মেয়েকে কোন মূল্যবোধে গড়ে তুলতে চান অভিষেক – ইউ এস বাংলা নিউজ




মেয়েকে কোন মূল্যবোধে গড়ে তুলতে চান অভিষেক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫ | ৫:০১ 7 ভিউ
বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের বিচ্ছেদ নিয়ে প্রায় এক বছর ধরে জল্পনার শেষ নেই। এর মাঝে কেমন রয়েছে তাদের একমাত্র কন্যা আরাধ্যা, কীভাবে তার দেখাশোনা করেন বচ্চন পরিবার- এমন প্রশ্ন ওঠে বার বার। আরাধ্যার বয়স মাত্র ১৩ বছর। গত এক বছরে বেশিরভাগ সময়ই কিশোরী আরাধ্যাকে দেখা গিয়েছে তার মায়ের সঙ্গে। একদিকে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাতনি, অন্যদিকে প্রাক্তন বিশ্বসুন্দরীর কন্যা- এ দুইয়ে মিলে আরাধ্যার উপর প্রত্যাশার চাপ একটু বেশিই। এবার মেয়েকে নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুললেন বাবা অভিষেক বচ্চন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানান, তিনি যা শিখেছেন সবই তার বাবা-মায়ের কাছ থেকে। সব সময় যে বলে বলে শেখানো হয়েছে

তা নয় বরং তাদের জীবন থেকেই তিনি শিখেছেন। নিজের মেয়ের মধ্যেও সেই মূল্যবোধ গড়ে দিতে চান অভিনেতা। তিনি বলেন, ‘আমি আসলে কে, এই খোঁজ করতে করতেই জীবন কেটে যায়। কিন্তু এই সময় কিছু মূল্যবোধ থাকা প্রয়োজন। আর যদি কেউ এই মূল্যবোধের জন্য আপনাকে মনে রাখে, এই মূল্যবোধ যদি আপনার পরিচিতি হয়ে ওঠে, তাহলে বুঝতে হবে আপনার জীবন সফল। আমি এই শিক্ষায় বড় হয়েছি। আশা করি, আমিও আমার মেয়েকে এমন শিক্ষাই দিতে পারব।’ সব সময় অভিভাবকেরাই যে সেরা শিক্ষক হয়ে উঠবেন সেটাও মনে করেন না অভিষেক। তার কথায়, ‘আমি মনে করি না বাবা-মা সব সময় সেরা শিক্ষক হয়ে উঠবেন। সন্তানের ক্ষেত্রে আমাদের আবেগ

অনেক সময়ই আমাদের ধ্যানধারণার দ্বারা প্রভাবিত হয়। আমার মনে হয় অভিভাবকেরা দৃষ্টান্ত স্থাপন করে শিক্ষা দিতে পারেন।’ ৮২ বছর বয়সেও সকাল ৭টায় শুটিং শুরু করেন অমিতাভ বচ্চন। সেই উদ্দীপনা থেকে নিজেকে বাবার জায়গায় দেখতে চান অভিষেক। সে কথা স্পষ্টই জানিয়ে অভিষেক জানান, বয়স যখন ৮২ হবে তখন তার মেয়েও যেন একইভাবে তাকে নিয়ে গর্ব বোধ করতে পারে। সূত্র: আনন্দবাজার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাইজেরিয়ায় পেট্রলের ট্যাংকার বিস্ফোরণে ৭০ জন নিহত যুদ্ধবিরতির প্রাক্কালে ইসরাইলি হামলা, গাজায় এক পরিবারের ৫ সদস্য নিহত এক মাঘে শীত যায় না, এক জ্বরে রোগ যায় না ট্রাম্পের কঠোর অভিবাসন আইন প্রয়োগে কৃষিশিল্পে সংকট হতে পারে কাঁটাতারের বেড়া নিয়ে বিতর্ক ভারতের ভেতরেও ঘরে ফেরার আশায় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা মাহমুদউল্লাহর মতো নিজেকে প্রমাণ করে ফিরতে চান জিমি যুক্তরাজ্যে বিশাল সাম্রাজ্য দেশে চারজনসহ সারা বিশ্বে কারাবন্দি ৩৬১ সাংবাদিক রোজায় সরবরাহ ঠিক রাখতে সিটি ও মেঘনা গ্রুপকে অনুরোধ সীমান্তে উসকানিদাতাদের চরম মূল্য দিতে হবে: আখতার হোসেন টিকটক নিয়ে কী ভাবছেন ইলন মাস্ক! রোববার সকালে গাজায় যুদ্ধবিরতি শুরু আমাদের একটা লাশ পড়লে ওপারের দুইটা লাশ ফেলতে হবে: নুর রাশিয়া-ইরানের বন্ধুত্ব টিকবে কতদিন কম দামে ইলিশের স্বাদ পাবেন রাজধানীবাসী ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে থানায় জিডি টাকার হিসাব করছিলেন শ্রমিক নেতা, মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে গুলি চালাল এনটিসিবি ভবনের সামনে হামলার ঘটনায় মামলা কেআইবিতে ভাগ-বাটোয়ারা নিয়ে বিএনপিপন্থি কৃষিবিদদের ২ গ্রুপে সংঘর্ষ