বন্ধ হচ্ছে কেয়া গ্রুপের আরও ২ কারখানা – ইউ এস বাংলা নিউজ




বন্ধ হচ্ছে কেয়া গ্রুপের আরও ২ কারখানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫ | ৪:৫৮ 61 ভিউ
কেয়া গ্রুপের চারটি কারখানা বন্ধ ঘোষণার ২১ দিনের মাথায় আগামী ২০ মে থেকে আরও দুইটি প্রতিষ্ঠান স্থায়ী বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর ফলে কেয়া গ্রুপের প্রায় ১০ হাজারের বেশি শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। চাকরিহারা শ্রমিকদের মধ্যে বিপুল সংখ্যক বাক ও শ্রবণপ্রতিবন্ধী বলে জানা গেছে। গত মঙ্গলবার জারি করা এক নোটিশে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইনের বিধি অনুযায়ী সব পাওনা কারখানা বন্ধের পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন। আগামী ১ মে থেকে স্থায়ীভাবে বন্ধ হতে যাওয়া কারখানাগুলো হলো- কেয়া কসমেটিকস লিমিটেড (নিট কম্পোজিট গার্মেন্টস ডিভিশন, নিটিং বিভাগ, স্পিনিং

ডিভিশন, কটন ডিভিশন) ও গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকার কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড। কারখানা স্থায়ীভাবে বন্ধের নোটিশে কারণ হিসেবে বর্তমান বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামালের অপর্যাপ্ততা ও কারখানার উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতাকে দায়ী করেছে কর্তৃপক্ষ। নোটিশে কেয়া গ্রুপের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কেয়া কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যান (নিট কম্পোজিট ডিভিশন) স্বাক্ষর করেন। নোটিশটি গত মঙ্গলবার বিকেলে কারখানার প্রধান ফটকে সাঁটিয়ে দেওয়া হয়। কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন বলেন, কেয়া গ্রুপে ১০ হাজারেরও বেশি শ্রমিক কাজ করেন। তাদের মধ্যে বিপুল সংখ্যক বাক ও শ্রবণপ্রতিবন্ধী। আমরা তাদের নিয়েও চিন্তিত। তিনি আরও বলেন, সরকার যদি বিষয়গুলো দেখে, কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়, তাহলে আবারও কারখানা

চালু করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবির দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্প অনুমোদন সারা দেশে বৃষ্টির আভাস, ৬ অঞ্চলের নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত এক বছরের জন্য ১৪ সদস্য বিশিষ্ট বার কাউন্সিল এডহক কমিটি গঠন ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইলন মাস্ক তাহলে এত গ্যাস যাচ্ছে কোথায়? সিলেটে খনিজসম্পদ লুট, নিশ্চুপ প্রশাসন চাপ কম থাকায় উৎপাদন ব্যাহত কমছে না সরকারের ঋণের বোঝা বিপুল মাদক-অস্ত্রসহ ‘ডি কোম্পানি’র ২ সদস্য গ্রেফতার তরুণ প্রজন্ম রক্ষায় তামাক নিয়ন্ত্রণে শক্তিশালী পদক্ষেপের তাগিদ বিয়ের প্রলোভনে পাচার, দুই চীনা নাগরিকসহ গ্রেফতার ৩ সুখবর পেতে যাচ্ছেন অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীরা ‘অল্প গাঁজায় কড়াকড়ি নয়’—মত লন্ডন মেয়রের দেশের সব সোনার দোকান বন্ধ ঘোষণা মিরপুরে বাসায় ঢুকে দম্পতিকে কুপিয়ে হত্যা হার দিয়ে পাকিস্তান সিরিজ শুরু বাংলাদেশের মর্গে রাখা লাশের দুই চোখ ‘খেয়ে ফেলেছে ইঁদুর’ সামরিক উপস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদন ‘নাকচ’ করল চীন এবার ঢাবিতে প্রকাশ্যে এলো ইসলামী ছাত্রীসংস্থা ‘এখনই গাজায় আগ্রাসন থামাও’- সরব হাজারো ইসরায়েলি সেনা