সদরঘাট গাজা যুদ্ধ হয়ে উঠেছে ফিলিস্তিনিদের জাগরণের প্রতীক বাজেটে প্রাধান্য গরিবের খাদ্যবান্ধব কর্মসূচি অধ্যাদেশ জারি, এনবিআর ভেঙে হলো দুই বিভাগ রাজধানীর যে এলাকায় আত্মগোপনে ছিলেন মমতাজ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ট্রাম্প যুদ্ধবিরতির পরও ভারত-পাকিস্তান সীমান্তে আতঙ্ক নাম ‘করাচি’, তাই ভেঙে দেওয়া হলো দোকান