ক্যানসারের ঝুঁকি কমাতে খান মিষ্টি আলু – ইউ এস বাংলা নিউজ




ক্যানসারের ঝুঁকি কমাতে খান মিষ্টি আলু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ | ৪:১০ 58 ভিউ
শীতকালে সকালবেলা মিষ্টি আলু খান, মিষ্টি আমেজ পাবেন। আর তাছাড়া শীতকালীন সবজি হিসেবে বেশ সহজলভ্য এটি। মিষ্টি আলু যেমন স্বাদে মিষ্টি, তেমনই পুষ্টিকরও। এ মিষ্টি আলুতে রয়েছে ডায়েটারি ফাইবার, বিভিন্ন ভিটামিন, মিনারেল ও অ্যান্টি-অক্সিডেন্ট। নিয়মিত এই সবজি খেলে হজমশক্তি উন্নত হয়। আর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। সেই সঙ্গে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ওজনও কমে। আপনি জেনে অবাক হবেন, মিষ্টি আলুতে আছে অ্যান্টি-ক্যানসার উপাদান, যা ক্যানসারের ঝুঁকিও কমায় মিষ্টি আলু। এ আলুতে থাকে বিটা-ক্যারোটিন। এটি এক প্রকার ভিটামিন এ। এই বিটা-ক্যারোটিন দেহে রোগপ্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। পাশাপাশি দেহে ফ্রি র্যাডিকেলের দ্বারা তৈরি হওয়া সেলুলার ক্ষতির ঝুঁকি কমায়। ফ্রি র্যাডিকেল

হলো— অস্থির অণু, যা ডিএনএ মিউটেশন ঘটাতে পারে। এই মিউটেশন ক্যানারের কোষ বেড়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ। বিটা-ক্যারোটিন এই ফ্রি র্যাডিকেলের হাত থেকেই আপনাকে রক্ষা করবে। এভাবে মিষ্টি আলু ফুসফুসের ক্যানসার, প্রস্টেট ও ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি কমাতেও সাহায্য করে। এ ছাড়া মিষ্টি আলুর মধ্যে অ্যান্থোসায়ানিন নামক রাসায়নিক আছে, যা এক ধরনের অ্যান্টি-ক্যানসর উপাদান। একাধিক গবেষণায় দেখা গেছে, এ উপাদান ক্যানসারের কোষকে বাড়তে দেয় না। কোলন ও এমনকি ব্রেস্ট ক্যানসার সেল বৃদ্ধি ও বিস্তার প্রতিরোধ করে। আর মিষ্টি আলুতে থাকা ডায়েটারি ফাইবার অন্ত্রের স্বাস্থ্য গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এ ছাড়া কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকিও কমে যায়। ফাইবার পাচনতন্ত্রে কার্সিনোজেন অপসারণে ও অন্ত্রের

আস্তরণের সঙ্গে তাদের যোগাযোগও কমিয়ে দেয়। এ ছাড়া মিষ্টি আলুর নানা ধরনের ফেনোলিক যৌগ আছে। এর মধ্যে ক্লোরোজেনিক অ্যাসিডও পাওয়া যায়। এগুলোও ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব যৌগক্ষতিকারক অক্সিডেটিভ এজেন্টগুলোকে দূর করে এবং প্রদাহকে নিয়ন্ত্রণ করে। তাই ক্যানসারের ঝুঁকি কমাতে শীতকালে নিয়মিত খেতে পারেন মিষ্টি আলু। সূত্র: ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেড় যুগ বন্ধ ৭০ ট্রেন যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরাইলি হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে প্রশিক্ষণের নামে কোটি কোটি টাকা অপচয় ১৩ লাখ আফগান শরণার্থীকে দেশে পাঠিয়েছে পাকিস্তান মেক্সিকোতে তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষে নিহত ২১ ডায়াবেটিস থাকলে কি পাকা আম খাওয়া ঠিক হবে, যা বলছেন পুষ্টিবিদ সাবেক সেনাসদস্যদের আবেদন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে, ধৈর্য ধরার পরামর্শ ফারাক্কা যেন নদী হত্যার মেশিন এনবিআর বিলুপ্তি নিয়ে দুই পক্ষ মুখোমুখি ‘চল চল যমুনা যাই’ এই রাজনীতি আর হতে দেব না: তথ্য উপদেষ্টা দাঁড়ায়ে আছি, আমাকে মার বেটা, মার শর্ত বাস্তবায়ন না করলে ঋণ ছাড় নয় মাদক-অপকর্মের আখড়া সোহরাওয়ার্দী উদ্যান মিলানকে হারিয়ে ৫১ বছর পর শিরোপা জিতল বোলোনিয়া শেষ মুহূর্তের গোলে বার্সার উদযাপন ‘থামাল’ রিয়াল হারিয়ে যাচ্ছে পারিবারিক গল্পের নাটক বাকৃবিতে পুনরায় গেস্টরুম সংস্কৃতি চালুর অভিযোগ আঞ্চলিক আকাশসীমা স্বাভাবিক, বিমানের টরন্টো লন্ডন রোমের ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ সিরিয়াকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান ট্রাম্পের