আব্বাসের ক্যারিয়ার সেরা বোলিংয়ে লড়াইয়ে পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




আব্বাসের ক্যারিয়ার সেরা বোলিংয়ে লড়াইয়ে পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ | ৫:২৬ 19 ভিউ
মোহাম্মদ আব্বাসের ক্যারিয়ার সেরা বোলিংয়ের সুবাদে লো স্কোরিং ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী পাকিস্তান ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হেরে যায় পাকিস্তান। প্রথম দুই ম্যাচে টানা জয়ে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা। শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। টি-টোয়েন্টি সিরিজে হেরে গেলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ শেষে দুই টেস্টের সিরিজে মুখোমুখি পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে চলমান প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২১১ রানে অলআউট পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩০১ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। ৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে

ব্যাটিংয়ে নেমে ২৩৭ রান করে পাকিস্তান। ১৪৮ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে মোহাম্মদ আব্বাসের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৯৯ রানে ৮ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। মধ্যাহ্ন বিরতির আগে প্রোটিয়াদের সংগ্রহ ৮ উইকেটে ১১৬ রান। চতুর্থ দিনে শেষ ইনিংসে ইতোমধ্যে ৪৩ রানে ৬ উইকেট শিকার করেছেন মোহাম্মদ আব্বাস। ক্যারিয়ারের ২৬তম টেস্টের ৪৬তম ইনিংসে এটাই তার সেরা বোলিং ফিগার। এর আগে চার ইনিংসে ৫টি করে উইকেট শিকার করলেও চলতি টেস্টের চতুর্থ ইনিংসে ইতোমধ্যে ৬ উইকেট শিকার করেছেন আব্বাস। সেঞ্চুরিয়ন টেস্টে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন আর মাত্র ৩২ রান, হাতে আছে ২ উইকেট। প্রোটিয়ারা ৩২ রান করার আগেই পাকিস্তান যদি ২ উইকেট শিকার করতে

পারে তাহলে জয়ের স্বাদ পাবে। এর ব্যতিক্রম হলে হেরে যাবে শান মাসুদের নেতৃত্বাধীন দলটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩০ বছরের পুরোনো শাড়িতে বিয়ে, রহস্য খোলাসা করলেন কীর্তি সুরেশ বহুমুখী চ্যালেঞ্জে পাতাল রেল রেলওয়ের ১২ মার্কেট ডিএনসিসির কব্জায় নামছে পানির স্তর, শুষ্ক মৌসুমে সংকটের শঙ্কা ফুটওভার ব্রিজ থাকলেও চলাচল ব্যস্ত সড়কে চক্রের টার্গেট সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা শীতের রোগে নাকাল শিশু ও বয়স্করা আমনের ভরা মৌসুমেও বাড়তি চালের দাম নির্গত বর্জ্য শীতলক্ষ্যায় হুমকিতে জনস্বাস্থ্য হিমেল হাওয়ায় কাঁপছে দেশ, কষ্টে শ্রমজীবীরা না ফেরার দেশে অভিনেত্রী অঞ্জনা রহমান উড়োজাহাজ দুর্ঘটনায় ৬৮ হাজার ডলার অনুদান দিলেন বিটিএসের জে-হোপ শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আগের মতোই নিরুত্তর ভারত টাঙ্গাইলে প্রশিক্ষণরত ১৪ পুলিশ কনস্টেবলকে অব্যাহতি বিপর্যয় থেকে মুগ্ধ-রনির ব্যাটে ভালো পুঁজি খুলনার ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রেলওয়ের নির্দেশনা শীতের মেয়াদ কি কমে যাচ্ছে ডোপ টেস্ট কিটে ‘মাফিয়াগিরি’ নির্বিচার আতশবাজি ফানুস, বিপন্ন প্রাণ-প্রকৃতি কুয়াশায় ঢাকা রাজধানী, বেড়েছে শীতের তীব্রতা