শেরপুরে গ্রেপ্তার সহকর্মীকে আদালতে দেখতে গিয়ে কারাগারে গেলেন সাংবাদিক নেতা – ইউ এস বাংলা নিউজ




শেরপুরে গ্রেপ্তার সহকর্মীকে আদালতে দেখতে গিয়ে কারাগারে গেলেন সাংবাদিক নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫ | ৯:৩১ 7 ভিউ
শেরপুরে পৃথক দুটি মামলায় দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাংবাদিকরা হলেন নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ এবং কালবেলার উপজেলা প্রতিনিধি মোশারফ হোসেন সরকার বাবু, একই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি নূর হোসেন। শেরপুর সদর থানার ওসি জোবায়দুল আলম জানান, গত ১৮ জানুয়ারি রাতে নকলা হলপট্টি এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা নূর হোসেনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। অপরদিকে, ১৯ জানুয়ারি বিকেলে শেরপুর জেলা শহরের নয়ানী বাজার এলাকা থেকে মোশারফ হোসেন বাবুকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নূর হোসেন ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে

আসছিলেন। এ কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নকলা উপজেলা সমন্বয়ক এসএম মাসুমসহ ১০-১৫ জন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যান। পরে তাকে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় গ্রেপ্তার দেখানো হয়। উল্লেখ্য, মোশারফ হোসেন নকলা উপজেলায় গত বছর অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট প্রশাসনের গাড়ি চাপায় নিহত সবুজ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যদিও মামলার এজাহারে তার নাম ছিলো না। রোববার দুপুরে নূর হোসেনকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ সময় তার সঙ্গে দেখা করতে আদালতে এসেছিলেন মোশারফ হোসেন সরকারসহ বেশ কয়েকজন সাংবাদিক। বৈষম্যবিরোধী আন্দোলনের

নেতৃবৃন্দ জানান, নূর হোসেনকে আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি ছাত্রলীগের পক্ষে প্রচারণা চালিয়ে যাওয়ায় তাকে আইনের আওতায় আনা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নওগাঁর মান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি আ: রাজ্জাক ও সম্পাদক পলাশ নিউ ইয়র্কে লায়না সহ ২৭ শিল্পী-কলাকুশলী পেলেন ঢালিউড অ্যাওয়ার্ডস ‘দেশের অর্থনীতি অত্যন্ত নাজুক, ৩৪ বছরে এমন টানাপোড়েন আর দেখিনি’ আওয়ামী লীগের বিবৃতি: সীমান্ত সংকট সৃষ্টি করে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করছে ফ্যাসিস্ট ইউনূস সরকার তারেক রহমানের পার্টনার ‘খাম্বা মামুন’ দুর্নীতি-অর্থপাচারের পর অস্ত্র মামলাতেও খালাস ট্রাম্পের নির্দেশে পুতিনের সঙ্গে ফোনালাপের ব্যবস্থা বাংলাদেশের পুলিশের নতুন পোশাক পাকিস্তানি পুলিশের পোশাকের আদলে, সমালোচনা সর্বমহলে শেরপুরে গ্রেপ্তার সহকর্মীকে আদালতে দেখতে গিয়ে কারাগারে গেলেন সাংবাদিক নেতা বনানীতে ৯ দফা দাবিতে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট ভ্যাট চাপিয়েও প্রতিবাদের মুখে ৮ পণ্যে প্রত্যাহার চায় এনবিআর, আইএমএফের ‘না’ জুলাই আন্দোলনে আসলে লাভবান কারা? মুখ থুবড়ে পড়া অর্থনীতির দেশ শ্রীলঙ্কায় এখন মূল্যস্ফীতি শূন্যের নিচে, অথচ বাংলাদেশে ১১% আওয়ামী লীগ ফিরলে ভয়ঙ্কর রূপেই ফিরবে: নুর আজকের খেলা: ২১ জানুয়ারি ২০২৫ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে যে বার্তা দিলেন ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প জামায়াতের এমন ভাব যে ক্ষমতায় চলে এসেছে: গয়েশ্বর আনিসুলকে বিচারক : ১৫ বছরে বিচার বিভাগের কোনো সংস্কার হয়নি ধনীর বাতাস বিশুদ্ধকরণ যন্ত্রে শুল্ক ছাড় চ্যালেঞ্জের মুখে সীমান্তহীন ইউরোপের স্বপ্ন