৭৩৩ দিন পর হাসল বাবরের ব্যাট – ইউ এস বাংলা নিউজ




৭৩৩ দিন পর হাসল বাবরের ব্যাট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৫ 13 ভিউ
সময়টা ভালো যাচ্ছিল না সময়ের সেরা ব্যাটার বাবর আজমের। সাদা বলের ক্রিকেটে রান পেলেও ধুকতে হচ্ছিল লাল বলের ক্রিকেটে। ভয়াবহ রানখরায় ভুগছিলেন সাবেক এই অধিনায়ক। একটা ফিফটিও পাচ্ছিল না দীর্ঘ এই ফরম্যাটে। দিনে দিনে সেটা পৌঁছে গিয়েছিল ৭৩৩ দিন ও ১৯ ইনিংসে। তবে আশার কথা অবশেষে একটা ফিফটির দেখা পেয়েছেন বাবর। আর তাতেই দীর্ঘদিনের আক্ষেপ দূর হয়েছে বাবরের। বাবর টেস্টে সেই ২০২২ সালের ২৬ ডিসেম্বর সর্বশেষ টেস্টে ফিফটি করেছিলেন। এরপর আরেকটি ফিফটির জন্য তাকে ৭৩৩ দিন অপেক্ষা করতে হয়েছে। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সেই আক্ষেপ ঘুচেছে বাবরের। অবশ্য প্রথম ইনিংসেও ব্যর্থতার মধ্যে দিয়ে যেতে হয়েছে বাবরকে। যেখানে প্রথম ইনিংসে

মাত্র ৪ রানেই আউট হয়ে যান বাবর। দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন দীর্ঘ অপেক্ষার ফিফটি। তবে এরপর আর টিকতে পারেননি। প্রোটিয়া পেসার মার্কো জানসেনের আরেকটি দুর্দান্ত স্পেলের দিনে বাবর ফিরেন বরাবর ৫০ রানে। ৮৫ বলের ইনিংসে তিনি ৯টি চার মেরেছেন। এর আগে বাবর ফিফটিখরায় ভুগছিলেন ১৯ ইনিংস। এ সময়ে এই পাকিস্তানি তারকা ব্যাটার ৩০–এর ঘরেও পৌঁছাতে পারেন মাত্র ৪ বার, সর্বোচ্চ ইনিংস খেলেন ৪১ রানের। এমনকি টেস্টে তার সর্বশেষ সেঞ্চুরিটিও ১৯ ইনিংস আগে। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে ২৮০ বলে ১৬১ রানের স্মরণীয় এক ইনিংস খেলেছিলেন বাবর। এরপর ৭৩৩ দিন রানখরায় থাকাকালে তার ইনিংসগুলো ছিল এমন— ১৪, ২৪, ২৭, ১৩, ২৪, ৩৯,

২১, ১৪, ১, ৪১, ২৬, ২৩, ০, ২২, ৩১, ১১, ৩০, ৫ ও ৪। এদিকে, বাবর রান পেলেও দলগতভাবে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। শান মাসুদের দল প্রথম ইনিংসে মাত্র ২১১ রানেই অলআউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকা ৩০১ রান করে প্রথম ইনিংসে লিড পায় ৯০ রানের। এরপর পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২৩৭ রানে অলআউট হলে প্রোটিয়াদের সামনে লক্ষ্য দাড়ায় ১৪৮ রানের। যা তাড়া করতে নেমে ২৭ রানে ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ম্যাচ জিততে এখনও ১২১ রান চায় প্রোটিয়াদের। হাতে ৭ উইকেট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাবিতে পোষ্য কোটা বিতর্কে মুখোমুখি দু’পক্ষ ৪৩তম বিসিএসে বাদ পড়াদের নিয়ে যা জানালো মন্ত্রণালয় ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যা বেড়েছে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ : ইউক্রেন ও ইউরোপের নতুন বাস্তবতা চীনে বিশাল ছাড়ে আইফোন বিক্রির ঘোষণা রণবীরের ‘ধুরন্ধর’ ছবির লুক নিয়ে তোলপাড় ‘স্কুইড গেম ২’খ্যাত অভিনেতার আপত্তিকর ভিডিও ফাঁস তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি : ২৭ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ৮৩ জন এলপি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ চলতি মাসে শৈত্যপ্রবাহ সহ বৃষ্টিপাত হতে পারে ; আবহাওয়া অফিস বিপিএল টিকিট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ মেজর সিনহা হত্যার; দ্রুত মামলার শুনানি করতে অ্যাটর্নি জেনারেলের কাছে মায়ের আবেদন পুরুষ ভোটার বেড়েছে প্রায় দ্বিগুণ পবিত্র শব-ই-মিরাজ ২৭ জানুয়ারি ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’ নীতি ২০২৪ সালে কতটা কার্যকর ছিল? সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধানে দুদক ফিজের বাগড়ায় বিশ্ব রেকর্ড হলো না তাসকিনের ডুয়েলগেজ রেললাইন নির্মাণের দুই প্রস্তাব অনুমোদন অনুপ্রবেশ ঠেকাতে দিল্লিতে ফের চালু ‘বাংলাদেশ সেল’ আইএমএফের চাপে পণ্য ও সেবায় বাড়তি ভ্যাটের বোঝা