আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের – ইউ এস বাংলা নিউজ




আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫ | ১১:৩৮ 6 ভিউ
অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টা ৩৯ মিনিটে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। পোস্টে তামিম লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।’ অবসর নিয়ে দীর্ঘসময় ধরে ভাবনা-চিন্তা করেছেন তামিম। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাকে নিয়ে যেন দল নির্বাচনে জটিলতা তৈরি না হয় তাই এই সিদ্ধান্ত। তামিমের ভাষায়, ‘অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ

ব্যাহত হোক।’ গণমাধ্যমে তার জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়া নিয়ে নানাবিধ সংবাদের বিষয়ে বিদায়বেলায় তামিমের মূল্যায়ন, ‘এটা অবশ্য আগেও চাইনি। চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তারপরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি। এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দাম বাড়বে উড়োজাহাজের টিকিটের ৪০ লাখ টাকার ইলিশ মিলল এক ট্রলারে পলাতক ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি ফের সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা দুর্নীতির অভিযোগ মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিকের স্ত্রী-কন্যা দাবানলে পুড়ছে মাইলের পর মাইল, সঙ্গে লুটতরাজ লস অ্যাঞ্জেলেসে দাবানলে ঘরবাড়ি হারিয়েছেন যেসব হলিউড তারকারা প্রতিশ্রুতি ভুলে ট্রাম্পের সেই আগ্রাসী হুঙ্কার নিন্দা জানিয়ে সিবিআইয়ের বিবৃতি, ন্যায়বিচার দাবি নতুন রাজধানী পাচ্ছে ইরান ব্যবসায়ী পর্যায়ে কত বাড়ল ভ্যাট যেসব পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে বেসামাল চালের বাজার, গলদঘর্ম মুরগি কিনতেও মালয়েশিয়ায় ৪২ বাংলাদেশিসহ ৬৫ অভিবাসী আটক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের লস অ্যাঞ্জেলেসে দাবানল, লুটপাট ঠেকাতে কারফিউ জারি সন্ত্রাসী সাজ্জাদের ‘সেকেন্ড ইন কমান্ড’ বোরহান গ্রেফতার কমিশনারসহ সন্দেহভাজন দুই র‌্যাব সদস্য হেফাজতে দেশের সর্বত্র তীব্র শীত, ১০ জেলায় শৈত্যপ্রবাহ গাজায় নিহতের প্রকৃত সংখ্যা ৪১ শতাংশ বেশি