
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে লাঠিচার্জ, ১৫ জন পুলিশ হেফাজতে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

সাভারে ছাত্র হত্যা মামলার আসামি এখন রাজাপুরের ইউএনও

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ফেসবুকে কথাকাটাকাটি, টেঁটা-বল্লম নিয়ে দুপক্ষের সংঘর্ষ

‘চিরকুট লিখে না গেলে পুলিশ কাকে না কাকে ফাঁসিয়ে টাকা খাবে’
যে কারণে আগামী ৩ মাস গুলশান-২ এলাকা এড়িয়ে চলবেন

ঢাকা ম্যাস ট্রান্সজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ঘোষণা করেছে যে, মেট্রোরেল প্রকল্পের খোঁড়াখুঁড়ি কাজের জন্য আগামী তিন মাস গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হচ্ছে। এই কার্যক্রম শুরু হবে ২৬ জানুয়ারি (রোববার) থেকে।
২৩ জানুয়ারি, এমআরটি লাইন-৫ (নর্দান রুট) প্রকল্প পরিচালক মো. আফতাব হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শহর ও তার পার্শ্ববর্তী এলাকার যানজট কমানো এবং পরিবেশ রক্ষার্থে অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থার অংশ হিসেবে এমআরটি লাইন-৫ নর্দান রুটের নির্মাণ কাজ চলমান রয়েছে। এই প্রকল্পের অধীনে গুলশান-২ গোল চত্বর মেট্রো স্টেশন এলাকায় আগামী ২৬ জানুয়ারি সকাল ৮টা থেকে পরিষেবা লাইন স্থানান্তরের কাজ শুরু হবে।
এই সময়ে গুলশান-২ মোড়ের
দিকে যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই জনগণকে যথাসম্ভব আগে বের হওয়ার এবং বিকল্প পথ ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং জনগণের সহযোগিতা কামনা করেছে। এছাড়া, মেট্রোরেল প্রকল্পটি ঢাকা শহরের যানজট কমাতে এবং যাত্রীদের জন্য দ্রুত ও নিরাপদ পরিবহন নিশ্চিত করতে সহায়ক হবে, যা ভবিষ্যতে শহরের পরিবহন ব্যবস্থাকে আরো আধুনিক ও কার্যকরী করবে।
দিকে যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই জনগণকে যথাসম্ভব আগে বের হওয়ার এবং বিকল্প পথ ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং জনগণের সহযোগিতা কামনা করেছে। এছাড়া, মেট্রোরেল প্রকল্পটি ঢাকা শহরের যানজট কমাতে এবং যাত্রীদের জন্য দ্রুত ও নিরাপদ পরিবহন নিশ্চিত করতে সহায়ক হবে, যা ভবিষ্যতে শহরের পরিবহন ব্যবস্থাকে আরো আধুনিক ও কার্যকরী করবে।