বিপিএলের সিলেট পর্ব শুরু আজ – ইউ এস বাংলা নিউজ




বিপিএলের সিলেট পর্ব শুরু আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ | ১০:১০ 111 ভিউ
সিলেট পর্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আলাদা চমক থাকে। ঢাকায় প্রথম পর্ব উত্তেজনায় শেষ হয়েছে, আজ থেকে সিলেটে শুরু হচ্ছে ১২ ম্যাচের পর্ব। বেলা দেড়টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স ও স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় একটি করে জয় পাওয়া দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল লড়াইয়ে নামবে। ঢাকায় প্রথম পর্বে প্রত্যাশার চেয়েও বেশি রান হয়েছে প্রতি ম্যাচে। সিলেটের উইকেটে বরাবরই ব্যাটারদের জন্য বিশেষ সুবিধা থাকে। তবে রানের হিসাবে ঢাকাকে ছাড়িয়ে যাওয়া এবার বড় চ্যালেঞ্জ হবে। এখন পর্যন্ত সর্বোচ্চ রান ও উইকেট দুই বাংলাদেশির। এনামুল হক বিজয় ১৭৬ রান নিয়ে সবার উপরে, ১২ উইকেট

পাওয়া তাসকিনের ধারেকাছে কেউ নেই। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল রংপুর তিন ম্যাচের তিনটিতেই জিতেছে। তারা নেট রানরেটেও অনেক এগিয়ে। সিলেট ঢাকায় মাত্র একটি ম্যাচ খেলে হেরেছে। ঘরের মাটিতে বেশি ম্যাচ খেলবে সিলেট। নিজেদের দলকে সমর্থন দেওয়ার জন্য দর্শকরাও মাঠে আসবে বলে আয়োজকদের ধারণা। স্থানীয় তরুণ সব ক্রিকেটার রয়েছে সিলেটে। স্থানীয় ক্রিকেটারই তাদের মূল শক্তি। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ের কাছে হেরেছিল সিলেট। এবার তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই সিলেটে স্বাগতিকরা শুরু করবে। অন্যদিকে নুরুল হাসান সোহানের অধিনায়কত্বে রংপুর বেশ ভারসাম্যপূর্ণ দল। এদিকে কাগজে-কলমে ফরচুন বরিশাল বড় দল হলেও তারা দুই ম্যাচের একটিতে জিতেছে ও একটিতে হেরেছে। সিলেটেই বরিশালকে ছন্দে ফেরাতে

চান ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মায়ার্স। তিনি বলেন, ‘দলটা বেশ ভালো। যদিও যেভাবে খেলতে চেয়েছি এখনো সেভাবে পারিনি। তবে এটাই ক্রিকেট। বিশ্বের সেরা দলের সঙ্গেও এমনটা হতে পারে। আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে মুখিয়ে আছি। টুর্নামেন্টের শুরুতে এমন হতেই পারে। গত বছরের অনেকেই আছে দলে, নতুন অনেকেও আছে। সেরা কম্বিনেশন নিয়ে সেরা ক্রিকেট খেলতে চাই আমরা।’ বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহীকে দুর্বল দল হিসাবে দেখেন অনেকে। তবে রাজশাহীর এনামুল ও তাসকিন আহমেদই এখন সর্বোচ্চ রান ও উইকেট শিকারি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বের শীর্ষ দশ ধনীর স্ত্রীরা কী করেন? উদ্যোক্তাদের সব শেয়ার বাজেয়াপ্ত করা হবে হংকংকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত মোদিকে প্রশংসায় ভাসালেন নেপালের হবু সরকারপ্রধান সুশীলা নেপালে সেনাশাসন চাইছেন সেনাপ্রধান নেপালে জেন-জি আন্দোলনে ক্ষতি ২০০ বিলিয়ন রুপি বোনকে হত্যাচেষ্টা মামলায় ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড মালয়েশিয়ায় পুলিশের ওপর হামলায় ক্ষুব্ধ স্বরাষ্ট্রমন্ত্রী গহরই হতে পারেন পিটিআইয়ের শেষ ভরসা দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ ভোট বর্জন করে পুনর্নির্বাচনের দাবি ৪ প্যানেলের জাকসুতে কত শতাংশ ভোট পড়েছে, জানাল কমিশন ‘চাকসুতে অংশ নেবে কিনা ভেবে দেখছে ছাত্রদল’ জাকসু নির্বাচন বর্জনের কারণ জানাল ছাত্রদল এশিয়া কাপ : টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ স্বর্ণের দাম এখনো রেকর্ডের কাছাকাছি দাম কমলো জেট ফুয়েলের ‘পিটার হাসের কোম্পানি’ থেকে ১ লাখ কোটি টাকার এলএনজি কিনবে সরকার