শীতবস্ত্র বিতরণে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, দায় চাপালো আওয়ামী লীগের ঘাড়ে! – ইউ এস বাংলা নিউজ




শীতবস্ত্র বিতরণে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, দায় চাপালো আওয়ামী লীগের ঘাড়ে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ | ৭:৪৩ 12 ভিউ
রাজশাহীর তানোরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় নেতাকে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষে ২০-২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ছয়জনকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ভবানীপুর দাখিল মাদ্রাসা মাঠে এই ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ান বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুলতানুল ইসলাম তারেক এবং মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীনের সমর্থকরা। উভয়পক্ষের সমর্থকদের দাবি, তাদের ভেতরে আওয়ামী লীগের দোসররা চক্রান্ত করে দুই পক্ষকে সংঘর্ষে লাগিয়ে দিয়েছে। তাদের নেতাকর্মীরা এসব করতে পারে না। প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসা মাঠে সুলতানুল তারেকের উদ্যোগে শীতবস্ত্র, ক্যালেন্ডার ও বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ চলছিল। এ সময়

শরিফ উদ্দীনের সমর্থকরা সেখানে বাধা দেয়, চেয়ার ও মোটরসাইকেল ভাঙচুর করে এবং কয়েকজন কর্মীকে মারধর করে। কিছুক্ষণ পর সুলতানুল তারেক ঘটনাস্থলে উপস্থিত হলে তার সমর্থকরাও পাল্টা আক্রমণ চালায়। সংঘর্ষে উভয়পক্ষের ২০-২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি কয়েকজন হলেন আব্দুস সামাদ (৪৫), মতিউর রহমান (৪৮), ওবায়দুর রহমান (৫০), ফিরোজ মাহমুদ (৪৫), মাহাবুর রহমান (৩৮) ও এখলাছুর রহমান (৫৩)। শরিফ উদ্দীনের সমর্থক যুবদল নেতা শরীফ উদ্দিন মুন্সি বলেন, শীতবস্ত্র বিতরণ ভালো উদ্যোগ। কিন্তু আমাদের স্থানীয় নেতাদের দাওয়াত না দেওয়ায় প্রতিবাদ জানাতে গেলে এই হামলা হয়। আমাদেরও ৮-১০ জন আহত হয়েছেন। এখানে আওয়ামী লীগের লোকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করেন

তিনি। অন্যদিকে, সুলতানুল তারেকের সমর্থক শামসুল ইসলাম বলেন, তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ আয়োজন করা হয়েছিল। কিন্তু মেজর শরিফের সমর্থকরা সেখানে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করে। এতে আমাদের ৫-৬ জন আহত হয়েছেন। এ বিষয়ে মেজর শরিফের মন্তব্য জানতে চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে সুলতানুল তারেক অভিযোগ করে বলেন, আওয়ামী ফ্যাসিবাদের ভূত তাদের মাথায় চেপেছে। দলীয় হাই কমান্ডকে বিষয়টি জানানো হয়েছে। তানোর থানার ওসি মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ যাওয়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এ ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাসিড রিফ্লাক্স থেকে বাঁচবেন যেভাবে মধ্যপ্রাচ্যে সামরিক পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩ এখনো বই পায়নি ৮১ শতাংশ শিক্ষার্থী, অভিযোগের তীর সিন্ডিকেটের দিকে ‘ইরানের প্রতিরক্ষা নীতিতে পরমাণু অস্ত্রের কোনো জায়গা নেই’ তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, মৃত বেড়ে ১২৬ শান্ত কেন উইকেটকিপার, যা বললেন রিশাদ কেন হঠাৎ বাংলাদেশ দল থেকে বিরতি, জবাব দিলেন জাহানারা গাজার নিরাপদ এলাকায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪৯ মধ্যপ্রাচ্যে সামরিক পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের ‘ইরানের প্রতিরক্ষা নীতিতে পরমাণু অস্ত্রের কোনো জায়গা নেই’ লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল গাজার নিরাপদ এলাকায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪৯ নতুন বছর নিয়ে যে প্রত্যাশার কথা জানালেন নগরবাউল জেমস ঘন ঘন হচ্ছে ভূমিকম্প, আগে-পরে কি করণীয়? গাড়ি চলে দেশে টাকা যায় বিদেশে বাজারে পেঁয়াজের দামে বাড়ছে ঝাঁজ খালেদা জিয়ার লন্ডন যাত্রা ও গুঞ্জন অ্যাপল ক্ষতিপূরণ দিচ্ছে ১১০০ কোটি টাকা মানবজাতির সামগ্রিক নিরাপত্তায় ইসলাম