চুক্তির শর্ত নিয়ে নেতানিয়াহুর অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি হামাসের – ইউ এস বাংলা নিউজ




চুক্তির শর্ত নিয়ে নেতানিয়াহুর অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি হামাসের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৫ | ৬:০৬ 93 ভিউ
টানা ১৫ মাস প্রাণঘাতি লড়াই শেষে যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় অবশেষে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। রোববার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। বর্তমানে এই চুক্তি ইসরাইলি সরকারের অনুমোদনের অপেক্ষায়। তার আগেই, ‘হামাস চুক্তির শর্ত পরিবর্তন করতে চাচ্ছে’ বলে বৃহস্পতিবার অভিযোগ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নেতানিয়াহুর এ অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করেছে হামাস। সংগঠনটির সিনিয়র নেতা সামি আবু জুহরি ইসরাইলের অভিযোগ উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার জানিয়েছেন, গাজা যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তি চুক্তির শর্ত থেকে হামাস পিছু হটেছে বলে ইসরাইলি অভিযোগের ‘কোনো ভিত্তি নেই’। এএফপিকে দেওয়া এক বিবৃতিতে আবু জুহরি বলেন, ‘যুদ্ধবিরতির চুক্তি থেকে হামাসের কোনো শর্ত

প্রত্যাহার করার বিষয়ে (ইসরাইলি প্রধানমন্ত্রী) নেতানিয়াহুর দাবির কোনো ভিত্তি নেই’। এর আগের দিন (বুধবার) ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, হামাস চুক্তির নির্দিষ্ট শর্ত মানতে রাজি হচ্ছে না। যা নিয়ে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়। এরপরই অবশ্য হামাসের পক্ষ থেকে বন্দি বিনিময় ও অস্ত্রবিরতি চুক্তিতে সম্মতি দেওয়া হয়। তবে এখন নেতানিয়াহুর অভিযোগ এবং হামাস নেতার এই বক্তব্য গোটা পরিস্থিতি নিয়ে এক নতুন বার্তা দিচ্ছে। যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হওয়ার আগে থেকেই এই ধরনের পালটাপালটি অভিযোগ উভয় পক্ষের মধ্যে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে তুলছে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। এদিকে, গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে যে, যুদ্ধবিরতির চুক্তিতে উভয় পক্ষের সম্মতি

দেওয়ার ঘোষণার পরেও গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরতা থেমে নেই। দখলদার বাহিনী গত ২৪ ঘণ্টাতেও ফিলিস্তিনি ভূখণ্ডের বিভিন্ন স্থানে বোমা বর্ষণ করেছে। যাতে অন্তত ৮১ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। গাজা অঞ্চলে মানবিক সংকটের প্রেক্ষাপটে এ ধরনের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যুদ্ধবিরতির পরেও এ ধরনের হামলা নতুন করে সংঘাতকে উস্কে দিতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে বাস্তব পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ রয়ে গেছে। সূত্র: ফ্রান্স২৪

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালকদের ভিসা বন্ধ যুক্তরাষ্ট্রে, কারণ কী? নিখোঁজের পর নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ গেণ্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘দুর্ভিক্ষ’ শুরু হয়েছে গাজায়, হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল যে কারণে বদলে ফেলা হলো ভারত-বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু মোবাইলের ডায়াল প্যাড আগের মতো করবেন যেভাবে সৌদির নারীদের সম্পর্কে চমকপ্রদ তথ্য সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার বাড়ল আকরিক লোহার দাম যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৫০ লাখ ভিসাধারীকে যাচাই শুরু, প্রমাণ মিললে ব্যবস্থা খানকাহ রহমানি মসজিদ : রাজীব থেকে রাহুল গান্ধী চিলিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড নির্বাচন নিয়ে জনমনে নানা প্রশ্ন-সংশয় এখনো অধরা সুউচ্চ ভবন ঠাঁই জীর্ণ কুটিরেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, নিহত আরও ৩ নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে : তারেক রহমান ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮ শতাংশ মার্কিনি : রয়টার্স