সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো অনিশ্চিত – ইউ এস বাংলা নিউজ




সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো অনিশ্চিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫ | ১০:১২ 126 ভিউ
আগামী শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় প্রায় ৪০ কোটি ১৬ লাখ পাঠ্যবইয়ের মধ্যে সোমবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত ছাপানো হয়েছে মাত্র ৬ কোটির কিছু বেশি। ফলে বছরের প্রথম দিনেই সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকরা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, প্রাথমিকের প্রথম থেকে তৃতীয় শ্রেণির ৭০ লটের বই ছাপা সম্পন্ন হলেও পুনঃটেন্ডারের কারণে বাকি ২৭ লটের বই এখনও প্রস্তুত হয়নি। এ তিন শ্রেণির বই পুরোপুরি সরবরাহ করতে জানুয়ারি মাস লেগে যেতে পারে। প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল। অল্প কিছু বই ছাপানো হলেও বেশিরভাগ বই ছাপার কাজ

শুরুই হয়নি। সেক্ষেত্রে এ শ্রেণির শিক্ষার্থীদের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মধ্যে ষষ্ঠ-সপ্তমের কিছু বই ছাপানো হলেও অষ্টম ও নবম শ্রেণির অধিকাংশ শিক্ষার্থীরা বছরের শুরুতে কোনো বই পাবেন না। সব বই সরবরাহ করতে ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত সময় লেগে যেতে পারে। এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী জানান, এবারের পাঠ্যবই সম্পূর্ণ নতুনভাবে তৈরি করতে হয়েছে। ৬৫৫টি বই সংশোধন ও পরিমার্জন করতে দীর্ঘ সময় লেগেছে। এছাড়া, জুলাই মাসের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গল্প-গ্রাফিতি সংযোজন, টেন্ডার প্রক্রিয়ার দেরি এবং প্রথমবারের মতো সোয়া ৪০ কোটির বেশি বই ছাপানোর প্রয়োজনীয়তা কাজের চাপ বাড়িয়েছে। “আমরা দিনরাত কাজ করছি। তবে বাস্তবতাগুলো মাথায়

রাখতে হবে। প্রথম থেকে পুরো প্রক্রিয়া শুরু করতে হয়েছে,” যোগ করেন অধ্যাপক রিয়াদ। বই সংকট নিয়ে উৎকণ্ঠিত শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, বছরের শুরুতেই নতুন বই না পেলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হবে। কিছু বিদ্যালয়ে অল্পসংখ্যক বই পৌঁছানোর কারণে শিক্ষার্থীদের মাঝে বৈষম্য ও বিশৃঙ্খলা দেখা দিতে পারে। এনসিটিবি জানিয়েছে, জানুয়ারি মাসের মধ্যে বই সরবরাহ নিশ্চিত করতে তারা প্রতিদিন নিরবচ্ছিন্ন কাজ চালিয়ে যাচ্ছে। তবে এটি শুধু এনসিটিবি নয়, টেন্ডার প্রক্রিয়ার দেরি, ছাপাখানার অপ্রতুলতা, এবং লজিস্টিক চ্যালেঞ্জের সম্মিলিত ফলাফল। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই বই সংকট শিক্ষাব্যবস্থার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এনসিটিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময়মতো বই সরবরাহ নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা চালালেও শিক্ষার্থীদের পড়াশোনায় প্রভাব পড়া অবশ্যম্ভাবী। এই

সংকট থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সময়োপযোগী পরিকল্পনা ও বাস্তবায়ন নিশ্চিত করার ওপর জোর দেওয়া জরুরি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সন্ত্রাসী গোষ্ঠী আরসা এবং আরএসওকে মদদ দিচ্ছে বিজিবি: বাংলাদেশের বিরুদ্ধে আরাকান আর্মির হুঁশিয়ারি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বনাম অংশগ্রহণমূলক নির্বাচন: পার্থক্য কী? যাচ্ছে না থামানো অর্থনীতির ধস: রপ্তানি আয়ে টানা পতন, দিশেহারা খাত সংশ্লিষ্টরা ভারতীয় ট্রাক ঢোকার পরে একশো’র নিচে নামলো ৫০০ টাকার কাঁচামরিচ আবারও পশ্চিমবঙ্গে মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ চিরনিদ্রায় শায়িত হলেন সৈয়দ মনজুরুল ইসলাম রাজধানীতে জাপা নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ ‘ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন সেনা হেফাজতে’ নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার আগেই ফাঁস! তদন্তে কর্মকর্তারা সিরিজ বাঁচানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ মেক্সিকোতে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ২৮, নিখোঁজ অনেকে ৬ বিভাগে ভারি বর্ষণের আভাস সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪১৩ ‘আমাদের বিয়ে আগামী বছর একটি উপযুক্ত সময়ে ইনশাআল্লাহ’ উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনটিও গেল উল্টে স্বামীকে কিডনি দিতে এক মুহূর্তও দেরি করলেন না তরুণী র‍্যাবের গাড়ি-বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অ্যাকশনে পুলিশ গাজা ছেড়ে আরেক দেশে ইসরায়েলের হামলা মারিয়া কোরিনা কি নিজ ভুবনে শান্তিতে আছেন?