তিনদিন বাদে শুরু ইজতেমা, মাঠ প্রস্তুতি শেষের দিকে – ইউ এস বাংলা নিউজ




তিনদিন বাদে শুরু ইজতেমা, মাঠ প্রস্তুতি শেষের দিকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ | ১০:৩৯ 86 ভিউ
কহর দরিয়াখ্যাত নদ তুরাগ। এই নদের টঙ্গীর অংশের তীরে প্রতি বছর অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। দুই পর্বের ইজতেমা প্রথম পর্ব শুরু হবে আগামী ৩১ জানুয়ারি। মাওলানা জুবায়ের অনুসারী শুরায়ে নেজামির অনুসারীদের দিয়ে শুরু হবে চলতি বছরের ইজতেমা, যা চলবে পরের তিন দিন। ইজতেমা উপলক্ষ্যে মাঠ প্রস্তুতি প্রায় শেষের দিকে। ইতোমধ্যে মাঠের ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। শামিয়ানা টাঙানো ব্যতীত তেমন কোনো কাজ নেই বলে জানিয়েছেন আয়োজক কমিটির মুরুব্বিরা। সোমবার দুপুরে টঙ্গীর ইজতেমা ময়দান ঘুরে দেখা গেছে, ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বয়ান মঞ্চের পূর্ব, উত্তর ও দক্ষিণ পাশের জায়গাতে শামিয়ানা, শব্দ প্রতিধ্বনিরোধক বিশেষ ছাতা মাইক

ও বৈদ্যুতিক বাতি লাগানো হয়েছে; কিন্তু ময়দানের উত্তর-পূর্ব কোণের ঢাকার খিত্তা ও ২৯নং টয়লেট বিল্ডিংয়ের দক্ষিণ পাশ থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত কোনো শামিয়ানা টাঙানো হয়নি। এগুলোর শামিয়ানা মুসল্লিরা এসে টাঙাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মুসল্লিদের অবাধ প্রবেশ নিশ্চিতে ময়দানের পশ্চিম পাশে কামারপাড়া ব্রিজ থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত তুরাগ নদে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা পাঁচটি পন্টুন সেতু নির্মাণ করেছেন। এছাড়াও ফেরিঘাটের জেটি দিয়ে অপর একটি পন্টুন সেতু তৈরি করেছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ময়দানের চারপাশে পুলিশ ও র্যাবের পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ার। যোগাযোগ করা হলে জুবায়ের অনুসারীর ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ময়দানের প্রায় ৯৫ ভাগ শেষ

হয়েছে। শামিয়ানা টাঙানোর কাজ যতটুকু হয়েছে আপাতত ততটুকুই। বাকি শামিয়ানার ত্রিপল ও অন্যান্য সামানা ইজতেমার সাথী ভাইয়েরা নিয়ে এসে টাঙাবেন। আগামী বুধবারের মধ্যে জামাতের সাথীরা ময়দানে চলে আসবেন। দেশ-বিদেশের মুসল্লিরা বৃহস্পতিবার সকাল থেকে ময়দানে সমবেত হবেন। ইজতেমা ইস্যুতে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ইজতেমা ময়দানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করা হচ্ছে। সিসি ক্যামেরা স্থাপন, ওয়াচ টাওয়ার নির্মাণ প্রায় শেষের পথে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ সিরিজের দল দিল নেদারল্যান্ডস আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করা হবে: ইসি ভারত ঝুঁকছে, চীন কতটা সাড়া দেবে জড়িতদের তালিকাসহ ৭ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল তদন্ত কমিটির মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিরিজের দল দিল নেদারল্যান্ডস উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে লাঠিচার্জ, ১৫ জন পুলিশ হেফাজতে গভর্নর বলেন বাধ্যতামূলক ছুটিতে, এদিকে অফিস করছেন বিএফআইইউ প্রধান কখনোই কোনো রাজনৈতিক দলে ছিলাম না, পদ বা দায়িত্বেও নেই: শাকিব খান ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় কি সফল হবেন ট্রাম্প গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে ফজর নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব, নিহত ২৭ সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর ‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি ১৯ ভোটারে একজন প্রার্থী রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে রুশ ট্রেনে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলা