রানপাহাড়ে চাপা পড়ল রাজশাহী, চিটাগংয়ের রেকর্ডগড়া জয় – ইউ এস বাংলা নিউজ




রানপাহাড়ে চাপা পড়ল রাজশাহী, চিটাগংয়ের রেকর্ডগড়া জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ | ৬:৩৪ 13 ভিউ
ম্যাচটা যেন প্রথম ইনিংসেই জিতে নিয়েছিল চিটাগং কিংস। আগে ব্যাট করে ৫ উইকেটে ২১৯ রানে পাহাড় গড়েছিল তারা। জিততে হলে বিপিএলে রানতাড়ার রেকর্ড গড়তে হতো রাজশাহীকে। কিন্তু তারা সে পথেই এগোল না। উল্টো রানপাহাড়ে চাপা পড়ে চিটাগংকে উপহার দিল রেকর্ড এক জয়। রাজশাহীকে ১০৫ রান হারিয়ে দেওয়া চিটাগংয়ের এই জয় বিপিএল ইতিহাসে রানের হিসাবে যৌথভাবে দ্বিতীয় বৃহত্তম। বিপিএলে রানের হিসাবে সবচেয়ে বড় জয়ও চিটাগংয়েরই। প্রায় এক দশকেরও বেশি সময় আগে ২০১৩ সালে মিরপুরেই সিলেট রয়্যালসকে ১১৯ রানে উড়িয়ে দিয়েছিল তারা। ৯৬ রানের মধ্যে রাজশাহীর ৬ উইকেট তুলে নিয়ে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে দেওয়ার সম্ভাবনা জাগিয়েছিল চিটাগং। তবে শেষ পর্যন্ত তা হয়নি। রানের

হিসাবে দ্বিতীয় বৃহত্তম এই জয়ের কৃতিত্বে তাদের সঙ্গী অধুনালুপ্ত দুই দল ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ওয়ারিয়রসও। এই দুই দলই ২০১৯ সালে সমান ১০৫ রানের ব্যবধানে যথাক্রমে খুলনা ও রংপুরকে হারের স্বাদ দেয়। ম্যাচের প্রসঙ্গে এলে টস হেরে আগে ব্যাট করতে নামা চিটাগংকে রানপাহাড়ে পৌঁছুতে সাহায্য করেন পাকিস্তানি ব্যাটার উসমান খান। তার ৬২ বলে খেলা ১২৩ রানের মারকাটারি ইনিংসেই জয়ের ভিত রচনা হয়ে যায় চিটাগংয়ের। গ্রাহাম ক্লার্ক (৪০) এবং মোহাম্মদ মিঠুনের (২৮) টি-টোয়েন্টি মেজাজে খেলা ছোট দুটি ইনিংস দলটির স্কোরকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায়। রাজশাহীর বোলারদের মধ্যে একা তাসকিন আহমেদই যা একটু কিপটে বোলিং করেছেন, ৪ ওভারে ২২ রান খরচায় নিয়েছেন দুই উইকেট।

বাকি বোলাররা দুই হাতে রান বিলিয়ে চিটাগংয়ের কাজ সহজ করে দেন। ২২০ রান তাড়া করতে নামা রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার মোহাম্মদ হারিস। ইয়াসির আলী (১৬), আকবর আলী (১৮), রায়ান বার্ল (১০) ও সোহাগ গাজীরা (১১) থিতু হয়ে উইকেট ছুঁড়ে দিয়েছেন। আর দলের বাকি ব্যাটাররা তো দুই অঙ্কেরও দেখা পাননি। চিটাগংয়ের পক্ষে তিনটি করে উইকেট নেন দুই স্পিনার আলিস আল ইসলাম এবং আরাফাত সানি। দুই উইকেট পান পেসার শরিফুল ইসলাম। এই জয়ের মাধ্যমে ২ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে চিটাগং। অন্যদিকে তিন ম্যাচে দুই পয়েন্ট রাজশাহী অবস্থান করছে পাঁচ নম্বরে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ফ্যাশন হাউস ‘সিগনেচার কালেকশন’-এর প্রথম শাখা উদ্বোধন খালেদা জিয়া আজ লন্ডন যাচ্ছেন দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়! টিউলিপের পাশে দাঁড়ালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি ঘুম থেকে উঠে দেখি, রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার বাজারে আসছে রয়্যাল এনফিল্ডের নতুন ৫ বাইক অস্থির চালের বাজার পদবঞ্চিত ৭৬৪ কর্মকর্তা পাচ্ছেন ক্ষতিপূরণ ভারত জড়িত বললে হবে না, প্রমাণ হাজির করতে হবে বিএনপিকে জালিম বলেননি জামায়াতের আমির: শফিকুল ইসলাম মাসুদ ছাত্রলীগের একটি বড় অংশ এক একটি সংগঠনের নেতৃত্ব গ্রহণ করছে! নিজের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চাইলেন টিউলিপ ট্রাম্পের খেলা শুরু, মোদীর প্রতিপক্ষ ট্রুডোর বিদায়: ড. ইউনুস কি পরবর্তী টার্গেট? আগে ডাকসুর গঠনতন্ত্র সংস্কার, পরে নির্বাচন চাপ প্রয়োগে বেনামি ঋণ ৩৮ হাজার কোটি টাকা ট্রুডোর পদত্যাগে কানাডাকে ফের ৫১তম রাজ্য বানানোর প্রস্তাব ট্রাম্পের ক্যানসার আক্রান্তদের দুর্ভোগ চরমে, কেমোর সিরিয়াল পেতে দীর্ঘ অপেক্ষা চকরিয়ায় বন্য হাতির আক্রমনে যুবকের মৃত্যু