বইমেলায় প্যাভিলিয়ন বরাদ্দ নিয়ে নতুন বিতর্ক ও অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫
     ৯:৫২ পূর্বাহ্ণ

বইমেলায় প্যাভিলিয়ন বরাদ্দ নিয়ে নতুন বিতর্ক ও অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ | ৯:৫২ 200 ভিউ
অমর একুশে বইমেলায় এবার কিছু প্রকাশনা সংস্থাকে প্যাভিলিয়ন বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলা একাডেমি কর্তৃক এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগের অভিযোগ তোলা হয়েছে। কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান ও প্রকাশক সংগঠনগুলোর দাবির পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমি এই সিদ্ধান্ত নিয়েছে, যা প্রকাশনা জগতে তোলপাড় সৃষ্টি করেছে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কিছু প্রকাশনা প্রতিষ্ঠানকে এবারে প্যাভিলিয়ন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা মেলার নিয়ম-নীতি মেনেই করা হয়েছে। বইমেলার স্টল বরাদ্দের জন্য বাংলা একাডেমি একটি উপকমিটি গঠন করেছে, যার মধ্যে বাংলা একাডেমি কর্তৃপক্ষ, প্রকাশকদের প্রতিনিধি এবং সাংস্কৃতিক

ব্যক্তিত্বরা রয়েছেন। এই সিদ্ধান্তের পেছনে থাকছে কয়েকটি প্রকাশক সংগঠনের চাপ। তাদের মধ্যে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি, জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ এবং বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি প্রধান ভূমিকা পালন করেছে। এসব সংগঠন দাবি করছে, কিছু প্রকাশনা প্রতিষ্ঠান 'স্বৈরাচারের দোসর' এবং তাদের বইমেলায় অংশগ্রহণের সুযোগ না দেওয়া উচিত। যেসব প্রকাশনা প্রতিষ্ঠান প্যাভিলিয়ন পাচ্ছে না, তাদের মধ্যে রয়েছে তাম্রলিপি, কাকলী প্রকাশনী, পাঠক সমাবেশ, পুঁথিনিলয়, সময়, মিজান পাবলিশার্স, চারুলিপি, জিনিয়াস পাবলিকেশন, নালন্দা, পার্ল পাবলিকেশন, বিশ্বসাহিত্য ভবন, শব্দশৈলী। অন্যপ্রকাশ, আগামী প্রকাশনী ও অনুপম প্রকাশনীর প্যাভিলিয়ন ছোট করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এদিকে, সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদ অভিযোগ করেছেন, প্যাভিলিয়ন না দেওয়ার সিদ্ধান্তের কারণে তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে ষড়যন্ত্র

করা হচ্ছে। তিনি বলেছেন, "আমার প্রকাশনা সংস্থা কখনো সরকারের কোনো লাভজনক কাজে যুক্ত ছিল না, এমনকি সরকারের কোনো পদেও আমি ছিলাম না। আমি ৩৫টি বইমেলায় অংশ নিয়েছি, কিন্তু কখনো এমন অভিযোগ শুনিনি।" অন্যদিকে, বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান এই সিদ্ধান্তকে সাধারণ প্রকাশকদের বিজয় হিসেবে অভিহিত করেছেন এবং বাংলা একাডেমির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি দাবি করেছেন, আগামী, অন্যপ্রকাশ এবং অনুপম প্রকাশনীর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, কারণ তাদের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে বাংলা একাডেমির পক্ষ থেকে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া হয়নি। প্রকাশকরা দাবি করছেন, যদি কোনো প্রকাশনীর বিরুদ্ধে সুবিধাভোগের অভিযোগ থাকে, তবে তা প্রমাণিত

হওয়া উচিত এবং সরকারের কোনো লাভজনক কাজের সঙ্গে তাদের সম্পর্ক প্রমাণ করা প্রয়োজন। বাংলা একাডেমি ও প্রকাশকদের মধ্যে চলমান এই বিতর্ক বইমেলার পরিবেশে এক নতুন মাত্রা যোগ করেছে। এ বিষয়ে আরও আলোচনা এবং সিদ্ধান্তের প্রয়োজন বলে মনে করছেন অনেক প্রকাশক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সঞ্চয় গেলো, স্বপ্ন গেলো, জীবন গেলো : ১৫ হাজার কোটি টাকার লুটপাট শেষে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা ইউনুস কর্তৃক Election Without Choice? Bangladesh Faces a Growing Political Crackdown তাজউদ্দিনকে লেখা ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর সেই ঐতিহাসিক চিঠির কপি ৬ ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি ভারতের, স্মরণে ও কৃতজ্ঞতায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের বিবৃতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার শোক বিজয় দিবসের আনন্দ ম্লান করতেই কি ‘মেটিকুলাস ডিজাইন’? বিশ্ব রাজনীতির জাদুকরী চাল: এশিয়ার রাজনৈতিক দাবার বোর্ডে ভারতই যখন ‘কিংমেকার’ বিশ্ব রাজনীতির জাদুকরী চাল: এশিয়ার রাজনৈতিক দাবার বোর্ডে ভারতই যখন ‘কিংমেকার’ ৬ ডিসেম্বর: কূটনৈতিক বিজয়ের মাহেন্দ্রক্ষণ—বিশ্ব মানচিত্রে ‘বাংলাদেশ’ নামের প্রতিষ্ঠা বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতুটির নাম ‘৩৬ জুলাই সেতু’ রাখাকে কেন্দ্র করে হট্টগোলের জেরে উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। “ড. ইউনূস উন্নয়ন করেনাই, ক্ষতি ছাড়া কোন লাভ হয় নাই; কামাইয়ের প্রচুর ক্ষতি হইছে, সংসার চলতেছে না” — জনতার ক্ষোভ গণহত্যা ১৯৭১: হরিণাগোপাল-বাগবাটী ইউনূসের অদক্ষতায় রূপপুরে ব্যয় বেড়েছে ২৬ হাজার কোটি, জনগণের ঘাড়ে বিশাল বোঝা রাজনৈতিক প্রতিহিংসায় শিক্ষার্থীদের সনদ বাতিল: ড. ইউনূসকে কঠোর বার্তা আন্তর্জাতিক সংগঠনের ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন ৫ ডিসেম্বর ১৯৬৯: ‘পূর্ব পাকিস্তান’ নাম মুছে যেভাবে ‘বাংলাদেশ’ নাম দিলেন বঙ্গবন্ধু বাংলাদেশের রাজনৈতিক সংকট ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইইউ পার্লামেন্ট সদস্যের সাথে ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’-এর বৈঠক ‘বালের বিজয় দিবস’ মন্তব্যের জেরে ইলিয়াসকে ‘স্টুপিড’, ‘শুয়োরের বাচ্চা’, ‘বেজন্মা’ বললেন আম জনতা দলের তারেক ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন শাসক বঙ্গবন্ধু: ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এক রাষ্ট্রনির্মাতার উপাখ্যান