সাকিব বাদে বিপিএল কি লবণ ছাড়া তরকারি? – ইউ এস বাংলা নিউজ




সাকিব বাদে বিপিএল কি লবণ ছাড়া তরকারি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ | ৬:৩৭ 10 ভিউ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে চিটাগং কিংসের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। তবে আপাতত ‘স্বেচ্ছা নির্বাসনে’ থাকা এই ক্রিকেটারের জন্য তা সম্ভব হয়নি। দেশের মাটিতে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টে প্রথমবারের মতো নেই তর্কসাপেক্ষে দেশের ক্রিকেটের সবচেয়ে পরিচিত মুখ। বিপিএলে কেন নেই সাকিব? কারণটা কমবেশি সবার জানা। গত ৫ আগস্টে শুধু দেশের রাজনৈতিক পটপরিবর্তনই হয়নি, সাকিব আল হাসানের জীবনও ওলটপালট হয়ে গেছে। গত বছরের শুরুতে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করেছিলেন, সেই দলের সরকার পড়ে যাওয়ার পর পালিয়ে বেড়াচ্ছেন নেতাকর্মীরা, এমন পরিস্থিতিতে সাকিব ‘নিরাপদ’ থাকেন কীভাবে! গত অক্টোবরে দেশের মাটিতে এসে খেলতে চেয়েছিলেন ক্যারিয়ারের শেষ টেস্ট। কিন্তু ‘নিরাপত্তা শঙ্কায়’

শেষ পর্যন্ত আর দেশে পা রাখা হয়নি তার। একই কারণে বিপিএলেও ব্রাত্য সাকিব। নিজেদের সাকিবভক্ত দাবি করা একদল কিশোর-যুবক সেই অক্টোবরই মিরপুরে ব্যানার-ফেস্টুন হাতে দাঁড়িয়েছিলেন, যেন তাদের প্রিয় ক্রিকেটারের দেশের জার্সিতে খেলার পথে সব প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয়। এবার বিপিএলকে কেন্দ্র করে ফের সরব হয়েছে সাকিবভক্তরা। শুক্রবার (৩ জানুয়ারি) হোম অব ক্রিকেটে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচের আগে শেরে বাংলার দক্ষিণ-পূর্ব দিকে ৪ থেকে ৫ নম্বর গেটের মাঝখানে কিছু ছোট ফেস্টুন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সাকিবভক্তরা দেয়ালে সেই ফেস্টুন টানিয়ে নীরবেই প্রিয় তারকার জন্য আক্ষেপ করেছেন। সেই ফেস্টুনে লেখা ছিল, ‘সাকিব ছাড়া বিপিএল যেন লবণ ছাড়া তরকারি।’ আসলেই কি সাকিব বাদে

বিপিএল স্বাদ-বর্ণহীন? মাঠের ক্রিকেট অবশ্য অন্যরকম ইঙ্গিত দিচ্ছে। নানান অব্যবস্থাপনার মধ্যেও মাঠের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ পাওয়া যাচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম রসদ চার-ছক্কার মার আর রানের ফুলঝুরিও একেবারে কম ছোটেনি আসরের প্রথম কয়েক ম্যাচে। তবে তরকারি (পড়ুন বিপিএল) সুস্বাদু হয়েছে কিনা, দিনশেষে এই প্রশ্নের উত্তর দেবেন সাধারণ ক্রিকেট অনুরাগীরাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খালেদা জিয়া আজ লন্ডন যাচ্ছেন দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়! টিউলিপের পাশে দাঁড়ালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি ঘুম থেকে উঠে দেখি, রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার বাজারে আসছে রয়্যাল এনফিল্ডের নতুন ৫ বাইক অস্থির চালের বাজার পদবঞ্চিত ৭৬৪ কর্মকর্তা পাচ্ছেন ক্ষতিপূরণ ভারত জড়িত বললে হবে না, প্রমাণ হাজির করতে হবে বিএনপিকে জালিম বলেননি জামায়াতের আমির: শফিকুল ইসলাম মাসুদ ছাত্রলীগের একটি বড় অংশ এক একটি সংগঠনের নেতৃত্ব গ্রহণ করছে! নিজের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চাইলেন টিউলিপ ট্রাম্পের খেলা শুরু, মোদীর প্রতিপক্ষ ট্রুডোর বিদায়: ড. ইউনুস কি পরবর্তী টার্গেট? আগে ডাকসুর গঠনতন্ত্র সংস্কার, পরে নির্বাচন চাপ প্রয়োগে বেনামি ঋণ ৩৮ হাজার কোটি টাকা ট্রুডোর পদত্যাগে কানাডাকে ফের ৫১তম রাজ্য বানানোর প্রস্তাব ট্রাম্পের ক্যানসার আক্রান্তদের দুর্ভোগ চরমে, কেমোর সিরিয়াল পেতে দীর্ঘ অপেক্ষা চকরিয়ায় বন্য হাতির আক্রমনে যুবকের মৃত্যু কানাডার নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আলোচনায় কারা?