সাকিব বাদে বিপিএল কি লবণ ছাড়া তরকারি? – ইউ এস বাংলা নিউজ




সাকিব বাদে বিপিএল কি লবণ ছাড়া তরকারি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ | ৬:৩৭ 38 ভিউ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে চিটাগং কিংসের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। তবে আপাতত ‘স্বেচ্ছা নির্বাসনে’ থাকা এই ক্রিকেটারের জন্য তা সম্ভব হয়নি। দেশের মাটিতে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টে প্রথমবারের মতো নেই তর্কসাপেক্ষে দেশের ক্রিকেটের সবচেয়ে পরিচিত মুখ। বিপিএলে কেন নেই সাকিব? কারণটা কমবেশি সবার জানা। গত ৫ আগস্টে শুধু দেশের রাজনৈতিক পটপরিবর্তনই হয়নি, সাকিব আল হাসানের জীবনও ওলটপালট হয়ে গেছে। গত বছরের শুরুতে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করেছিলেন, সেই দলের সরকার পড়ে যাওয়ার পর পালিয়ে বেড়াচ্ছেন নেতাকর্মীরা, এমন পরিস্থিতিতে সাকিব ‘নিরাপদ’ থাকেন কীভাবে! গত অক্টোবরে দেশের মাটিতে এসে খেলতে চেয়েছিলেন ক্যারিয়ারের শেষ টেস্ট। কিন্তু ‘নিরাপত্তা শঙ্কায়’

শেষ পর্যন্ত আর দেশে পা রাখা হয়নি তার। একই কারণে বিপিএলেও ব্রাত্য সাকিব। নিজেদের সাকিবভক্ত দাবি করা একদল কিশোর-যুবক সেই অক্টোবরই মিরপুরে ব্যানার-ফেস্টুন হাতে দাঁড়িয়েছিলেন, যেন তাদের প্রিয় ক্রিকেটারের দেশের জার্সিতে খেলার পথে সব প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয়। এবার বিপিএলকে কেন্দ্র করে ফের সরব হয়েছে সাকিবভক্তরা। শুক্রবার (৩ জানুয়ারি) হোম অব ক্রিকেটে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচের আগে শেরে বাংলার দক্ষিণ-পূর্ব দিকে ৪ থেকে ৫ নম্বর গেটের মাঝখানে কিছু ছোট ফেস্টুন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সাকিবভক্তরা দেয়ালে সেই ফেস্টুন টানিয়ে নীরবেই প্রিয় তারকার জন্য আক্ষেপ করেছেন। সেই ফেস্টুনে লেখা ছিল, ‘সাকিব ছাড়া বিপিএল যেন লবণ ছাড়া তরকারি।’ আসলেই কি সাকিব বাদে

বিপিএল স্বাদ-বর্ণহীন? মাঠের ক্রিকেট অবশ্য অন্যরকম ইঙ্গিত দিচ্ছে। নানান অব্যবস্থাপনার মধ্যেও মাঠের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ পাওয়া যাচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম রসদ চার-ছক্কার মার আর রানের ফুলঝুরিও একেবারে কম ছোটেনি আসরের প্রথম কয়েক ম্যাচে। তবে তরকারি (পড়ুন বিপিএল) সুস্বাদু হয়েছে কিনা, দিনশেষে এই প্রশ্নের উত্তর দেবেন সাধারণ ক্রিকেট অনুরাগীরাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের সময় বাড়ল বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে রাজি কিউবা মিচেল সৌদির নতুন হজ বিধিমালায় যা যা রয়েছে বেনিনে ৭০ সেনা সদস্যকে হত্যার দাবি আল কায়েদার ইস্টার যুদ্ধবিরতি লঙ্ঘন, পালটাপালটি অভিযোগ রাশিয়া-ইউক্রেনের রাখাল-কৃষক সংঘর্ষে ৫৬ জনের প্রাণহানি ভিডিওটি আমার নয়: পাকিস্তানের জনপ্রিয় টিকটকার শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ বললেন অভিনেত্রী নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের ফ্ল্যাট জব্দের আদেশ মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ ভিডিওটি আমার নয়: পাকিস্তানের জনপ্রিয় টিকটকার যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা নিয়ে ‘উল্লেখযোগ্য অগ্রগতির’ দাবি ওয়াশিংটনের ভারতে ওয়াকফ আইনের প্রতিবাদে হাজারো মুসলিমের সমাবেশ পুতিনের যুদ্ধবিরতিতে সন্দিহান মস্কোর বাসিন্দারা ইরানের ‘অতিগোপন’ কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত অস্ত্র মজুদ যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত একাধিক বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন কমল হাসান ‘সাহসী’ দৃশ্যে অভিনয় করতে পেরে আপ্লুত শ্রাবন্তী এমন হতশ্রী খেলা ভবিষ্যতে বিটিভিও দেখাবে তো? সালমান খানের বাড়ি থেকে বেরিয়ে কতটা বদলেছে সীমা সাজদেহের জীবন